নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

দেশ ছাড়ার সময় হয়ে গেছে... পোটলা বাধেন

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬



যে সরকার ডিমের দাম নিয়ন্ত্রন করতে পারে না, সে কিনা জ্বালানী তেলের একছত্র নিয়ন্ত্রন ছেড়ে দিল বেসরকারী কম্পানির হাতে। জ্বালানী মন্ত্রি বলেছেন, "বেসরকারী কম্পানির হাতে জ্বালানী সেক্টর ছেড়ে দিলে প্রতিযোগিতা থাকবে দাম কম রাখার। জনগন উপকৃত হবে।"

আহা ! কি সুন্দর ভবীষ্যৎ বানী। আজ ভাল ঘুম হবে আমার...

কখনও শুনছেন? বাংলাদেশের পন্যের দাম কখনও কোন প্রতিযোগিতায় কম হয়েছে? বরং কে কত বেশি দামে মার্কেট ধরে রাখবে সেটার প্রতিযোগিতা হয়, তেলের উপরও তাই হবে। ১১৯টাকার খেজুর রোজার মাষে ১২০০টাকায় বিক্রি হয়। দেড় টাকা কেজির লবন পলিপ্যাকে গিয়ে হয় ৪০টাকা। নুন দিয়ে পান্তা পয়লা বৈশাখেই খেতে হবে এখন থেকে... কোলকাতায় বড় ইলিশ বিক্রি হয় ৩৮০ রুপি/কেজিতে, সোনার বাংলায় ১৮০০টাকা/কেজিতে।

মালেশিয়ায় আজকে প্রিমিয়াম গ্রেডের পেট্রল পার লিটার ৫২টাকা প্রায়, যেখানে বাংলাদেশে কিনতে হচ্ছে ১৩০টাকায়। তাও সেটা RON95 হলে কথা ছিল। এদিকে পারমানবিক ফুয়েল রুপ পুরে পৌঁছে গেছে। চেরনোবিলের মত আর একটা দুর্ঘটনা ঘটলে তার জন্যে কোন পক্ষই দায়ী থাকবে না। জনগন কোন ক্ষতিপূরন পাবে না। সে কথা পরিষ্কার বুঝিয়ে দেয়া হয়েছে। দেশে থাকাটা খুব কষ্টকর হয়ে গেল।

এদিকে ৫২ টাকা হালির ডিম আর কয়েক দিনের ভেতর ইতিহাস হয়ে যাবে... কিটো ডায়েট ছাড়া আর টেকা সম্ভব হবে না মনে হয়। তার উপর নতুন বঙ্গমাতার ঘোষনা আসতেছে... কারে রাইখা কারে মা ডাকুম চিন্তাই আছি...

পাগল হয়ে যাব মনে হয়। দেশ ছাড়া লাগবে। দম বন্ধ হয়ে আসতেছে। আর উপায় নাই।

পোটলা পাটলি বাধা শুরু করলাম... দোয়া রাইখেন সবাই...



মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:

আমার সুযোগ থাকলে অনেক আগেই দেশ ছেড়ে চলে যেতাম। এর জন্য অনেক চেষ্টাও করেছি তবে আমার পরিবার আমাকে যেতে দেয়নি। তবে আবার সুযোগের অপেক্ষায় রয়েছি।

আসলেই এই দেশে থাকা এখন এক প্রকার অসম্ভব হয়ে দাড়িয়েছে।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩

অপলক বলেছেন: ট্রাকের পেছনে একটা মূল্যবান কথা লেখা থাকে: না ফেরার চেয়ে দেরিতে ফেরাই কাম্য।

আপনি পরিবার কে বোঝান: ধুকে ধুকে ৫০ বছর বাঁচার চেয়ে, ভীষণ সুখে শান্তিতে ২৫ বছর বাঁচা ভাল। আশ্বাস দিন সুযোগ হলে, তাদের কেউ নিজের কাছে নিয়ে যাবেন।

২| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বানের জলে ভাসিয়ে দিলেম নিজের জীবন খানি X(

