নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে চাই, অর্জন করতে চাই।

ওমর এন সোহান

সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan

ওমর এন সোহান › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত সুন্দর একটা ঘটনা প্রত্যক্ষ করলাম ।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

১. প্রায়ই যা হয়, নামাজে দেরী করে গেলাম । মসজিদে লোক সংকুলান না হওয়ায় মসজিদের বাহিরেও কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে ।

উপরে ছাউনি আছে, রোদে কষ্ট করতে হবেনা নিশ্চিত হওয়ার পর, শুকরিয়া আদায় করতে করতে সুন্নত পড়তে দাড়িয়ে গেলাম ।

খুদবা শোনার সময় পেলাম দুইএক মিনিট । তারপর মূল নামাজ শুরু হল । দুই রাকাত নামাজ শেষে যখন সালাম ফিরানো শেষ হল, বা দিকে তাকিয়ে দেখি আমারই বয়সি সুদর্শন এক তরুণ মাটিতে সিজদাহ করছে । অজুস্থানের পাশে জায়গাটা পাক ছিল কিল কিনা সেটা একটা বিষয় বটে, কিন্ত তার প্রচেষ্টা ছিলতো...

ভাব দেখিয়ে সে ফিরেও যেতে পারতো । যায়নি । ব্যাপারটা বেশ ভাবিয়েছে ।



২. আমার ঠিক পাশেই আবার ৩৩-৩৫বছর বয়সি একজনের মোবাইলে শব্দ করে বেজে উঠলো ‘VengaBoys’ এর গানের টোন ।

তিনি তারপরও সতর্কতা অবলম্বন করার প্রয়োজন মনে করেননি । দাড়িয়ে গেলেন পরের চার রাকাত নামাজ পড়তে । ফলস্বরূপ নামাজ আদায়রত অবস্থায় আবার ফোন এল ।





লক্ষ্য করুন, দ্বিতীয় লোকটি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি ।

আর প্রথম ছেলেটি হচ্ছে পরিবর্তনের আশার প্রদীপ ।

একদিন পরিবর্তন হবে রে ভাই । মূর্খ, বিবেকহীনরা শত বছর ধরে বেঁচে থাকবে না । যোগ্যরা একদিন দায়িত্ব কাঁধে নিবে ।

সেদিন হয়তো আমরা থাকবো না । এই প্রকৃতি থাকবে, তারা সাক্ষী হবে ।

বৃদ্ধ গাছগুলো কানাকানি করে প্রশংসা করবে । :)

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

নষ্টছেলে তানিম বলেছেন: আসলে আমাদের কমন সেন্সের খুব অভাব হয়ে গেছে ধর্মীয় পবিত্রতা গুলোর দিকেও আমাদের গুরুত্ব নেই ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

ওমর এন সোহান বলেছেন: ‘কমন সেন্সের অভাব’ কথা সত্যি । আমরা প্রতিদিনের কাজকর্মেই তার প্রমাণ দিয়ে থাকি ।
‘আমি যাই করি, আল্লাহ্‌ মহান, মাফ করে দিবেন’ সব ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি কারণেই মূলত এই সমস্যা ।
দোকানে দুইটাকা বাকি থাকলেও সেটা পরিশোধ করতে হয়, সামান্য দুই টাকাও দোকানির কাছে ছাড় পাওয়া যায় না সব সময় । অথচ মানুষ বড় বড় অপকর্ম করছে আর ‘ঠিক না হলেও আল্লাহ্‌ তো মহান, মাফ করেই দিবেন’ মনোভাব প্রকাশ করছে । এমন দৃষ্টিভঙ্গি থাকলে, তাদের থেকে আর ভাল কি প্রকাশ পাবে?!

২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

হুপফূলফরইভার বলেছেন: সমাজের পারস্পরিক বিপরীতমুখি দৃশ্যটা খুব চমৎকার তুলে এনেছেন ভাই।

একদিন পরিবর্তন হবে রে ভাই । হতেই হবে। মূর্খ, বিবেকহীনরা শত বছর ধরে বেঁচে থাকবে না । যোগ্যরা একদিন দায়িত্ব কাঁধে নিবে ।
সেদিন হয়তো আমরা থাকবো না । এই প্রকৃতি থাকবে, তারা সাক্ষী হবে ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

ওমর এন সোহান বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আমারও ভাল লাগছে এই ভেবে, লেখার জন্য লোকমুখে শোনা গল্প, বা কল্পনার জগত অবলম্বন করতে হয় নি । স্বচক্ষে দেখা ঘটনা দিয়েই ফুঁটিয়ে তুলতে পেরেছি বোধহয় । :)

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

মাথা ঠান্ডা বলেছেন: ঠিক বলেছেন।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

ওমর এন সোহান বলেছেন: হুমম.. ধন্যবাদ । এবার 'মাথা ঠাণ্ডা' রেখে সমাজের জন্য ভাল কাজ করে যান । :D

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

অজানাবন্ধু বলেছেন: সমাজের পারস্পরিক বিপরীতমুখি দৃশ্যটা খুব চমৎকার তুলে এনেছেন ভাই।
আপনাকে অনেক অনেক ....... ধন্যবাদ।

একদিন পরিবর্তন হবে রে ভাই । হতেই হবে। মূর্খ, বিবেকহীনরা শত শত বছর ধরে বেঁচে থাকবে না । যোগ্যরা একদিন দায়িত্ব কাঁধে নিবে ।
ইনশাল্লাহ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

ওমর এন সোহান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । :)

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: মূর্খ, বিবেকহীনরা শত বছর ধরে বেঁচে থাকবে না............. সহমত

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

ওমর এন সোহান বলেছেন: হুমম.. সমাজ ব্যবস্থা যারা কুলষিত করছে, এ সমাজ ‘তাদের ছোবল থেকে মুক্তি পাক’ এই ইচ্ছা মনের ভেতর দৃঢ়ভাবে পোষণ করি । :)

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

আহলান বলেছেন: এটাই বদ আর ভালো সবই এই সমাজের অংশ ...

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

ভাইটামিন বদি বলেছেন: ........হ্যা একদিন পরিবর্তন হবেই.....হতেই হবে। এভাবে আর চলতে পারে না।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

ওমর এন সোহান বলেছেন: একদম ঠিক বলেছেন, এভাবে চলতে পারে না । পরিবর্তন হতেই হবে, সেটা হবে আপনার আমার হাত ধরেই । পরিবর্তন ছোট্ট করে শুরু হোক নিজের হাত দিয়েই । :)

৮| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

দাদুচাচা বলেছেন:
দুনিয়াতে ভাল আর মন্দ আছে- ইহাই তার প্রমান।

৯| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

খান সাব বলেছেন: ইনশাল্লাহ্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.