নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অক্ষরসৈনিক

কি আর লিখবো?? নিজের সম্পর্কে কিছহুই বলার নাই

অক্ষরসৈনিক › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ আসিফ মহিউদ্দিনের আহত হওয়া এবং আমার কথা

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

আমি সামু'র একজন অনিয়মিত রিডার (নিজেরে ব্লগার বলে আসল ব্লগারদের অপমান করবো না)।

অনেকদিন পর সামুতে এসেই দেখি আসিফ মহিউদ্দিন আহত। উনি নাকি উত্তরার কোন এক হাসপাতালে আছেন। অপারেশন করা হয়েছে এবং সেটা সফল। আঘাত দু'টো; বুকে আর পিঠে।

এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে এবং হবে।



উনার কথাবার্তার সাথে আমি একমত নই। হয়ত ধর্মাবলম্বনকারী হিসেবেও উনার সাথে আমার দ্বিমত হবে। কিন্তু, একজন মানুষ হিসেবে উনার আহত হবার ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগলো না



যারা এই ব্যাপারে লিখালিখি করছেন, তাদের কাছে আমার একটা ব্যাপার জানতে ইচ্ছে করছে। সেটা হল, "আসল ব্যাপারটা কি আপনি জানেন? উনি কিভাবে আহত হলেন, সেটা কি জানেন?"

অনেককেই দেখলাম বলতেছেন যে এটা নাকি মৌলবাদীদের হামলা। হায়রে ভাই, নিশ্চিত হয়ে কথা বলুন। হতে তো পারে এটা ছিনতাইকারি হামলা। অসম্ভব কিছুই না...

তবে উনার মতের সাথে দ্বিমত পোষণকারীর কোনোই অভাব নেই। সত্যি কথা বলতে উনার পোস্ট দেখে আমার নিজের মেজাজ ও খারাপ হয়ে যায়। কিন্তু কলমের জবাব যে দেয় পেশি'র মাধ্যমে, তাকে আমি জানোয়ারের চেয়েও নিকৃষ্টদের দলে বিবেচনা করি।



একজনকে দেখলাম বলতেছেন, "আল্লাহ নিশ্চয় উনাকে জলদি সুস্থ্য করে দিবেন"। সেখানে আরেকজন কমেন্ট করছেন "উনি তো মনে করেন আল্লাহ এর অস্থিত্বই নেই। তাইলে উনারে তারাতারি সুস্থ্য করে তুলবেন কিডা?"





যাই হোক, ঘটনার পেছনের পশুগুলোকে তারাতারি চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেয়া হোক.।.।.।



পরিশেষে, আসিফ মহিউদ্দিনের জন্য শুভ কামনা...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
হামলাকারিরা অনেকে সামুতেই বিচরন করছে দেখা যাচ্ছে

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

অক্ষরসৈনিক বলেছেন: হুম...

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ফজল মাহমুদ বলেছেন: যে যাই বলেননা কেন, ওনার লেখা এমন কোন আহা মরি পর্যায়ের না, যা তথাকথিত মৌলবাদী দের আক্রমন পর্যায়ে পড়ে। সহানুভূতি তার জন্য।

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

অক্ষরসৈনিক বলেছেন: আহামরি পর্যায়ের কিছুনা...
তবে এটা অবশ্যই বলা যায় যে, বিশ্বাসের সাথে কিছুটা হলেও ধাক্কা লাগে...

আপনার মত সহানুভূতি প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.