নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে চাই, অর্জন করতে চাই।

ওমর এন সোহান

সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan

ওমর এন সোহান › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস গড়িনি

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

তোমায় নিয়ে লিখে ফেলতে পারতাম আস্ত

একটা কবিতাই ।

লিখলাম না ।

লাভ কি হতো? মানুষ বাহ্বা দিতো, তুমিও

বলতে ‘বেশ’ ।

যাওয়ার সময় বলে যেতে, ‘এরকম কবিতা আমায়

নিয়ে অনেকেই লেখে’ ।

তোমার জন্য শিশির ভেজা সকালে গোলাপ

হাতে দাড়িয়ে থাকতে পারতাম তোমার বাসার

সামনে ।

আপন নীড় ভেবে হয়তো যেতাম নিয়মিতই,

হয়তো কোন একদিন তোমার নতুন প্রেমিক,

কিংবা ভাইকে দিয়ে ‘ বক্সিং’ অনুশীলন করার

ব্যবস্থা করতে তুমি ।

তোমার জন্য বানিয়ে ফেলতে পারতাম তাজমহলের

মতোই দৃষ্টিনন্দন কোন স্থাপত্য;

হয়তো তোমার নতুন সঙ্গীকে উদাহারণ

হিসেবে আমার নাম উল্লেখ করে বলতে,

‘দেখো আমার জন্য কত মানুষ পাগল’ ।

অনেক কিছুই করা যেতো । করিনি । না করাই শ্রেয় ।

তুমি তার যোগ্য নও ।

তুমি গাছের মতো । গাছে যেমন প্রতি বছর

পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা জন্মায়, তোমার

জীবনেও তেমনি সময়ে সময়ে প্রিয়জন পাল্টায় ।

আমি সেই পাতার মতো । পুরনো হলেই

তুমি ঝরিয়ে দাও, দিয়েছোও ।

এজন্যই তো ইতিহাস রচনা করিনি । কেনই বা করবো?

জানতাম তো, এমনই হতো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.