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৯

অপলক বলেছেন: কেন ভাই? আপনি এখন উত্তর প্রদেশে আছেন নাকি বান্দরবানে ? বানের পানিতে ভেসে ভেসে বড় জোড় বঙ্গোপসাগর, ভারত সাগর নয়তো কাপ্তায় হ্রদের আশে পাশে পৌঁছাতে পারবেন। ইউরোপ আমেরিকায় সম্ভব না।


(মাইন্ড খাইয়েন না। মজা করলাম।)

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২১

শাহ আজিজ বলেছেন: উত্তম পোস্ট । আমরা আসলেই ভয়ে ভয়ে থাকি মুল্যবৃদ্ধি উল্লেখ করে পোস্ট দিতে । কখন মাঝরাতে ঠক ঠক করে দরজায় এই ডরে । আপনি সাহসী ব্লগার ।




পোস্ট ষ্টিকি করা হোক ।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৪

অপলক বলেছেন: এটা স্টিকি করার মত কোন পোষ্ট না। এটা ৩ মাসের জন্যে ব্যান্ড হবার মত পোষ্ট।

আজিজ ভাই, দুনিয়াতে সাহসী মানুষ দু'প্রকার: একটা অসম সাহসী শ্রেণীর, অন্যটা বোকা শ্রেণীর। যদিও আমি সাহসী নই। যদিও বা হই, তাহলে আমি হলাম ২য় শ্রেণীর।

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



অসম সাহসী মানুষ কি আপনি সামনা সামনি দেখেছেন কখনো, দেখে থাকলে জানাবেন। দেশ ছাড়ার সময় অনেক অনেক আগেই হুইসেল দিয়ে হয়ে গিয়েছে তারপরও দেশে আছি, কারণ প্রবাস জীবন এর চেয়েও কষ্টকর।

জাতি হিসেবে আমরা দেশকে কখনো ভালোবাসতে পারিনি, তাই দ্রব্যমূল্য, শিক্ষা চিকিৎসা সেবা ইত্যাদি উন্নত করতে পারিনি।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৩

অপলক বলেছেন: দাদা... দেশকে ভালবাসি বলেই এখনও পরে আছি। কষ্ট দেশে থেকে যে কম হচ্ছে তা না। কিন্তু এই সেক্রেফাইসটা বৃথা যাচ্ছে... জীবন, যৌবন, কাল সবই আবেগের কারনে নষ্ট হচ্ছে...

সিন্ডিকেট করে লুটপাট আর বন্ধ হবে না। ১২ ঘন্টা পরিশ্রমে যে আয় হয়, চোখের সামনে সেই টাকা লামসাম হতে দেখা সহ্য হয় না আর। একজনের পিতা হত্যার বিচার পেতে ৪২ বছর লেগেছিল। আর আমি মরলে হাসরের ময়দানে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আপন জনদের। কিচ্ছু করার নেই। যারা দেশে বিদেশে থেকে সত্য তুলে ধরছে, অবৈধ হয়েও রেমিটেন্স পাঠাচ্ছে, তারাই অসীম সাহসী। আমি আপনি নই...

৫| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ঢাকা শহুরে এখন ৫০ হাজার টাকার মাইনেধারীরাও নিম্নবিত্তের কাতারে দাঁড়িয়ে গেছে! তার নিচের মাইনে ওয়ালারা তো লা-জওয়াব!

---আগে বৃটিশ /ওলন্দাজ /পর্তুগিজ /বেনিয়ারা এ বাংলায় লুট করে নিয়ে যেতো;-আর এখন ওদের লুট করতে আসতে হয় না! আমরাই পাঠিয়ে দিই!

