নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

একজন রিটায়ার্ড পুলিশের মুখে শোনা কথা..

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

একজন রিটায়ার্ড পুলিশের মুখে শোনা কথা..( হুবহু লিখে দিলাম )



" চাকরি করা কালীন অনেক সময় মনে হতো ধীরাজ ভট্ট এর মত আমি যদি লিখতে পারতাম, তবে দেশের মানুষ অনেক অজানা তথ্য জানতে পারত । মানুষ শুধু পুলিশ এর দৃশ্যমান (visual) কাজ গুলিই দেখে। এর বাইরে পুলিশ এর জীবনের অনেক কিছুই অজানা থেকে যায়। ৩০ বছর চাকরি জীবনে একবার ঈদের ছুটি পেয়েছি মায়ের সঙ্গে ঈদ করার। এর মধ্যে ১০ বছর রাত্রে ঘুমাই নাই, রাতে ডিউটি করে সকালে কিছুটা ঘুমোবার সময় পেতাম ৪/৫ ঘন্টা । ৩৬৫ দিন রোদ , বৃষ্টি, তুফান, শীতে কাজ করেছি । ছুটি কি তা পুলিশ জানেই না । আমার মনে আছে , একাধিকবার ঈদের নামাজ ছেড়ে দাঙ্গা দমনের জন্যে ছুটেছি । সন্তানেরা বাবার আদর ছাড়া মানুষ হয়েছে । ছোট খাট জ্বর-ব্যাধি পুলিশ সব সময়ই বলে " না "। কারন এটা রীতি হয়ে গেছে । অফিসাররা মানেনা । পুলিশ এর দরজা বন্ধ হয়না।

অনেক দিন দুপুরের আযান শুনে সেন্ট্রি-কে জিজ্ঞাস করেছি , আজ আগে আযান দিল কেন । উ্ত্তর আসে - স্যার, আজ জুম্মা বার । জীবনে বহু রাতে পাখীর আওয়াজে বুঝেছি ভোর হয়েছে ।



বিয়ের প্রথম দিকে, বউ মসলা বেটে বসে আছে বাজার আসবে, ১২ টার সময় খবর দিয়েছে বাজার এর কি হল ?

এক ভীষণ তুফান আর জলচ্ছাস এর মধ্যে মানুষ যখন নদী থেকে তীরের দিকে ছুটেছে ততক্ষণ পুলিশ চরে আটকে পড়া লঞ্চের মানুষ দের কে উদ্ধার করার জন্য নিজের জানের মায়া ছেঁড়ে ছুটেছে । এসে দেখে তাঁদের ভাসমান আবাস (FLOATING OUTPOST) টা

তুফানে ভাসিয়ে কোথায়ে যেন নিয়ে গেছে । বহু বার ডাকাত এর সঙ্গে এনকাউন্টার ফায়ার হয়েছে । যে কোনও একটা সময় মরে যেতে পারতাম। আমার সঙ্গে ইউএন মিশন এ কসবতে সার্জেন্ট আহাদ ছিল । ছিনতাইকারীর হাতে নিহত হয় অকালে।

পুলিস কে আপনি যাই বলুন ACCOUNTABILITY বিষয়ে তারা জীবন পণ । ASSIGNED DUTY তারা জীবন দিয়ে করে যাচ্ছে।



বিষটি স্পর্শকাতর । কথা বলার ইচ্ছা আমার একেবারেই ছিলনা । কিন্তু সুযোগ আসায় কিছু বলতে হল । জাতিগত ভাবে আমরা কেনো যেন অসহিষ্ণু ! নিজের দোষ কক্ষনো খুঁজি নাই । নিজের সমালোচনা খুবই অপছন্দ করি । নিজের দোষ ত্রুটি ধরিয়ে দিলে , শুধরানোর বদলে , রাগ করি এবং তাকে শত্রু ভাবতে আরম্ভ করি । কম শিক্ষা , অশিক্ষা , এবং শিক্ষিত রাও হীণমণ্ণতার কারণে , হৃদয় প্রশস্ত করে সত্য কে আলিঙ্গন করতে লজ্জা পাই । তাতে আত্বসম্মান কমে যাবে ভাবি । যে যত টুকু , যত কিঞ্চিৎ শিক্ষা দীক্ষা নিতে পেরেছি , তাঁতেই তৃপ্ত হয়ে ,নিজ অবস্থানে অনড় হয়ে , নিজেকে বিদ্বান ভাবতে থাকি । যে কোন আলোচনায় কিছু বলা চাইই । ঐ বিষয়ে তার ধারনা থাকুক আর নাই থাকুক ।



