![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে এক সময় অনেক কিছু লেখা ছিলো , কেউ একজন সুযোগ পেয়ে সব মুছে দিয়েছে :( -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..এখ -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..
এটি একটি সত্য ঘটনা .....
জনৈক প্রবাসী ভদ্রলোক গিয়েছেন একজন বাংলাদেশী সনামধন্য রাজনীতিবিদের সাথে। অনেকজনের সাথে ঐ রাজনীতিবিদ দেখা করছেন শুনে তিনিও গিয়েছিলেন একটু সুখ দু:খের আলাপ করতে... এতদূরে প্রবাশে নিজের দেশী কাউকে পেলে কার না মন চায় একটু আলাপ করতে..... এই প্রত্যাশায় এপয়েনমেন্ট করে হাজির হয়ে গেলেন একদিন বিকেলে.....
দুর থেকেই রাজনীতিবিদকে দেখে তিনি প্রানবন্ত হাসি উপহার দিলেন, কাছে যাওয়া মাত্র দামী কিছু গিফট আইটেম দিয়ে করমর্দন করে পরিচয়সূচক আলাপের প্রারম্ভনা অবতারনা করে বললেন -- সালাম
রাজনীতিবিদ প্রতিউত্তরে বললেন -- জি ?
জনৈক ব্যাক্তি পুনরায় বললেন -- সালাম
এবার রাজনীতিবিদ বললেন - ওয়ালাইকুম আসসালাম
ঐ ব্যাক্তি বললেন -- আমার নাম সালাম
রাজনীতিবিদ তৎখনাত উত্তর দিলেন -- আগে বলবেন না আপনার নাম সালাম, আমি তো এতক্ষন ভাবছি এ দেশে মনে হয় আপনারা সবকিছুর মত আসসালামু আলাইকুম কে ছোট করে শুধু " সালাম" বলেন .... আর আপনাদের এ কি অবস্থা .... পরিচয়ের শুরুতে সালাম না দিয়ে নিজের নাম কেন বলছেন ?
সালাম সাহেব আর সময়ক্ষেপন না করে যত দ্রুত সম্ভব সে স্থান ত্যাগ করলেন.... ( যে কোন কারনেই হোক ) এতটুকু ও বললেন না যে তাদের গ্রামের বাড়ি একই জায়গায়...
১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৭
অনন্ত দিগন্ত বলেছেন: ধন্যবাদ দাদা ....... দাত গুলো কি আসল ছিল নাকি ........... আহেম আহেম !!
২| ১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৮
বিবর্ণ বলেছেন: বুঝলাম না তবু +
১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৬
অনন্ত দিগন্ত বলেছেন: ধন্যবাদ ... আসলে এখানে ২টি ব্যাপার লক্ষ্যনীয় --
১) রাজনীতিবীদ এত নামিদামী আভিগ্গ হওয়া সত্বেও জানেন না এখানে কিভাবে পরিচয়পর্ব সম্পন্ন করা হয় ....
২) আমাদের দেশের রাজনীতিবিদ গন যে কোন পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে পারেন ....
৩| ১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৪
একজন ব্লগার বলেছেন: মাইনাস!
১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৮
অনন্ত দিগন্ত বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ .... তবে কারনটা জানালে বেশী উপকৃত হতাম !
৪| ১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৪
পথিক মানিক বলেছেন: চমৎকার উপস্হাপনা।
তবে বেশী তারাহুরা করে লেখা মনে হল। আর একটু খোলসা করা উচিৎ ছিল।
১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭
অনন্ত দিগন্ত বলেছেন: ব্লগের জগতে আমার পদচারনা মাত্র ২ মাস .... তাই ভুল তো হতেই পারে, তাইনা ?
ভবিষ্যতে আপনার কথা মনে রেখে লিখব....
ধন্যবাদ
৫| ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২৭
নির্জন রহমান বলেছেন: পথিক মানিক বলেছেন.
২০ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৬
অনন্ত দিগন্ত বলেছেন: ?????????
৬| ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:০০
বড় বিলাই বলেছেন: ভদ্রলোকের ঢুকেই বলা দরকার ছিল, আব্বে দোস্ত কেমুন আছস, আমারে চিনলিনা? আমি সালাম, তোরে পরীক্ষার সময় নকল সাপ্লাই করতাম।
৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:০০
অনন্ত দিগন্ত বলেছেন: খাইসে আপি, তুমি তো দেখি সবার, ভরা হাটে হাড়ি ভেঙ্গে দিতে ওস্তাদ মানুষ ...
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪০
রামন বলেছেন: অনেক আনন্দ পেয়েছি। হাসতে হাসতে আমার উপরে এবং নীচের একজোড়া দাঁত খুলে পড়ে গেছে। যাহোক লিখে যান দাদা।