নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
ইদানিং খবর পড়তেই বিরক্ত লাগে। এক ঘেয়েমি, বানান ভূল, তথ্যের ভুল, অন্ত:সার শূন্য, ধামাচাপা পরিবেশন, একই কথা উপরে নিচে দুবার বলা, কপি পেস্ট টাইপ (শুধু ভিকটিমের নাম-স্থান পরিবর্তন), যথেষ্ট পর্যবেক্ষণ ছাড়া, অদৃশ্য চাপে বা টাকায় বিকিয়ে গিয়ে ঘটনা কিঞ্চিত পরিবর্তন করে লেখা, কখনও উত্তেজনা তৈরী কারী বা কখনও উত্তেজনা প্রশমন কারী শব্দ প্রয়োগ, কখনও বাক্যটার শেষ অবধি কি অর্থ দাড়াল সেটা না বুঝেই লেখে।
কি একটা বাজে অবস্থা। দেশে যে একটা গণ অভ্যুথ্যান ঘটেছে, যুদ্ধ চলছে নিরস্ত্র আর অস্ত্রধারী দুটো অংশের মধ্যে, পত্রিকা দেখে বোঝার উপাই আছে? আচ্ছা সেটা না হয় বাদ দিলাম। কাল একটা রিপোর্ট পড়লাম, সিলেটের জাফলং, ভোলাগন্জ, রাতারগুল আর সাদাপাথর এলাকার ব্যবসায়ীদের ৫০০ কোটি কাটার ক্ষতি গত কয়েক দিনে।
এখানে ক্ষতি শব্দটা কেন লিখবে? ওখানকার ব্যবসায়ীরা কি প্রাকৃতিক সৌন্দর্য তৈরী করে রেখেছে? না কোন ইনভেস্টমেন্ট আছে গত ১ সপ্তাহে? মানুষ গিয়ে দেখে ভারতের উঁচু পাহাড়, গাঢ় সবুজ গাছগাছালি আর মুক্ত আকাশ, পাথুরে নদীতে টলমলে পানি বা দূরের ঝরনা। ব্যাবসায়ীরা খাবার রেস্ট্যুরেন্ট দিয়েছে, নৌকা ভাড়া দেয় .. আর তো কিছু না। সেখানে তো থাকার মত ভাল হোটেল পর্যন্ত নেই। ক্ষতিটা কোথায়? সাংবাদিক বরং বলতে পারে, উপার্জন হচ্ছে না বা টার্গেট পরিমান ইনকাম হচ্ছে না। ক্ষতি শব্দটা আসলে যায় না।
আমি গতকাল কেউ জাফলং গেছি। সেখানে অন্যসময়ের তুলনায় ৭০% কম ট্যুরিস্ট গেছে। লোকাল ট্যুরিস্ট সব। এখন না হয় ডাল সিজন, কিন্তু ট্যুরিস্ট সিজনে যখন ৮০০টাকার নৌকা ভাড়া যখন ১৫০০টাকা নেয়। ২২টাকার পানি যখন ৪০টাকা নেয়, তখন কি তারা বলে ৫০০কোটি টাকা অতিরিক্ত আয় করেছে?
আজ সকালে আর একটি নিউজ পড়লাম: "ডেলিভারির-গতি-বাড়িয়ে-ক্ষতি-পোষানোর-চেষ্টা"। সেখানে লিখেছে ৫দিনে ৯৩০কোটি টাকার ক্ষতি। বন্দর কর্তৃপক্ষ বলেছে সবাই কে একটিভ রেখে কাজের গতি বাড়িয়ে কন্টেইনার জটলা কমিয়ে ফেলবে। ইন্টারনেই ইস্যুতে রাজস্য আদায় সম্ভব হয়নি।
রিপোর্ট টা পড়ে এমন মনে হল, যে ইন্টারনেট না থাকায় যে রাজস্ব আদায় হয়নি, তা আর কখনই আদায় হবে না। তাই সরকারের ক্ষতি হয়ে গেছে। লিখতে পারত, গড় রাজস্ব অনাদায়ী রয়ে গেছে। সে হিসেবে ৫ দিনে ৯৩০ কোটি টাকা শুল্ক অনাদায়ী। আদায় করা যায়নি আর ক্ষতি দুটো আলাদা ব্যাপার। কোন কন্টেইনার রাজস্ব ছাড়া খালাস হবে না। মানে রাজস্ব আদায় হবে।
একটা বাস এক্সিডেন্ট হলে, বাস নাম্বার, কোন রুটের, কয়টায় ছেড়ে আসা বাস, কোন ট্রাভেল্সের, কোন হসপিটালে রুগিদের নেয়া হয়েছে, কোন থানায় তথ্য পাওয়া যাবে, এসব তথ্য দরকার। যদি রিপোটার লেখে, "সিলেট থেকে ছেড়ে আসা একটি সনামধন্য বিশেষ পরিবহন বেলা ১১টায় নংসিংদিতে এক্সিডেন্ট করেছে, ১০জন মারা গেছে।" এটা আসলে ঐ দিনের সকালবেলা যাত্রা করা সকল পরিবারকেই টেনশান এ রাখে। উত্তেজনায় রাখে। আমি মনে করি এটা কোন সংবাদ নয়। ঐ সাংবাদিক বা সংবাদপত্র প্রফেশনাল নয়।
আশাকরি, সাংবাদিকরা সাংবাদিকতাকে পেশা হিসেবে নয় প্যাশন হিসেবে নেবে, সঠিক নির্ভেজাল, কোয়লিটিফুল সংবাদ তুলে ধরবে। তাদের সংবাদ, তাদের নিজেদের যোগ্যতার প্রমান দেবে। চাকরি করেন তাই সাংবাদিক, নিউজ জমা দিলেই টাকা বা বস রিপোর্ট করতে বলছে তাই করলাম....এই ধরনের মানসিকতা থেকে সরে আসতে হবে। মনে রাখবেন, দেশের মানুষ আপনাদের একটা সঠিক খবরের দিকে তাকিয়ে থাকে।