যে কারনে এত লেখা , পুলিশ । পুলিশের শত দোষ থাকতে পারে । আমার কথা হল, স্বাধীনতার পর দীর্ঘ দিনে , কেন আমরা পুলিশ কে জনগনের বন্ধু বানাতে পারলাম না । কেন পুলিশ - এর বদনাম ঘুচাতে পারলনা । কেন DEFINITIVE POLICE বানাতে পারলাম না ? আমেরিকাতে বিপদের সময় একটা বাচ্চা ও পুলিসকে ডাকে ৯১১ এ কল করে। তাদের জন্য মনে হয় ৯১১ টাই ইশ্বর। সকল সমস্যার সমাধান যেন ৯১১। কিন্তু তাই বলে কি তারা দুর্নীতি করে না? সরকার শুধু মুখে বলে পুলিশ REFORM করবে, কিন্তু করে না । সেনাবাহিনী-র জন্যে দেয়া সুযোগ-সুবিধা - র যদি ২৫ শতাংশ ও পুলিশকে দিত সরকার তাহলেই পুলিশ সকলের কাছে গ্রহনযোগ্যতা পেত। তখন বাংলাদেশের কেউ সমস্যায় পড়লেই ৯৯৯ এ কল দিত।



আর যারা পুলিশ এর দুর্নীতি নিয়া কথা বলেন , তাদের জন্য সহজ সমীকরণ -

ঢাকার অভিজাত এলাকায় কী ভাবে সরকারী আমলা এবং রাজনীতিবিদরা বিলাস বহুল বাড়ী এবং গাড়ীর মালিক হন ! তাদের বিলাসী জীবন রকফেলার কেও হার মানায়ে দেয় ।




সমালোচক দের বলি ,

কী কঠিন ও বিপদ সঙ্কুল পরিবেশে পুলিশ কাজ করে । UNHYGIENIC BARRACK, কিছু কিছু ব্যারাক আছে ছাদ দিয়া পানি পড়ে, গাঁদা গাঁদি করে কোন মতে দিন পার করে একটা বড় হলরুম এর ভেতরে।

রান্না ঘরের অবষ্থা-টাও একই । ডিউটির কোন টাইম-টেবিল নাই । TA BILL এর নিশ্চয়তা নাই । লাশ বহন এর পর্যাপ্ত বাজেট নাই । লাশ কাটতে ডোম কে টাকা দিতে হয় । পুলিশের গাড়ীর জন্য পর্যাপ্ত তেল এর বাজেট নাই। হাওড়ে একবার ডিঊটিতে গেলে ২০০০/- থেকে ৩০০০/- ট্রলার ভাড়া দিতে হয় । ডি-কম্পোসড ডেড বডি নিজ হাতে নাড়তে হয় । ফ্যামিলি কোয়াটার নাই অফিসার-দের ছাড়া। রেশন পায় কিন্তু তাতেও কত শত সমস্যা। যে চাল দেয় তাতে যে ভাত হয় তা গলা দিয়ে নামে না।

ডিউটি করা কালীন এত লোক অন্য কোন ডিপার্টমেন্ট-এ হতাহত হয় কিনা আমার জানা নাই । আরও ১০০০ সমস্যা নিয়া পুলিশ প্রতিদিন কাজ করে যাচ্ছে ।




পুলিশ একটা HIGHLY DISCIPLINED , CONSTITUTIONAL ORGANIZATION. দেশের প্রচলিত আইন ছাড়াও নিজের জন্যে PRB & POLICE ACT আছে । এর মধ্যে পুলিশ কে চলতে হোয় ।

এতে সমস্ত বিষয় TO BE DONE/NOT TO BE DONE, SPECIFICALLY লিখা আছে । ইচ্ছা করলেই যা খুশী , করা যায় না । তাই আমি বলি CONSTRUCTIVE CRICISE করুন এবং অবশ্যই পুরো বিষয়টি জেনে করুন ।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