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:১২

অপলক বলেছেন: ঠিক বলেছেন।

*** মীর জাফররা বা রাজাকাররা কখনও নির্মূল হয় না। বাঙ্গালির কপালে অভিশাপ আছে। তাই কালে কালে ওরা জন্মায় ভিন্ন রুপে ***

৬| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমরা সবাই যদি প্রবাসে চলে যাই তাহলে এই দেশের অবস্থা কিভাবে ভালো হবে বলতে পারেন? সব খারাপ মানুষের দখলেই থাকবে এই দেশ। এই দেশের অবস্থা যে খারাপ তা আপনি জানেন আমিও জানি। সমস্যা হচ্ছে প্রবাসে যারা চলে যাচ্ছেন, ভালো। তবে দেশটিকে রেখে যাচ্ছেন সব খারাপ মানুষের হাতে - এটিই হচ্ছে সমস্যা।

আমি প্রবাসের বিপক্ষে নই, তবে প্রবাসে থেকে দেশে টাকা পাঠানোর নমুনা হচ্ছে বর্তমান বাংলাদেশ। এই টাকা সবই লুটপাট হয়।

অসীম সাহসী সম্পূর্ণ অন্য বিষয়। কখনোও সময় সুযোগ হলে লিখবো।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:১৭

অপলক বলেছেন: ভাল মানুষ মাত্রই দেশ ছাড়ে এমন তো না। দেখেন না বেগম পাড়া, ভাবী পাড়ায় কারা থাকে?

৭| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০৭

কামাল১৮ বলেছেন: দেশে এমনিতেই লোকসংখ্যা বেশি।আরো কয়েক কোটি দেশ ছাড়লে দেশের মঙ্গল ছাড়া খারাপ কিছু হবে না।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:২০

অপলক বলেছেন: কামাল কা বাত হে ! অর কুছ বোলো না দাদা... আচ্ছা লাগতা হে,,,

৮| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৪৮

কামাল১৮ বলেছেন: এই ভাবে ভাবুন,সারা বিশ্বই আমার দেশ।জাতিয়তাবাদের ধারনা থেকে বের হয়ে আসুন।দুনিয়ার সকল মানুষ এক হও।যেটা ইউরোপ শুরু করেছে।সকল সিমান্ত খুলে দিয়েছে।

৯| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৫৩

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সত্যি অনেক দুঃখজনক।
বাংলাদেশ ইজ এ কাউট্রি টু লাভ নট টু লিভ।
শুভ কামনা রইলো।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১৪

অপলক বলেছেন: দুঃখজনক...

১০| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৫

অপু তানভীর বলেছেন: আমাদের দেশে সব থেকে সফল মানুষ হচ্ছে যারা দেশে ছেড়ে বাইরে চলে যাচ্ছে তারা । আমার মাথায় কখনই দেশ ছেড়ে অন্য কোন দেশে যাওয়ার কথা মাথায় আসে নি । সুযোগ এসেও না । তবে এখন মনে হচ্ছে ভুল করেছি চেষ্টা না করে । অবশ্য সময় এখনও চলে যাই নি । চলে যাওয়ার ট্রাই এবার শুরু করতেই হবে ।

ফেসবুকে একজন প্রবাসী নিজের দেশের থাকার অভিজ্ঞতা শেয়ার করে বলেছিল, ''বাংলাদেশ ইজ এ কান্ট্রি টু লাভ নট টু লিভ'' । এর থেকে সত্য কথা আসলেই বুঝি আর হয় না ।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৬

অপলক বলেছেন: আমাদের দেশে সব থেকে সফল মানুষ হচ্ছে যারা দেশে ছেড়ে বাইরে চলে যাচ্ছে তারা । আমার মাথায় কখনই দেশ ছেড়ে অন্য কোন দেশে যাওয়ার কথা মাথায় আসে নি । সুযোগ এসেও না । তবে এখন মনে হচ্ছে ভুল করেছি চেষ্টা না করে । অবশ্য সময় এখনও চলে যাই নি । চলে যাওয়ার ট্রাই এবার শুরু করতেই হবে ।


আমার কথা গুলো লিখেছেন।

১১| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২১

কলাবাগান১ বলেছেন: Hilsa price in Kolkata আপনি কোথায় পেলেন কলকাতায় ৩৮০ টাকা রুপিতে ইলিশ বিক্রি হচ্ছে......

