নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আমি আন্দোলনের খবরাখবর কিছুটা রাখছি কাজের ফাকে যতটুকু পারি। কিছু প্রশ্নের সরাসরি বা দৃশ্যত: উত্তর পাওয়া গেছে। যেমন ধরুন:
১. জাতিসংঘের যুদ্ধযান কেন রাস্তায় নামানো হয়েছে? দেশে কি গৃহযুদ্ধ শুরু হয়েছে?
- ভুল ক্রমে UN লোগো মেশানো হয়নি। এটা ভাড়া খাটা দেশেরই যুদ্ধ যান। কোন গৃহযুদ্ধ শুরু হয়নি। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে। যাতে ভয়ে সন্ত্রাসীরা তান্ডব চালাতে না পারে। (তথ্যমন্ত্রী )
২. কেন ৪৬ টা হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হল নিরস্ত্র মানুষদের উপর?
- বিটিভি, সেতুভবনের আগুন নিভাতে আকাশ পথে পানি ফেলার জন্যে। গুলি ছোড়া হয়নি। (প্রধানমন্ত্রী)
৩. কেন কারফিউ দেয়া হল?
- কারফিউ না দিলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। (সেতু মন্ত্রী, কালের কন্ঠ)
৪. মমতা ব্যানর্জী মমতা দেখাতে গিয়ে কি বলেছিলেন?
- বাংলাদেশ সম্বন্ধে আমি কিছু বলতে পারব না। ওটা অন্য একটা দেশ। ভারত সরকার সেটা বলবে। রাজ্য সরকার এসব নিয়ে বলতে পারে না। তবে ভারতের তোমরা যারা বাংলাদেশে আছো, ছাত্র, কর্মজীবী বা বাংলাদেশের কেউ যদি আমাদের দেশের দরজায় খটখটানি দেয়, আমরা ফিরিয়ে দেব না। রিফিউজিকে আমি আশ্রয় দেব...
৫. তথ্যমন্ত্রী কেন দিল্লিকে নোট দিলেন ?
- মমতার চেয়ে মোদি আপনজন। অন্যমতে, আন্দোলনের শীর্ষমনিরা যদি ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসে, সেই ভয়ে। আবার কেউ কেউ মনে করছেন, মন্ত্রীকে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে, ভারত বাংলাদেশের ফাটল ধরাতে। (অনলাইন)
৬. প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ রুগীদের দেখতে যাবেন না?
- প্রধানমন্ত্রী আজ হাসপাতালে আহত ছাত্রলীগ কর্মীদের দেখতে গেছেন। (প্রথম আলো)
- আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে অশ্রুসজল প্রধানমন্ত্রী (কালেরকন্ঠ)
৭. গুলিবিদ্ধ পরিবারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা?
- আজ ৩৪ নিহত পরিবার পেল প্রধানমন্ত্রী সহয়তা (কালেরকন্ঠ)
৮. জাতিসংহকে বাংলাদেশ স্বসস্ত্র আক্রমনের ব্যাখ্যা দেবে কি না?
- গতকাল দেয়া হয়েছে। যেখানে মেট্রোরেল, বিটিভি, সেতুভবন, বাস ও গাড়িতে আগুন এসব দেখানো হয়েছে। যার বিপরীতে জাতিসংহ ও আমেরিকার প্রতিনিধি জানতে চেয়েছেন, শিক্ষার্থীদের অংশ কোথায়। প্রেজেন্টশন এক পাক্ষিক কেন? (অনলাইন)
৯. ডিজিটাল বাংলাদেশে ৫দিন ইন্টারনেট বন্ধ ছিল কেন?
- প্রথমত ডেটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছিল। তাছাড়া সন্ত্রাসীদের মিথ্যা বানোয়াট গুজব যাতে না ছড়ায়, সে লক্ষে বন্ধ রাখা হয়েছিল। (প্রতিমন্ত্রী পুলক)
১০. ডিবি পুলিশ কেন ৩ শীর্ষ আন্দোলনকারীকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেল?
- নিরাপত্তা নিশ্চিত করতে। কেননা জনগনের জানমালের নিরাপত্তা দেয়াই আমাদের কাজ। (ডিবি প্রধান হারুন)
১১. কারফিউ মানেই কি সেনাদের মাঠে নামানো? এটাই কি আইন?