পথহারা সৈকত বলেছেন: মাছের মায়ের কান্না........... :P :P :P পুলিশ যে কি জীনিস তা বাংলােদশের মানুষ ভাল করেই জানে....... খুব খারাপ লাগে যখন দেখি বিশ্বজিৎরা কোপ খায় তখন পুলিশরা দাড়িয়ে দাড়িয়ে তামসা দেখে..... কষ্টের কথা বলছেন ? কষ্টের কথা যেনেই তো চাকুরীতে যোগ দিয়েছেন, এখন এত কুই কুই করছেন কেন ? সরকার আপনাকে সুবিধা প্রদান করেনা সেটা আপনার সমস্যা.... তাই বলে কি আপনি সেটা জনগনের কাছ থেকে নিবেন? আমার মতে পৃথিবীর সবচেয়ে বাজে এবং অদক্ষ পুলিশদের মধ্যে বাংলাদেশের পুলিশ অন্যতম।

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

রোহান খান বলেছেন: কস্ট পেলাম লেখাগুলো পড়ে। এত দুর্নামের মধ্যেও লেখাটাপরে অন্যরকম কিছু বুজতে পারলাম - তাদের সালাম জানাই।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: @ সৈকত ভাই ...
আমার অভিজ্ঞতা থেকেই কিছু বলি ! আজ আপনার আমার ছেলে খুন করে ধরা পড়লে আমরা ঘুষ নিয়ে যাই পুলিশের কাছে ! কোন সৎ অফিসার ঘুষ নিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল করি "ব্যাটা সততা ফলায় !" তারপর পরিচিত মন্ত্রী টাইপ কেউ থাকলেত তার পোস্টিং বান্দরবান বা খাগড়াছড়ি বা পর্বত্য জেলা গুলোতে করাই ! তারপরও নীচ মানুষ আমি আপনি হই না ! হয় ঐ পুলিশ অফিসার টাই ! এই নীতিগত বৈষম্য কেন ? আমরা কখনই বলবো না ৯০ ভাগ মানুষ ই খারাপ ! যদিও ৯০ ভাগ মানুষ ই অন্যায় অনৈতিক দাবি নিয়ে পুলিশের কাছে যাব ! সেই সুশীল মানুষরাই কিন্তু নিজের মেয়ে নির্যাতিত হলে ন্যায়বিচার চেয়ে মানব বন্ধন করব। আবার সেই সৎ অফিসারকে খুজে বের করব। কিন্তু নিজের ছেলে যখন অন্য কারো মেয়েকে নির্যাতন করবে আমরা একটা দুর্নীতি বাজ পুলিশ খুঁজবো ! কাউকে না কাউকে তো পাবই ! তখন সে হয়ে যাবে বিপদের বন্ধু ! ভাই, আমরা নিজেরা কি ভালো ? আমাদের মধ্যে কয় ভাগ মানুষ ভালো ? পুলিশরা আমাদের মতই মানুষ ! তাদের ও ভালো খারাপ আছে ! আমাদের আশেপাশেই থাকে এবং জীবনের সাথে জড়িত, অনেক ভালো মন্দ ব্যাপারে তাদের জড়াতে হয় বলে আমরা খারাপ টাই বেশী দেখতে পারি! বিজিবি বা সেনাবাহিনীর সাধারণ মানুষ এর সাথে ডিলিংস নেই বলে তাদের ভালো খারাপ টা আমরা জানিনা কিন্তু আমি সব বাহিনীকেই শ্রদ্ধা করি!

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: @ সৈকত ভাই...আওয়ামি লীগ-বিএনপি র ঘষাঘষি পুলিশের দফা শেষ।পুলিশ যদি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারত তবে জনগনের ভালবন্ধু হতে পারত। আর দেশ থেকে দুর্নীতি ১ ঘন্টায় শেষ হইত...তখনতো আবার আপনিই চিল্লাবেন। কারন আমরা প্রতিদিন কিছু না কিছু ছোট-বড় বে-আইনি সুযোগ নেই যা পুলিশ দেখেও আপনাকে ছাড় দিয়ে যায়।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ধানের চাষী বলেছেন: পুলিশকে যদি বলা হয় যে "কাউকে কোপানোর সময় দাঁড়িয়ে তামাশা দেখবি, একশন নিলে দুই পয়সার চাকরি খেয়ে নেব" - তাহলে তার কী করার থাকে ?

রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে পুলিশকে, এটাই মূল কথা।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অদক্ষ অসৎ প্রশিক্ষনহীন মহা দুর্ণীতিবাজ, অশিক্ষিত, অভদ্র, চরিত্রহীন পুলিশ হল বাং...পুলিশ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

নিষ্‌কর্মা বলেছেন: স্বাস্থ্য-শিক্ষা-বিচার-পুলিশ আমার মনে হয় এই বিভাগ কয়টির রাজনৈতিকীকরন দেশে জন্য মঙ্গল বয়ে আনবে না।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

অন্ধকার ছায়াপথ বলেছেন: @ ঢাকাবাসী... আজ আপনার আমার ছেলে খুন করে ধরা পড়লে আমরা ঘুষ নিয়ে যাই পুলিশের কাছে ! কোন সৎ অফিসার ঘুষ নিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল করি "ব্যাটা সততা ফলায় !" তারপর পরিচিত মন্ত্রী টাইপ কেউ থাকলেত তার পোস্টিং বান্দরবান বা খাগড়াছড়ি বা পর্বত্য জেলা গুলোতে করাই ! তারপরও নীচ মানুষ আমি আপনি হই না ! হয় ঐ পুলিশ অফিসার টাই ! এই নীতিগত বৈষম্য কেন ? আমরা কখনই বলবো না ৯০ ভাগ মানুষ ই খারাপ ! যদিও ৯০ ভাগ মানুষ ই অন্যায় অনৈতিক দাবি নিয়ে পুলিশের কাছে যাব ! সেই সুশীল মানুষরাই কিন্তু নিজের মেয়ে নির্যাতিত হলে ন্যায়বিচার চেয়ে মানব বন্ধন করব। আবার সেই সৎ অফিসারকে খুজে বের করব। কিন্তু নিজের ছেলে যখন অন্য কারো মেয়েকে নির্যাতন করবে আমরা একটা দুর্নীতি বাজ পুলিশ খুঁজবো ! কাউকে না কাউকে তো পাবই ! তখন সে হয়ে যাবে বিপদের বন্ধু ! ভাই, আমরা নিজেরা কি ভালো ? আমাদের মধ্যে কয় ভাগ মানুষ ভালো ?

৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: @নিষ্‌কর্মা...অবশ্যই..মন্তব্য দেয়াট জন্য...ঠিক কথা বলেছেন

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

হেডস্যার বলেছেন:
দুঃখিত। পুলিশের জন্য আমার কাছে আর কোন সহানুভুতি অবশিষ্ট নাই। লেট দেম গো টু হেল।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

আরিফুর রহমান বাবুল বলেছেন: আজ বিসিএস পাস করে পুলিশ ছারা অন্যকোন চাকুরি করেন, দেখবেন কতটুকু সম্মান পান। যতকিছুই বলেন, সর্বজন স্বিক্রিত, পুলিশ সরকারি মাস্তান। এই বাহিনী কোনদিন ভাল হবেনা। এই বাহিনী নিয়ে বাংলার কোন গর্বনাই। যাকে যেই জায়গা রাখার দরকার, মানুষ তাকে ঠিক ঐ জায়গাই রাখে।ব্যাখা করলামনা। বুঝেনিবেন।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পুলিশ বাহিনিতে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে জনসেবা করতে আসে না,আসে ঘুষ খাইতে ।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

অন্ধকার ছায়াপথ বলেছেন: যে কোন প্রফেশনেই ভাল-খারাপ, সৎ- অসৎ থাকেই... তাই বলে এই না যে, সবাই-ই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া পাবলিক। পুলিশ/ কাস্টমস--- বলতেই যারা গণহারে 'ঘুষখোর' ট্যাগ লাগান, তাদের সেটা বোঝার মতো গভীরতা নেই। পুলিশকে সবসময় আমরা ঘুষখোর, দুর্নীতিবাজ হিসেবে কল্পনা করি। তাদের আত্মত্যাগের কথা কখনো কেউ ভাবেনি। অন্যকে অসৎ ট্যাগ দিতে এক মিনিট ও লাগে না আমাদের। কিন্তু নিজেদের সততার কথা আসলে তখন বলি আরে অত সৎ হলে কি চলে ?? একটু আধটু অসৎ হতে হয়, তা না হলে যে পিছে পড়ে থাকবে....

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

অন্ধকার ছায়াপথ বলেছেন: অন্যকে অসৎ ট্যাগ দিতে এক মিনিট ও লাগে না আমাদের। কিন্তু নিজেদের সততার কথা আসলে তখন বলি আরে অত সৎ হলে কি চলে ?? একটু আধটু অসৎ হতে হয়, তা না হলে যে পিছে পড়ে থাকবে....

