![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে প্রিয় বান্ধবী- একটু দাঁড়াও, পাশের এই দেয়ালটা ঘেঁষে।
কলা ভবনের প্রশস্থ করিডোরে তোমার অবাধ যাতায়াত তোমার
রোজ অবাক হয়ে চেয়ে দেখি। ক্লাশ শুরু হতে এখনও মিনিট দশেক
বাকি। দেয়ালের দিকে তাকিয়ে দেখ এক অবোধ মানচিত্র- সমুদ্র আর
পাহাড়ের রং বুকে নিয়ে কেমন হা করে তাকিয়ে আছে তোমার দিকে।
মানচিত্রের পাশেই রয়েছে একটা দেয়াল-পত্রিকা, সুন্দর হস্তাক্ষরে লেখা
তাতে কত গল্প কবিতা। এরই মাঝে দেখবে ছোট্ট একটা প্রেমপত্র, শুধু
তোমার জন্য। একটু পড়ে দেখবে কী, তাতে কি লিখেছি! হাতে আছে
মাত্র দশটি মিনিট। না হয় কিছুটা সময় বাজে খরচ হয়ে যাবে কারও
নির্বাক অনুরোধে। সেসন জটের দুঃসহ জ্বালার চেয়ে এমন বেশী
কিছু সময়তো নয়! হে প্রিয় বান্ধবী, তুমি কী জানো আমার কোন
কম্পিউটার নেই। ইন্টারনেটের লাইন এখনো টানা হয়নি, নেই
কোন মেইল আইডি। সত্যি কথা বলতে কী, তোমার মেইল
আইডি আছে কিনা তাও জানা নেই। তোমাকে কোথাও
য়্যাড করিনি। তাই ভরষা এই সামান্য দেয়াল পত্রিকা।
যদি একটু পড়তে! স্পেল চেক ছাড়াই কী নির্ভুল
এক প্রেমপত্র লিখেছি অনুভূতির কীবোর্ড চেপে
চেপে। দেয়াল ফ্রেমে আটকানো কাগজের
ফ্লাটস্ক্রীন মনিটর, হাই রেজ্যুলেশন
কালার ফন্ট, ফ্লিকার ফ্রী ডিসপ্লে
সব কিছুতেই হৃদয়ের ছোঁয়া,
শুধু তোমার জন্যে।
২| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩৫
অনিক বলেছেন: কপাল কী তালা যে চাবি দিয়া ঘুরাইলেই খুইলা যাইবো! তয় তালার ঠুকায় কপাল না খুইলা ফাটতেও পারে। আগেভাগে হোমিওপ্যাথ দাকান থিকা এক শিশি অর্ণিকা কিনা রাখি। কওন তো যায় না কে কখন কপাল ফাটায়। মেহেদীর লগে আর্ণিকা মিশাইয়া দিলে ভাল কাজ হইবো মনে হয়।
৩| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩৮
অতিথি বলেছেন: আীমও সাদা ময়লার সাথে একমত।আহারে...বেচারা
৪| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:৫৫
অনিক বলেছেন: বেলী ফুলের চারা হাতে নিয়ে অপেক্ষা করে যে ছোকরা = বেচারা
বিয়ের মাহফিলে মেহেদী হাতে দিয়া বসে থাকে যে কন্যা = মাহদিয়া
৫| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:২৩
অতিথি বলেছেন: আপনার মেইলিং অ্যাড্রেস দেবেন প্লীজ যদি সমস্যা না থাকে। আমি আপনাকে বই কুরিয়ার করে দেব। ধন্যবাদ।
৬| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:৩১
অনিক বলেছেন: মেঘ,
[email protected]
লেখা হলে বলবেন। মুছে দেব।
৭| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:৩৫
অনিক বলেছেন: মেইল করে আপনার কনট্যাক্ট নং বা মেইল এ্যাড দিয়েন। আমি জানিয়ে দেব ডিটেইলস। আর হ্যাঁ বই বের করতে খরচ আছে তাই বিনা পয়সায় নেব না। দাম পরিশোধে রাজি থাকলে তবেই নেব। নয়তো কোথায় পাওয়া যাবে বলে দেবেন কিনে নেব।
৮| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:৩৬
অতিথি বলেছেন: অন্যর দিকে নজর যার সার্বখনিক= অনিক
৯| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪১
অনিক বলেছেন: আফিম খাইয়ে যে রোজ ঘুম পাড়িয়ে রাখে তার মাহবুবাকে = আফরোজ
১০| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪৮
অতিথি বলেছেন: মাহবুবা আবার কিরে বাপ! হি: হি:..অনিক না একটা..
১১| ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৯:০৫
অনিক বলেছেন: মেহবুব বা মেহবুবা মানে প্রেমিক/প্রেমিকা
১২| ১৯ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:০৭
অনিক বলেছেন: অনিক কী??????
১৩| ২১ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৩:০৭
মাহবুব সুমন বলেছেন: প্রেমিক = মাহবুব
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:২৩
সাদা ময়লা বলেছেন: এবার বোধয় একটা বিয়ের দাওয়াত পাওয়া যাবে।
আমার বিশ্বাস আপনার কপাল এবার খুলবেই ।