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৮

অপলক বলেছেন: ভারতীয় এক পেজে লাইভ কাস্টিং হচ্ছিল মাছের বাজার নিয়ে গেল সপ্তাহে। তখন দেখেছি।

আপনি যে লিঙ্ক দিয়েছেন, সেগুলো দেখলাম। দেশের ভেতরও ইলিশ বিক্রি হয় আরও বেশি দামে। যদি মাওয়া হিলাসা রেস্টুেরেন্ট এ খেতে বসেন, ৫০০০টাকার নিচে একটা ইলিশ টাচ করতে পারবেন না। ১৮ হাজার পর্যন্ত তাদের ইলিশের মেনু আছে।

ভাই ছাড়েন এসব। ধরেন আমি ভুল তথ্য দিছি। আপনি যেখানে থাকেন, ইলিশ কত করে যাচ্ছে একটু না হয় খোজ নেন...

১২| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: রঙ্গে ভরা বঙ্গ দেশ !!!

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০০

অপলক বলেছেন: আসলেই রঙ্গে ভরা বঙ্গ দেশ...

মমতাজ এখন কেস না খেলে অবশ্যই একটা সুর তুলে ফেলত।

১৩| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৫

নূর আলম হিরণ বলেছেন: একদিকে বলে সিন্ডিকেটের সাথে সরকার পেড়ে ওঠে না, আরেক দিকে সিন্ডিকেট তৈরি হওয়ার সকল পথ খুলে দিচ্ছে!

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৬

অপলক বলেছেন: নিজে বাঁচলে বাপের নাম...
হরে কৃষ্ণ হরে নাম...
লুকিয়ে লুকিয়ে করে অকাম...
দেশ ও দশের হয় বদনাম।

১৪| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২০

রানার ব্লগ বলেছেন: তথ্যে ভুল আছে । কোলকাতায় ইলিশ ২৫০০ টাকা কেজি । আজকের বাজার দর । আপনি বলতে পারেন গরুর মাংসের দামের হেরফেরের বিষয়ে । সিন্ডিকেট চরম মাত্রায় বর্তমানে ।

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৭

অপলক বলেছেন: কোলকাতায় ইলিশ ২৫০০ টাকা কেজি হতে পারে... রেফারেন্স লিঙ্কটা একটু শেয়ার করেন প্লিজ।

১৫| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: শুধু কি ডিম? প্রতিটা জিনিসের দাম বেড়েছে।
দরিদ্র দেশ গুলোতে এরকমই হয়।

১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৬

অপলক বলেছেন: হুম প্রতিটা জিনিসের দামে আগুন। হাজার টাকার সাধারন বাজারে ব্যাগ ভরে না। খুব খারাপ অবস্থা...

এদিকে খবর পেলাম, বুবু জান মরিচের গাছ লাগায়ছে, লেকে মাছ চাষ করছেন, বাগানে কাঁঠাল গাছ লাগিয়েছেন। আমার তো এক কাঠা জমিও নাই। আমি কি করব? আমার তো সবই কেনা লাগে। বেতন বাড়েনি, অথচ ৩৪% জিনিসের দাম বাড়ছে।

১৬| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৭

ডার্ক ম্যান বলেছেন: সবার পক্ষে তো আর দেশ ছাড়া সম্ভব না।

১৭| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫০

আমি নই বলেছেন: দাড়ান আপনারে আমি চৌদ্দ শিকে ঢুকাবো। বুবুর শাষন নিয়ে কথা?

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৮

অপলক বলেছেন: এক ডিমের মামলেট দুই ভাগ করে খেতে হচ্ছে, গলায় জোর নাই ব্রো... তারউপর ডিমের সাইজ ছোট হয়ে গেছে...


যাদের এখন ডিম থেরাপি দেয়া হবে, তারা লাকি। একেতো সাইজ ছোট, তারউপর দাম বেশি। বেশি একটা ডিম নষ্ট করবে না...

১৮| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭

ঢাবিয়ান বলেছেন: মাংশের বদলে কাঠাল,বেগুনীর বদলে কুমড়োনির মত ডিমের বদলে --- রেসিপি এখনো আসে নাই?

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১

অপলক বলেছেন: সোনার গাঁর নতুন ব্রাঞ্চ মানে নতুন ভাতের হোটেল, যেখানে নাইকাও খায়, নেতাও খায়, সেখানে তো আলুনি, বেগুনি, কুমড়োনি বা কাঁঠালের কাল ভুনার কথা শুনি নাই।

তবে আমার বাসায় মাঝে মাঝেই চলছে এসব মেনু। খোদার কসম। খেতে হচ্ছে...

