![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan
ঘর থেকে বেরিয়ে রাজধানী ঢাকার রাজপথে ।
‘রাজধানী’ কথাটা শুনলেই গ্রামের মানুষের চোখে ভেসে উঠে ইটের দালান, বর্জের স্তূপ । এখানকার মানুষের অনেক টাকা । তাদের সময়ের অনেক দাম । দাম মানে প্রতিটা মুহুর্ত হিসাব করে টাকা আসে ।
টাকায় কি হয়?
টাকায় সুন্দর কাপড় কেনা যায়, দামী হাতঘড়ি, চশমা, এপেক্সের জুতো কেনা যায় ।
এগুলো ব্যবহার করলে মানুষ ভাল বলে, মেয়েরা আকৃষ্ট হয় । টাকা থাকলে এক হাতে স্মার্টফোন উঠে, তখন পাড়ার রাফিয়া অন্য হাতটি ধরার ইচ্ছে পোষণ করে ।
টাকা না থাকলে দুই হাতই ফাঁকা, যেমনটি আমার আজ ছিল,
তখন রাফিয়া, টিনারা অগোচরে হেসে গড়াগড়ি খায় । পেছনে উপহাস করে । এ হাতটি খালি না থেকে একটা থালা থাকলেও বোধহয় তাদের ভাল লাগতো ।
টাকা না থাকলে আমি তার নই, টাকা না থাকলে সে আমার নয় ।
আমি আধুনিক ছেলে । পকেটে টাকা না থাকলেও মডেমে মেগাবাইট থাকে । মেগা থাকলে স্ট্যাটাস দেওয়া যায়, স্ট্যাটাস দিলে লাইক পড়ে, কিন্তু ক্ষুধা নিবারণ হয়না ।
পকেটে দুই টাকা নিয়ে বেরিয়েছিলাম, ফিরেও এসেছি দুই টাকা নিয়েই ।। টাকার ব্যাগ আছে, পর্যাপ্ত টাকা নেই । সম্বল দুই টাকা ।।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
শূন্য পথিক বলেছেন: আমি আধুনিক ছেলে । পকেটে টাকা না থাকলেও মডেমে মেগাবাইট থাকে । মেগা থাকলে স্ট্যাটাস দেওয়া যায়, স্ট্যাটাস দিলে লাইক পড়ে, কিন্তু ক্ষুধা নিবারণ হয়না ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এ জগতে হায় কেউ কারো নয় যদি না থাকে ট্যাকা...