![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan
পাঞ্জাবী কিনতে গেলাম পীর ইয়ামেনী-তে, ভালোই পাঞ্জাবী পাওয়া যায় এ মার্কেটে। গিয়েই একটা পাঞ্জাবীর উপর যে চোখ পড়লো, এরপর যত যা-ই দেখি আর তো পছন্দ হয়না। ব্যাটাও দাম একটা চাইছে, সাধ্যের একেবারে বর্ডার লাইন-এ!
বন্ধু গৌরাঙ্গ বলে, যে ক'টা ভাল বলছিস, এইটাই বেস্ট। এবার তো আমি কিনবোই কিনবো! টাকা বুঝিয়ে দিয়ে পাঞ্জাবী নিয়ে ফিরলাম।
এখানে একটা মজার কাহিনী বলা দরকার,
পাঞ্জাবী যেখান থেকে কিনেছি সে দোকানি বলেছে এটা দুবাই থেকে এসেছে। আমি আরেকটা দোকানেও এর অন্য রঙ পেয়েছিলাম, পছন্দ হয়নি। সেই দোকানি আমাকে বলেছে তার'টা পাকিস্তান থেকে এসেছে। শেষমেশ যেখান থেকে কিনলাম তার কাছে জানতে চাইলাম, একই পাঞ্জাবী দুজন দুরকম বলার কারণ কী?!
উত্তরে সে আমাকে বলল "পাকিস্তানের নাম মুখে আনতে খারাপ লাগে, তাই দুবাই বলছি।"
আমি কাপড় ও ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, সাইজে মিলেছে নিয়ে এসছি। বাসায় এসে দেখি লেবেল-এর নিচের দিকে ছোট করে লেখা "Made in Bangladesh" ! !
ব্যাপার না.. দেশি পণ্য কিনে আমি ধন্য। <3
২১ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩
ওমর এন সোহান বলেছেন: ভাল বলেছেন। উপমহাদেশীয়দের কাজকাম দেখলে মনে হওয়াটা স্বাভাবিক যে, এখানে বুঝি সব কিছুতেই ঠকানো হচ্ছে... তবে পাঞ্জাবীটা পছন্দ হওয়ায় প্রতারণার ব্যাপারটা আর গুরুত্ব দিয়ে ভাবিনি। আপনার মন্তব্য পড়ে আবার ভাবতে হল.. "তাইতো!"
২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:২৪
নতুন বলেছেন: দোষ তো আমাদেরই...
আমারাই তো বিদেশী জিনিস কিনতে চাই... তাই দোকানীও বিদেশীই বেচে...
সেয়ানে সেয়ান..
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০
ঢাকাবাসী বলেছেন: এই উপমহাদেশ ছাড়া এরকম প্রতারক আর কোথাও পাবেন না!