![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan
এক সন্ধ্যায় ফার্মগেটের কাছাকাছি অবস্থান করছিলাম, সাথে আমার কাছের বন্ধু । সে বলল, ফার্মগেটের অদূরে নভো থিয়েটার-এর ওখানটায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা আছে, চল্ কিছুক্ষণ দেখে আসি। আয়োজনটা সম্ভবত গাজী টিভির । গেলাম, সুপার টেনে বাংলাদেশের প্রথম খেলা, উৎসব মুখর পরিবেশ । গায়ে উল্কি এঁকে, কাপড়ের তৈরি পতাকা নিয়েও অনেকে হাজির । আমিতো অবাক! সেখানে না ছিল কোন ক্যামেরা, না ছিল কোন সাংবাদিক, তাহলে এত দেশপ্রেম দেখানোর প্রয়োজন কোথায়?
বন্ধু প্রায় হাজার খানেক লোককে দেখিয়ে বলল, আরো মানুষ হয় । সময় গড়ালে আজও হবে । কথা বলতে বলতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠলো, সাথে সাথে এই হাজার মানুষের দল উঠে দাড়িয়ে বুকে হাত রাখলো । যেন সবাই স্টেডিয়ামের গ্যালারীতে অবস্থান করছে!
সত্যি বলছি ভাই, আমি ছোট মানুষ, আবেগও আছে বেশ, সেসময় অশ্রু নিবারণ করতে পারিনাই । মিডিয়া কাভারেজ নাই, খাবারের প্যাকেট নাই জেনেও যারা শরীরে বাঘের মুখ, লাল সবুজের পতাকা এঁকে টিভিতে খেলা দেখতে জড়ো হয়, অতঃপর একসঙ্গে দাড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধা, ভালবাসা প্রদর্শন করে –এসব তরুণদের ‘দেশ প্রেমিক’ বলা যায় না?
নাকি ইতিহাস বেচে, ইতিহাস বিকৃত করে যারা দলীয় ভাবমুর্তি উজ্জ্বল করতে চায়, সেসব অর্থলোভী, ক্ষমতালোভী রাজনীতিককে বলবো দেশপ্রেমিক?
২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
উড়োজাহাজ বলেছেন: পোসটে প্লাস।
৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
দালাল০০৭০০৭ বলেছেন:
৪| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৯
নাগরিকমন বলেছেন: আপনার অনুভুতিকে সম্মান জানাই, সেই সাথে ওই মানুষগুলোর জন্য শ্রদ্ধা রইল।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২০
ওমর এন সোহান বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪
আমিনুর রহমান বলেছেন:
এই অনুভুতিগুলোই আমাদের মতো বেশিরভাগ সাধারণ মানুষের মনে কিন্তু কিছু অর্থলোভী, ক্ষমতালোভী রাজনীতিকদের কারণে দেশপ্রেম নিয়ে ব্যবসা করছে।
৬| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
হতাশ নািবক বলেছেন: আমিনুর রহমান বলেছেন: "
এই অনুভুতিগুলোই আমাদের মতো বেশিরভাগ সাধারণ মানুষের মনে কিন্তু কিছু অর্থলোভী, ক্ষমতালোভী রাজনীতিকদের কারণে দেশপ্রেম নিয়ে ব্যবসা করছে। "
সহমত।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
উড়োজাহাজ বলেছেন: প্লাস দিলাম।