ডেলিভারির-গতি-বাড়িয়ে-ক্ষতি-পোষানোর-চেষ্টা
২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৯
অপলক বলেছেন: ক্লাস ৮এ আমার এক বন্ধু ঝরে পরে। পড়ালেখা আর করেনি। এখন সে একটা পত্রিকার সম্পাদক। বুঝলাম না কেমনে কি? দেখা হলে জিজ্ঞেস করেছিলাম। বলেছিল, "লেগে থাকতে হয়। বাংলাদেশে সব সম্ভব।"
২| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: সংবাদিকরা রাজনিতিবীদের চাইতেও বেশী শক্তিশালী।
২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫১
অপলক বলেছেন: তা ঠিক বলতে পারলাম না। তবে টাকা আর তেল মারার দক্ষতা অনেক শক্তিশালী। অনেক কাজের কাজী।
৩| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৯
ধুলো মেঘ বলেছেন: খরচের চেয়ে আয় কম হলে তাঁকে বলে ক্ষতি। আয় করতে না পারা কোন ক্ষতি নয়।
২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫২
অপলক বলেছেন: একদম ঠিক বলছেন... ধন্যবাদ।
৪| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৪৯
নীল আকাশ বলেছেন: বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিকরা হচ্ছে বেশ্যাদের পর্যায়ের। সামান্য কিছু টাকা পয়সার জন্য এরা জিহবা বের করে কুকুএর মতো বসে থাকে।
২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৪
অপলক বলেছেন: আমার কাছে বেশির ভাগ বাংলাদেশী সাংবাদিক প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে কম বেশি ক্রিমিনাল।
৫| ২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১৯
মেঠোপথ২৩ বলেছেন:
এই যে দেশের সাংবাদিক সমাজ। কলম বিক্রি করে ছাগল সেজে বসে আছে। কত টাকায় বিক্রি হল, তাই ভাবছি। পিয়নই যদি হয় ৫০০ কোটি টাকার মালিক , তাহলে সাংবাদিকদের কলমের দামটা আমাদের বুঝে নিতে হবে আরকি ---
২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৭
অপলক বলেছেন: হুম সেটাই...
বুদ্ধি বয়স থেকে মেডিক্যাল রিপ্রেজেনটিভ আর সাংবাদিকদের ব্যাপারে আমার এলার্জি। মাঝখানে ছিল ডেস্টিনি ২০০০লি. লোকজন। সব সময় এড়িয়ে চলতাম।
৬| ২৮ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০৩
সাহাদাত উদরাজী বলেছেন: সবাই ভয় পাচ্ছে!
৭| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:২১
জ্যাক স্মিথ বলেছেন: আচ্ছা, সাংবাদিকেরা নাকি ৫০০ (পাঁচ শত) টাকা বেতন পান প্রতি মাসে, এর মধ্যে আবার বেশীর ভাগই বছরের পর বছর ধরে কোন বেতনই পায় না, তাহলে তাদের সংসার চলে কি ভাবে?
একটা মিডিয়া কোম্পানির আয়ের মূল উৎস কি?
রাজনীতিবীদেরা তবুও তো মাসে ২০/৩০ হাজার টাকা বেতন পান, সরকারী নানা অনুদান পান তাই তারা কোটিপতি, কিন্তু মাত্র ৫০০ টাকা বেতন পেয়ে সাংবাদিকেরা কিভাবে গাড়ি বাড়ির মালিক হয় তা আজও আমার বোধগম্য হয়নি, যে কারণে আমি তাদের রাজনীতিবীদদের চাইতেই শক্তিশালী বলেছি।
২৯ শে জুলাই, ২০২৪ রাত ৯:০২
অপলক বলেছেন: স্মিথ সাহেব, স্মুথভাবে সত্য কথা খোলাখুলি লিখেছেন। ধন্যবাদ।
আপনার আগের সংক্ষিপ্ত মন্তব্য তখন বুঝতে পারিনি।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি সাংবাদিকতা করলে আমরাও অনেক সুন্দর রিপোর্ট পড়তে পারতাম।
বাংলাদেশে সাংবাদিকতা সব চেয়ে অবহেলিত পেশা। এখানে কোন যোগ্যতার মাপকাঠি নেই। নেই কোন প্রশিক্ষণ।
ভালো রিপোরট কই পাবেন?