![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
রাত ৩টার সময় ঘুম থেকে উঠে চিন্তা করছি কি করা যায়। হঠাৎ মাথায় খেয়াল হল যে মাওয়া গিয়ে ইলিশ খাব। যে চিন্তা সেই কাজ। পাশের বাড়ির বাড়িওয়ালার ছেলে সোহেলকে ফোন করতেই সেও বাইক নিয়ে হাজির।দুই বাইক বাইক নিয়ে রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। সাথে নিলাম প্রিয় ক্যামেরাটাকে এই ভেবে যে শীতের ভোরে কিছু ছবি তুলব। শীতের ভোরে খুব চমৎকার ছবি আসে।
ধানমন্ডি থেকে বের হয়ে হানিফ ফ্লাই ওভারে পৌছলাম কিন্তু ততক্ষনে সুর্যমামা উঠে গেছে। সেখনে কিছু ছবি নিলাম।
হানিফ ফ্লাই-ওভারের ওপরে সূর্যোদয়...
এরপরে যাত্রাবাড়ী হয়ে মাওয়া রোড ধরলাম। বাইকের স্পিড খুব বেশী নয় কিন্তু ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতই অবস্থা। কিছুদুর যেতেই পুলিশ আটকালো চেকপোষ্ট। আমার বাইকের কাগজ দেখতে চাইলে বের করে দিলাম তারপর লাইসেন্স এরপর আমি কি করি, কোথায় যাই, কেন যাই ইত্যাদি ইত্যাদি। সবই খুব কনফিডেন্ট নিয়া বললাম। কারন ঐ দিন হরতালের শেষ দিন। হরতালে বের হয়েছি। যাই হোক সব উত্তর শুনে মনে হল তারা স্যাটিসফাই হল এবং ছেরে দিল। পাশেই চায়ের দোকান ছিল সেখান থেকে চা খেয়ে আবার রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই পড়লো বুড়িগঙ্গার ৩য় সেতু। তারপর ধলেশ্বরী নদী।
বুড়িগঙ্গার ওপরে আরেকটি ছবি...
ধলেশ্বরী নদীতে কিছু ছবি
এর পর একটা হাওড় টাইপের কিছু একটা পড়ল। দেখলাম আর দৃশ্যটা ক্যমেরা বন্দী করলাম।
হাওড়ের ছবি...
তারপর প্রমত্তা পদ্মা...
এরপর ইলিশ.......
এবং সবচেয়ে শেষে হল একটি খালি হাইওয়ে....হয়ত হরতাল বলেই...
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
হেডস্যার বলেছেন:
চমৎকার। দুইবার আয়োজন করে মাওয়া ঘুরতে আর ইলিশ খাইতে গেছি।
ধলেশ্বরী নদীটা খুবই সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ স্যার...
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ৫ নাম্বারটা বেশি ভাল লাগলো ।অন্যগুলো ও চমৎকার।
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: অনেক সুন্দর..............
ইলিশ খাইতে মঞ্চাইতেছে............
কিতা যে করি!!!!
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
অন্ধকার ছায়াপথ বলেছেন: প্রোগ্রাম করেন...মাওয়া যাই..
৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
রাহুল বলেছেন: জিব্হে জল এসে গেলো।
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
অন্ধকার ছায়াপথ বলেছেন: আমারও...আবারও...
৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
মেঘলা আমি বলেছেন: ছবিগুলো দেখে তো এখনি যেতে ইচ্ছা করছে । চমৎকার । কিভাবে যাওয়া যাবে মাওয়া? আমরা কয়েকজন বান্ধবী মিলে যেতে চাচ্ছি, কত টুকু নিরাপদ মেয়েদের জন্য । যাবার আগে কি যোগাযোগ করে যেতে হবে ?
৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ সবাইকে...
৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
অন্ধকার ছায়াপথ বলেছেন: বলেছেন: @মেঘলা ...মাওয়া যেতে হলে বেশী কিছু লাগে না..যাত্রাবাড়ী থেকে মাত্র ৩০ মিনিট লাগে যদি নিজস্ব গাড়ী থাকে। আর মেয়েরা একসাথে গেলে অবশ্যই ছেলেমানুষ নিয়ে যাবেন। মাওয়া একাকী মেয়েদের জন্য নিরাপদ নয় আর ওখানে কারো সাথে যোগাযোগ করার কোন ব্যাবস্থা নাই কারন এটি পর্যটন এলাকা নয়। আর একান্তই ছেলেমানুষ না থাকলে আমাকে জানাবেন। গাড়ীর ব্যাবস্থা করে ফেলব সাথে মেক-আপ আর্টিষ্ট ২ জন নিয়ে নেব। একসাথে দুই কাজ, আউটডোর ফটোগ্রাফী আর মাওয়া ভ্রমন দুটোই হবে সাথে ভাজা ইলিশ মাছ বোনাস.... হা হা হা...আর ইলিশের দামটা কিন্তু আপনিই দেবেন .... ফটোগ্রাফীর জন্য অবশ্যই কালারফুল পোষাক নেবেন আর সু্র্যমামা ওঠার আগে ভোর সময়ে গেলে বেশ কিছু সুন্দর ছবি পাওয়া যাবে...
৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর নদীর ছবি গুলো , হাওড়ের ছবিটাও খুব সুন্দর ।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ আপনাকে....আমার ছবিগুলোর মত বিশেষ করে হাওড়ের ছবির মত সূর্যের প্রথম আলোটা যেন সবসময় আপনার কাছে থাকে...
১০| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মেঘলা আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এত তথ্য দেয়ার জন্য। নিরাপত্তারক্ষী হিসেবে ছেলেমানুষ না পেলে আপনাকেই তো নিতে হবে
গাড়ি, মেকআপ আর্টিস্ট, আর নিরাপত্তার বেবস্থা যদি আপনি করেন,তাহলে ইলিশ ভাজার ভাগ না হয় একটু দিলাম
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...তো কবে প্রোগ্রামটা করছেন...??আগেই জানিয়ে দেবেন। আর একটু দিয়ে কি হবে...?? শেষে দেখবেন সব খেয়ে ফেলেছি।তাই বলেন একটু টা আপনার জন্য আর বেশীটা আমার জন্য....হা হাহাহা....
১১| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
সুবিদ্ বলেছেন: চমৎকার...
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
কলাবাগান১ বলেছেন: দেশটা অনেক সুন্দর