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭

অন্ধকার ছায়াপথ বলেছেন: @ বাবুল ভাই...
আজ বিসিএস পাস করে পুলিশ ছারা অন্যকোন চাকুরি করেন, দেখবেন কতটুকু সম্মান পান। যতকিছুই বলেন, সর্বজন স্বিক্রিত, পুলিশ সরকারি মাস্তান। এই বাহিনী কোনদিন ভাল হবেনা। এই বাহিনী নিয়ে বাংলার কোন গর্বনাই।

ভাই , আজ পুলিশ আছে বলেই আপনি নিশ্চিন্তে বাসা থেকে বের হতে পারছেন। পুলিশ মাস্তান বলেই আপনি নিরাপদ আছেন। পুলিশ আছে বলেই আপনি রাস্তার মুখে সিগারেটের ধোঁয়া উড়িয়ে গল্পের বুলি ওড়াতে পারেন। বাসায় বসে ব্লগ লিখতে পারেন। পুলিশ না হলে বাসায় যে কতবার ডাকাতি হত তা বসে বসে গননা করতেন।

মনে রাখবেন, যতক্ষন আপনি কোন কিছুর মধ্যে জড়াবেন না ততক্ষন পুলিশ আপনাকে কিছু বলবে না।

শেষ প্রশ্ন, পুলিশের কাছে আপনার জীবনের নিরাপত্তা আছে কিন্তু সন্ত্রাসীদের কাছে কি আপনার জীবনের নিরাপত্তা আছে.....

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: বাংলাদেশের সবচেয়ে দূর্নীতিবাজ হলো কাস্টম অফিসাররা। বছর ঘুরতেই একেকজন কাস্টম অফিসারের তেলতেলে অবস্থা। সেনাবাহিনীরা অফিসাররা থাকে দারুন আয়েশে রাজার হালতে। বিকেল ২ টার আগেই উনাদের কাজ শেষ। রাজস্ব কর্মকর্তাদের দূর্নীতি রুপকথাকেও হার মানাবে। দূর্নীতি দমন কমিশন যত বেশী টাইট দেয় কর্মকর্তাদের দূর্নীতি তত বাড়ে।
কিন্তু পুলিশ ঘুষও খায় আবার দা'র কোপ ও খায়। ৭/২৪ ডিউটিতে থাকে। তারপরও তাদের দূর্নীতি বেশী দেখা যায়। কারণ জনগণের সাথে সম্প্বক্ততা।
কিন্তু পর্দার আড়ালে যে মহামারীর মতো উপরের সেক্টরগুলোতে দূর্নীতি হয় তার খবরও কেউ রাখেনা।

মাঝে মাঝে দেখা যায় এয়ারপোর্টে ব্যাপকহারে সোনার চোরাচালান ধরা পড়ে। এর কারণ কি জানেন? লেনদেনের বনিবনা হয়না। এরকম কত সোনাচালান যে পর্দার আড়ালে হয়ে গেলো তার হদিস কে রাখে?

কিন্তু এরা সবসময় ব্রাহ্মণই রয়ে যায়। আর পুলিশের ভাগ্যে জুটে যত বদনাম। অস্বীকার করার উপায় নেই- সরকারই পুলিশকে লাটিয়াল হিসাবে ব্যবহার করে। যে সরকার ক্ষমতায় থাকে সে পুলিশের ওপর চেপে বসে।
বড়ই অদ্ভূত এ সময়। বড়ই অদ্ভূত।

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

খেয়া ঘাট বলেছেন: আর আপনি মন্তব্যের জবাব আলাদাভাবে না দিয়ে পাঠকের মন্তব্যে সাথে যুক্ত করে দিলেই ভালো হবে। পড়তে সুবিধা, দেখতেও ভালো লাগে। শুভকামনা রইলো।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো অভাবে স্বভাব নষ্ট টাইপ কিছু একটা হবে। তবে এটাও সত্য পুলিশদের দুর্ভোগ সীমাহীন।অনেক সীমাবদ্ধতা নিয়েই তাদের কাজ করতে হয়।পুলিশ সেক্টর টাকে দুর্ণীতিমুক্ত করে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে এ্ই সেক্টরের মান উন্নয়ন সম্ভব। :)

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

অন্ধকার ছায়াপথ বলেছেন: আপনাদের এই কমেন্ট পড়ে একটু ভাল লাগছে যে সবাই একজনকেই দোষ দিচ্ছে না। লিখাতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ খেয়াঘাট ভাই ও সেলিম ভাইকে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.