১৯| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ৮৫% মানুষ ইতর শ্রেনীর।
এজন্যই আমাদের গজব অবস্থা।

১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৩২

অপলক বলেছেন: ৮৫% বেশি হয়ে গেল না? তবে হাতে গোনা ৩৩০ জন নিশ্চিত। আসলে দেশের বেশির ভাগ মানুষই ভাল। গুটি কয়েকের জন্যে এত যন্ত্রনা।

২০| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:০০

কলাবাগান১ বলেছেন:
আপনি বিদেশে চলে আসবেন ভাল তবে উসকানি মলুক কথাবার্তা কেন বলছেন??
বিদেশে আসলেই যে জীবন ইজি হয়ে যাবে তা কিন্তু না....যে হাফ তরমুজ ২-৩ ডলারে কিনতে পারতাম, তার আজকের এক দোকানের দাম দেখুন - সতের ডলার এর চেয়ে বেশী...

১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৭

অপলক বলেছেন: একজন গার্মেন্টস কর্মীর বেতন গড়ে ১৬ হাজার। একটা তরমুজ তারা ৩০০-৫০০ টাকায় কিনেছে এই সিজেনে। এটা তাদের জন্যে অনেক বিলাসিতা বা চাপের। যারা প্রবাসী তারা ঘন্টায় ৫-১৫ ডলার (USA স্ট্যান্ডার্ট সালারী=১৯ ডলার) ইনকাম করেন। এই ইনকাম ধরলে তাদের সে মানসিক চাপ, তা বাংলাদেশে বসবাসকারীদের তুলনায় কিছুই না।

বিদেশে ইনকাম বেশি, খরচও বেশি। আমি উসকানি দিচ্ছি না। দেশে সিন্ডিকেট বন্ধ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক সেটাই চাই।

২১| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকার কথায় কথায় বলে ২০০৬ সালে এমন ছিল তারা এতো উন্নতি করেছে কিন্তু ২০০৬ সালে ডিম ছিল ১২ টাকা ডজন কিন্তু এখন ৫০ টাকার উপরে এবিষয়ে কিছু বলেনা কেন?

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২৫

অপলক বলেছেন: ২০০৬ এ খুব সম্ভব ১২ টাকা হালি ছিল এখন ২০২৩ এ ৩ দিন আগে ৬০ টাকা হালি হয়েছিল। যদিও ভারতে নাকি এখন হালি ২১ রুপি। মানে দাদাদের কাছ থেকে ডিম আমদানি করলে সবোর্চ্চ ৩২ টাকা পড়ার কথা গ্রাহক পর্যায়ে পৌঁছাতে।

আফসোস... সেখানেও সিন্ডিকেট... সংবাদ সম্মেলনে বলা হল, আর কিছুদিন সরকার দেখবে। দাম সহনীয় না হলে, গ্রাহক পর্যায়ে ৪২টাকা হালিতে ডিম বিক্রিয় করা হবে। কোথায় ৩২ আর কোথায় ৪২...

২২| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৬

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: কোলকাতায় ইলিশ ২৫০০ টাকা কেজি হতে পারে... রেফারেন্স লিঙ্কটা একটু শেয়ার করেন প্লিজ।


রেফারেন্স আমার ভারতীয় বন্ধু সকল । চাকরী সুত্রে ভারতে আমি তিন বছর কাজ করেছি ফলে বেশ কিছু ভালো বন্ধু জুটেছে এরাই আমাকে ইলিশের দাম কনফার্ম করেছে। এদের ধারনা বাংলাদেশে ইলিশ সস্তা ।

২৩| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩২

কিরকুট বলেছেন: দেশ না ছাইড়া , অন্যের ভরসায় না থাইকা নিজের খাবার নিজে উৎপাদন করেন । দেশ ছাড়তে নাও হতে পারে। আর যদি রাজনৈতিক কর্মী হন দ্রুত দেশ ছাড়েন। মাইর আইলো বইলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.