নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, অনেক কিছু বলি না। কিন্তু আমার আবার ভোলা রোগ আছে। তাই ভাবলাম লিখে রাখি।
১. বেনজির থেকে মতিউর, বিশেষ ৬ জনের কর্মকান্ড কোটা আন্দোলনে ধামাচাপা দেয়া গেছে ...
২. চীন ফেরত বুবুর ফাঁকা দানের থলির লজ্জাকথা আপাতত ডুবসাগরে ডুবিয়ে দেয়া গেছে...
৩. দাদাদের শান্তি বাহিনী দেশে ঢোকানের ফন্দি বের করা গেছে...
৪. গার্মেন্টস সেক্টর বা দর্জিকলার ভবিষ্যৎ রফাদফা করার পরিকল্পনা কিন্চিত অগ্রসর করা গেছে প্রতিবেশী দেশের দোওয়াই... বর্তমান আন্দোলনে...
৫. কাগজে কলমে ৩১৩ টা লাশের বিনিময়ে ফিলিস্তিনি পতাকার পা্শে বাংলাদেশের পতাকা ওড়ানোর ব্যবস্থা করা গেছে...
৬. কোনো ইন্টারনেট ছাড়াই বেসামল জাতি আন্দোলন যথেষ্ট চালাতে পেরেছে গত ৫ দিনে, সেটা নিশ্চিত হওয়া গেছে...
৭. সামরিক বাহিনীর পারফরমেন্স কেমন সেটা বোঝা গেছে...
৮. কয়টা গুটি ফেলা হয়েছে, কতটা পরিবারকে পথে বসিয়ে দেয়া গেছে, কতজনের হাত পা ভাঙ্গা গেছে সেটা লুকানো গেছে... ডাটা সার্ভারে আগুন লাগানোর অযুহাতে...
৯. গণ আন্দোলনের ব্যানারে নরসিংদি জেলখানা থেকে ৮২৬ জনের ভেতরে ২০+ বিশেষ সোনার সন্তানদের কে ৮৬টি আগ্নেয়অস্ত্র সহ ৮০হাজার গুলি নিয়ে পালিয়ে যাবার ব্যবস্থা করা গেছে... পুলিশ, বিজিবি, র ্যাব, আর্মি আসলে যথেষ্ট নয়। বুজতে হবে...
১০. অর্থনৈতিক - রাজনৈতিক ভাবে ৫ দিনে সোনার বাংলাকে ৫ বছর পিছিয়ে দেয়া গেছে...
১১. প্রায় ৭০ হাজার অজ্ঞাতনামাদের নামে কেস করা গেছে , মানে থানার ভাইয়াদের বিশাল পকেট মানির ব্যবস্থা করা গেছে ...
১২. পাহাড়ে অশান্তি বাড়ানো আর জান্তা/আরাকান গোষ্ঠীর সীমান্ত সংলগ্ন অপ:তৎপরতার উষ্ণতার যে গল্প চলছিল, সেন্টমার্টিন নিয়ে যে কানাঘুষা চলছিল, সেখান থেকে সবার দৃষ্টি সরিয়ে নেয়া গেছে, মানে সে সুযোগে সবাই হয়ত একটু বিশ্রাম নিচ্ছে। কারন বুবুর আর্মি তো এখন সমতলে... সমালোচকরা তো এখন অন্যকিছু নিয়ে ব্যস্ত...
১৩. গত ক'দিনে প্রায় ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বাংলাদেশের। তাতে সমস্যা নাই, ওদিকে প্রায় সাড়ে ৩ লক্ষ কর্মজীবী ওপারের দাদারা এপারের কর্মস্থল থেকে বেতনাদী বৈধ ভাবে বৌদিদের জন্যে নিয়ে গেছে...
আহা ! আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি... ঠাকুর দা, আজ অবদি যদি বেঁচে থাকতেন, সােনার কলমে কচি কচি বাচ্চাদের রক্তে নতুন কোন গান প্রসব করতে অনুরোধ করতাম... শুনেছি উনি আবার দামি কলম ছাড়া সাহিত্য চর্চা করতেন না। এর চেয়ে দামি আর কিছু হতে পারে ?
