![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan
কিরে তুই নাকি প্রেমে পড়েছিস?
-: হুম । পড়েছি তো । সেদিন বাস থেকে নামার সময় ধাক্কাধাক্কি-তে প্রায় পড়েই গিয়েছিলাম । আর ঠিক সেখানেই বসা ছিল ‘প্রেম’ । ব্যাস তার উপর পড়ে গেলাম ! বলেই ফিক করে হেসে দেয় তানিয়া ।
- ধ্যাত! সব সময় ফাজলামো! যা তো সামনে থেকে ।
বড় বোনের এমন রাগান্বিত ভাব দেখে বেশ আনন্দই পায় তানিয়া ।
কানের ইয়ারফোনটা খুলে বিছানায় ধপ করে শুয়ে পড়ে । শরীর ভীষণ ক্লান্ত ।
কি যেন একটা চাপা হতাশা তার ভেতর বসবাস করে । জিনিসটা খুব কাছ থেকে না দেখলে কারো ধরতে পারার কথা না । বড় বোন সেটা লক্ষ্য করেছে । তাই কিছু একটা বলবে বলেই প্রেমের কথা বলে শুরু করেছিলো । কিন্তু তানিয়া ফাজলামো করে সেই প্ল্যান ভেস্তে দিয়েছে ।
সন্ধ্যা হলেই আকাশ পানে চেয়ে কাকে যেন খোঁজে । ঐ আকাশের তারা, চাঁদ... কোন কিছুই তো খোয়া যায়নি ।
তানিয়া ভাবলেশহীন তাকিয়ে থাকে......
অনিককে খুব মনে পড়ছে তার । দেড় মাস আগেই সম্পর্কটা হয়েছিল । এইতো সেদিনই অনিকের পুরো পরিবার আমেরিকা চলে গেল ।
সে অবশ্য থেকে যেতে চেয়েছিল । কিন্তু বাবা ফোন করে সাফ জানিয়ে দিয়েছেন তিনি কিছুতেই অনিককে একা দেশে রাখবেন না ।
বড় বোনের কাছে নিজের কষ্টগুলো লুকানোর জন্যই জোর করে হেসেছে । বোনকে বড় বেশী ভালবাসে সে । এমনিই সম্পর্কের কথা না জানিয়ে অপরাধ করেছে ।
তানিয়া ভেবেছিল একদিন কোন এক রেস্টুরেন্টে ডেকে আপুর সাথে অনিককে পরিচয় করিয়ে দিবে । চমক সৃষ্টি করার জন্য । কিন্তু তার আগেই সব উলটপালট হয়ে গেল ।
তার তো এখন হাসার দিন নয় ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
স্বপ্ন নীল বলেছেন: ছ্যাকা
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: