নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে চাই, অর্জন করতে চাই।

ওমর এন সোহান

সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan

ওমর এন সোহান › বিস্তারিত পোস্টঃ

বিবাহ না করিলে খুব বেশি ক্ষতি হইবে>?

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

মজা পাইতেছি না কোন কিছুতেই । একবার মাথায় শুভ বুদ্ধির উদয় হইলে, মস্তিষ্ক, আমাক কহিল, ‘ওহে বলদ মন, তোমার চালনাকারী কে?

আমি, নাকি তুমি নিজেই?’

আমি বলিলাম, ‘তুমিই, কিন্তু বলদ বলিলে কেন?’



‘তো আর কি বলিবো... যে যা-ই হোক, একখানা বুদ্ধি দেই শোন, এইবার বিবাহ করিয়া লও ।’

আমি সানন্দে রাজী হইলাম । কিন্তু বিবাহ করিলে লাভের বিপরীতে ক্ষতিও কম হইবে না । এখন যেমন অদৃশ্য ডানা মেলিয়া উড়িতে পারি, বিবাহ করিলে বউ বলিয়া বসিতে পারে, ‘আমাকেও লইয়া চল ’ ।

লইয়া যাইতে আমার সমস্যা তো ছিল না... নাহ্, একখানা সমস্যা অবশ্য আছে, আমি উড়িলে কেহ আকাশ পানে তাকাইবার সম্ভাবনা ক্ষীণ,

নব বধু উড়িলে অনেকেরই আকাশ প্রীতি বাড়িয়া যাইবে । এই অবস্থার সম্মুখীন হইতে না চাহিলে, বউয়ের সহিত ঘরেই সময় দিতে হইবে বেশি । অযথা নিজের স্বাধীনতা নিজেই খর্ব করিয়া কি কোন ফায়দা আছে? বোধকরি নাই ।

তাই সিদ্ধান্ত লইলাম, যতদিন সম্ভব কষ্ট করিয়া ধৈর্য ধরিবো । শেষমেশ আর ...না পারিলে বিবাহ করিতেই হইবে । অতঃপর মন মস্তিষ্কেরও অবাধ্য হইলো ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

পরোবাশি২০১৩ বলেছেন: apnar biya er time hoiche

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

ওমর এন সোহান বলেছেন: তাই? আপনার প্রতিভা দেখিয়া আমি রীতিমত মুগ্ধ! একখানা পাত্রী খুঁজিয়া দিয়া, জাতিকেও আপনার প্রতিভার ঝলক দেখাইয়া দিন । :D

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

রাজ্জাক রাজ বলেছেন: বিয়ে করে বীর পুরুষ , না করে উত্তম পুরুষ। বিয়ে করে সুখী হয় কাপুরুষ।

Typed with Panini Keypad

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

ওমর এন সোহান বলেছেন: আপনার মস্তিষ্ক উর্বর । ভবিষ্যতও উজ্জল দেখিতে পাইতেছি । :D

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

রাজ্জাক রাজ বলেছেন: :D

Typed with Panini Keypad

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আফনে আসলেই বলদা। B-))

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫

ওমর এন সোহান বলেছেন: জি ভাই, আপনিও আমাকে চিনিতে পারিলেন । ধন্যবাদ আপনাকে । :)

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: না ভাই, আপনাকে বিয়া করতেই হবে... :D

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪২

ওমর এন সোহান বলেছেন: আপনি যেহেতু এতো করিয়া বলিতেছেন, কি আর করা...ঠিক আছে । :) ইচ্ছে ছিল না যদিও...। সুন্দরী, চরিত্রবান পাত্রী খুঁজেন ভাই, আপনার অবাধ্য হইতে চাহি না । :)

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

নীলআকাশ৩১৭ বলেছেন: উপরোক্ত ঝামেলা ছারাও আরো বহু ঝামেলা আছে । টাকা পয়সা যত দিবেন, মরুভুমিতে পানি ঢাললে যেমন সাথে সাথে শুকায়া যায় তার মতো তত শেষ হয়ে যাইবো। কোনো কুল কিনারা পাওয়া যায়না, কিছুই বলাও যায় না। আবুল হইয়া কেবল ভাববেন, কেন যে বিয়া করছিলাম?

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

ওমর এন সোহান বলেছেন: যথার্থই বলিয়াছেন । পারিপার্শ্বিক অবস্থা দেখিলে ব্যাপারখানা ওইরকমই মনে হয় । :)

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

নেবুলাস_স্কাই বলেছেন: রাজ্জাক রাজ বলেছেন: বিয়ে করে বীর পুরুষ , না করে উত্তম পুরুষ। বিয়ে করে সুখী হয় কাপুরুষ।

তা দাদা যথার্থই বলেছেন.....বিশেষ করে শেষের লাইনটার জন্য আপনাকে নোবেল দেয়া উচিত......:)

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

ওমর এন সোহান বলেছেন: আমি এমন একখানা লেখা পোস্ট করিয়াছি... তাইতো রাজ্জাক ভাই এমন সুন্দর মতবাদ ব্যক্ত করিতে পারিলেন । তাহা হইলে, সবার আগে আমারই নোবেল পাওয়া উচিত নয় কি? :(

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

রাজ্জাক রাজ বলেছেন: নেবুলাস_স্কাই : আপনাকে নোবেল দেয়া উচিত...... । যথার্থই বলেছেন, মোরে নোবেল না দিলে আলফ্রেড নোবেলের আত্মাও শান্তি পাইবো না। তয় নোবেল কমিটিকে বলছি অতিশীগ্রই আমার জইন্যে উন্নত দেশি খাটি গরুর চামড়া দিয়া একখান বেল বানায় দেন।

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

ওমর এন সোহান বলেছেন: ভাই, নোবেল পাইয়া দেশীয় রাজনীতিবিদগণের রোষানলে পরিতে চাইতেছেন কেন? ;) যে যা-ই হোক, বেশ ভাল রকমের মজা করিতে পারেন বটে । :P :D

৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪

বাসুরী বাসীয়ালা বলেছেন: বিয়ের স্বপক্ষে আর বিয়ে না করার বিপক্ষে
৩টি করে যুক্তি দেবেন দয়া করে ??????

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

ওমর এন সোহান বলেছেন: বিবাহের স্বপক্ষে যুক্তিঃ বিবাহ করিলে আপনি সুখী জীবনযাপন করিতে পারিবেন (টাকা থাকিলে) । :)

বিবাহের বিপক্ষে যুক্তিঃ বিবাহ করিলে আপনি সুখী জীবনযাপন করিতে পারিবেন না (টাকা না থাকিলে) । : (
:P

১০| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
যতদিন সম্ভব কষ্ট করিয়া ধৈর্য ধরেন!




২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

ওমর এন সোহান বলেছেন: জি ভাই, ধৈর্য্য ধারণ ছাড়া আপাতত অন্য কোন উপায়ও নাই । : ( দোয়া করবেন ।

১১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





উত্তম সিদ্ধান্ত!

১২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

আমি চাই বলেছেন: ভাই আপনে বিয়া না করলে আমগো লাইগা কিসু দেহেন,,,,,

১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা .......বাপ মারে বুঝান

১৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

মশিকুর বলেছেন:
আপনার ধৈর্য ধরা সফল হোক, দরকার হইলে এক কোপে ডাবল খাট সিঙ্গেল কইরা ফেলান। অতঃপর ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে, ভ্রমন সুন্দর হোক।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:




সকলের জন্য বিবাহ করা উত্তম এবং আবশ্যিক। ;)

১৬| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

রাজ্জাক রাজ বলেছেন: অবিবাহিত : আহ হা!! বিয়ে যে কি মজা............
বিবাহিত : আগে কইরা ল , হেরপর বুঝবি সাজা।

Typed with Panini Keypad

১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

ডিজিটাল বোকা বলেছেন: আমাদের দেশে কিছু বলদা আছে , যারা মনে করে বিয়ে করিলে অশান্তি বাড়ে, নিজের স্বাধীনতা খর্ব হয় ।
তাদের বলি , ও রে বলদা আল্লাহর সমষ্টি ও তোর দ্বীন ইসলাম পূর্ন করার নিমতে ‍যদি বিবাহ করিয়া থাক, তাহলে দেখিবে তুমি আল্লাহর রহমতের দরজা তোমার জন্য রয়েছে খোলা...........


ফান পোষ্ট >>>> সিরিয়াস কমেন্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.