নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে চাই, অর্জন করতে চাই।

ওমর এন সোহান

সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan

ওমর এন সোহান › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করবো পাত্রী নাই, কোথায় গেলে পাত্রী পাই

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

☻শখ ছিল ১০.১১.১২-তে বিয়ে করবো, হইলো না । :(

☻পরে ঠিক করলাম ১২.১২.১২-তে করবো, তাও হইলো না । :(

☻শেষ ভরসা ১১.১২.১৩ এবং ঘটক পাখি ভাই । উপায় না দেখলে ওখানেই যাবো ।



পাখি ভাইয়ের ওখানে সব পাত্রিই পাওয়া যায়, একটা ঘটনা বলিঃ

আমেরিকা প্রবাসী এক আঙ্কেল ছেলের জন্য মেয়ে পছন্দ করবেন, যোগ্য মেয়েই পাচ্ছেন না! কী আর করা, গেলেন পাখি ভাইয়ের কাছে...

গিয়ে দেখলেন সেখানে আরেক পার্টি ছিল, মেয়ের পক্ষ । মেয়ে নাকি চিল্লাই বলতেছিল, ‘আমি এমন জামাই চাই,

যে চাওয়া মাত্র ব্যাংকক নিয়ে যাবে, অমুক যায়গায়, তমুক যায় নিয়ে যাবে... ইত্যাদি সিত্যাদি’ :P



তো ভাই পাখির কাছে বায়োডাটা দিয়ে রাখবো, ‘আমি আমার বউকে অস্থির রকম ভালবাসবো। চাওয়া মাত্র বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণে নিয়ে যাবো। চিড়িয়াখানা, মাওয়াঘাট... বাংলাদেশের সব দর্শনীয় স্পটে আমি ওকে যখনতখন নিয়ে যেতে পারবো আশা রাখি, বাকিটা উপরওয়ালা, আর বউয়ের ইচ্ছা।’

যে কোন মূল্যেই হোক, ১১.১২.১৩-এ পাত্রী চাইই চাই ।। :(

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

অকপট পোলা বলেছেন: তারিখটা মোর পছন্দ হইসে!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

ওমর এন সোহান বলেছেন: হুমম! তারিখটা সুন্দর! :) :)

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

টুম্পা মনি বলেছেন: আমার একজন আনমেরিড বিধবা খালা আছে। তার জন্যও পাত্র খুজতেসি। আপনি যদি রাজী থাকেন? :P :P B-))

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

ওমর এন সোহান বলেছেন: বিধবা তাতে সমস্যা ছিলনা,
কিন্তু সমস্যা যেটা, আপনার খালাতো আমারও খালা! খালার সাথে... ছিঃ ছিঃ আর ভাবতে পারছিনা। আমি পারবো না। খালার জন্য পাত্র খুঁজবোনে আমরা একসাথে, কী বলেন? ;) :P

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
টুম্পা মনি বলেছেন: আমার একজন আনমেরিড বিধবা খালা আছে। তার জন্যও পাত্র খুজতেসি। আপনি যদি রাজী থাকেন?

=p~ =p~ =p~

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

ভিটামিন সি বলেছেন: না পাইলে ভাই রাস্তা-ঘাট থেকে একটা ধইরা নিয়া যান। ক্যাচাল কইরেন না এখন ব্যাস্ত আছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

ওমর এন সোহান বলেছেন: আপনার পাত্রীর বায়োডাটা পরে পেশ করুন, আমিও এখন ব্যস্ত আছি । :D

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বুড়ীগঙ্গায় ভ্রমন করা বিপজ্জনক। গন্ধের চোটে ভূত পালাবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

ওমর এন সোহান বলেছেন: ভাই,
ভূত পালালেই তো ভাল, ভ্রমণ শুভ! ! :D

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

হেডস্যার বলেছেন:
রাস্তা ঘাটে হাজার হাজার সুন্দরী দেখবেন....মাগার বিয়ে করতে যাবেন দেখবেন পাত্রীর আকাল।

আপনে টুম্পা মনির খালু হইয়া যাইতে পারেন... :P
তবে মনে রাইখেন ম্যারিড হইবার পরে খালায় বিধবা হইলে দায়দায়িত্ব আপনার। B-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

ওমর এন সোহান বলেছেন: এমন ঝুঁকিপূর্ণ দায়িত্ব বারাক ওবামা নিতে পারেন। আমি ভাই পারবোনা, এটা নিশ্চিত। :P

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনে টুম্পা মনির খালু হইয়া যাইতে পারেন... :P
তবে মনে রাইখেন ম্যারিড হইবার পরে খালায় বিধবা হইলে দায়দায়িত্ব আপনার। B-)

ওরে কেউ আমারে থামা। হাসতে হাসতে তো পাদ বাইরাইয়া গেলো... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

ঊজ্জল বলেছেন: অনেক দুরেররররররররররররররররররর স্বপ্ন

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: বিয়া না করলেই তো সব সমস্যার সমাদান।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ওমর এন সোহান বলেছেন: বিয়ে না করলে আবার অনেক সমস্যা দৃষ্টিগোচর হয়না...!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.