যাই হোক, নিচের স্লোগানটা অমরত্ব পেয়েছে... তাই সেটাও টুকে রাখলাম:
তুমি কে, আমি কে
রাজাকার, রাজাকার।
কে বলেছে কে বলেছে
স্বৈরাচার স্বৈরাচার ।
চেয়েছিলাম অধিকার
হয়ে গেলাম রাজাকার...
# আসলে এই রাজাকার উপাধিটাও সমগ্র জাতিকে দেয়া গেছে... মনে রাখবেন, এখানে সমগ্র জাতি বলতে ওনাদের সহ বলিনি কিন্তু...
২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২০
অপলক বলেছেন: ম্যানকা চিপায় আছি ভাইরে... আল্লাহ ভরসা...
২| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১০:১২
কামাল১৮ বলেছেন: স্লোগানটা প্রথম দিকে রাজাকার রাজাকারও ছিলো।বহু ইউটিউবে এর প্রমান আছে।ওখানে যখন রাত আমাদের এখানে তখন দিন।আমি টিভিতে দেখেছি এবং শুনেছে।পরে অবশ্য বাকিটুকু যুক্ত করা হয়েছে।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২২
অপলক বলেছেন: আবু সাইদ দিয়ে একটা স্লোগান আছে, সেটা খুঁজছি...
৩| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪১
শেরজা তপন বলেছেন: অল্প কিছু বক্তব্যে মতপার্থক্য থাকলেও বেশীরভাগের সাথেই একমত।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৬
অপলক বলেছেন: আমার অবজারভেশন ভুলও হতে পারে... হয়ত সময় গেলে আরও কিছু জানব... তারপরেও আপনাকে ধন্যবাদ...
৪| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৯:০১
শ্রাবণধারা বলেছেন: বেশ ভালো লিখেছেন। আপনার পয়েন্টগুলো সবই ভেবে দেখার মত।
তবে একেবারে শেষের দিকে একটি তথ্যে কিছুটা গড়মিল বোধহয় আছে।
রবীন্দ্রনাথের দামী কলমের নয়, ভালো কলমের শখ ছিলো। আর দামী কলম ছাড়া তিনি লিখতেই পারতেন না এটা সত্যের অপলাপ মাত্র।
এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সামান্য সাদৃশ্য আছে বলে আমার মনে হয়েছে। সেই হত্যাকাণ্ড রবীন্দ্রনাথকে প্রবল ভাবে বিক্ষুদ্ধ করেছিলো। প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। জানিনা এখন বেঁচে থাকলে তিনি কি করতেন!
২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৮
অপলক বলেছেন: কলম বিতর্কে আর না যাই। ঘটনার পেছনে আর একটা ঘটনা থাকে। কোথায় যেন পড়েছিলাম, যেখানে একটা নাটকের শেষ, সেখানে আর একটা নাটকের শুরু...
নাইট উপাধি, খ্যাতি, খ্যাতির বিড়ম্বনা, লোক দেখানো কাজ, ইতিহাস গড়া, বিবেকের তাড়না... সব কিছু মিলিয়ে একটা জটিল হিসেব। অনেক হিসেব মিলেনা। যেমন বাইরে থেকে দেখে বর্তমানের অঘটনগুলোর হিসেব মেলাতে পারছি না।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩২
নয়া পাঠক বলেছেন: ভাইরে ঘাড়ে কয়টা মাথা যে ওনাদের সহ ধরবেন, ঠিক ই করেছেন, তেনারাই তো সব, তেনারা যা বলবেন তাই সঠিক, আপনি আমি কে সঠিক-বেঠিক বিচার করার।
তবে ঠিক, আপনার প্রতিটিা পর্যবেক্ষন সঠিক। এবার একটা ছেলিব্রেটি বলদের নাচ দরকার, ব্যাটা করছে কি বুঝতে পারছি না।