- কারফিউের সাথে সেনাদের মাঠে নামানো কোন বিধান নেই। তবে আর্মীদের নামানো হয় আতঙ্ক ছড়ানো জন্যে। কারন তারা সবসময় ব্যারাকেই থাকে। সাধারন মানুষ তাদের খুব একটা দেখে না। তারা অস্ত্রসহ মাঠে নামলে জনগত কিছুটা ভয় পায়। (জৈনক আইনজীবী)
১২. ডিবি পুলিশ কেন সব হাসপাতাল থেকে ডেথ রেকর্ড নিয়ে গেল?
- এখন পর্যন্ত কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। জনগন ভাবছে, সঠিক মৃত্যু সংখ্যা ধামাচাপা দিতেই এমন করা হয়েছে। (অনলাইন)
১৩. আইন সবার ঊর্দ্ধে। খুনী যেই হোক না কেন, সে বিচারের আওতায় আসবে। এইম নিয়ে পুলিশ, র্যাব, বিজিবি বা আর্মী যারা গুলি করে মানুষ খুন করল, তারা কি বিচারের আওতায় আসবে?
- স্বসস্ত্র বাহিনীর খুনের ব্যাপারে কোন নির্দেশনা নেই। তবে আমজনতার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ এই যে, আনাচে–কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন (প্রথম আলো)
১৪. সন্ত্রাসীরা ৫০০কোটি টাকার সম্পদ পুড়িয়ে দিয়েছে।
- প্রতিমন্ত্রী পুলক ১.২ বিলিয়ন ডলার (প্রায় ১৫০০কোটি টাকা) ক্ষতি করেছে ৫ দিন ইন্টারনেট বন্ধ রেখে, সেটা কেন বলা হচ্ছে না (অনলাইন থেকে)
১৫. জাতীয় হাঙ্গামা নিরসনে পুলিশের মুখ্য ভূমিকা থাকায় কিভাবে সন্মান জানানো হবে?
- অতিরিক্ত আইজিপি, অতিরিক্ত ডিআইজিসহ ৫৫ পুলিশ কর্মকর্তাকে বদলি-পদায়ন (প্রথম আলো)
১৬. আমি (প্রধানমন্ত্রী) কি দোষ করেছি যে জামাত শিবির আমার এত ক্ষতি করছে?
- দেশের এত বড় ক্ষতির বিচার দেশবাসীর হাতেই ছেড়ে দিলাম। (অনলাইন ভিডিও, প্রধানমন্ত্রী)
১৭. সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী পুলক নিজে তা ব্যবহার করছেন কেন?
- গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনিসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এভাবে সক্রিয় থাকতে পারবে। (কালের কন্ঠ)
এত ঘটনা বহুল দিন যাচ্ছে যে, কোন খবরই ফেলার না।
২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:২০
অপলক বলেছেন: লিখে রাখছি। কালের স্রোতে যাতে ভুলে না যাই।
২| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এক নজরে অনেক কিছু দেখা হয় গেলো।
৩| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৫
প্রহররাজা বলেছেন: এতো কিছু বলে লাভ নাই, আন্দোলন স্যাষ।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:১৩
অপলক বলেছেন: দেহের ঘা শুকায়, মনের ঘা শুকায় না...
৪| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
UN লেখা বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া যান গুলো বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় সম্পদ।
সময়ের প্রয়োজনে জাতিসংঘের অনুরোধে এইসব সাজোয়া যানবাহন গুলো বিদেশে শান্তি মিশনে গিয়েছিল ভাড়ার বিনিময়ে। মিশন শেষে দেশে ফিরে এসেছে। তবে রঙ ও লেখা এখনো মুছে ফেলা হয়নি। না মুছলেও সমস্যা না, গুলো বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় সম্পদ। দেশের জরুরি পরিস্থিতিতে কাজে নেমেছে।
জাতিসংঘের বা অন্য কারো অধিকারই নেই এ ব্যাপারে কথা বলার।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:১১
অপলক বলেছেন: আমি তো অভ্যন্তরীন ঘটনা বুঝব না বা জানবো না যে এই সাদা রঙের UN লেখা বাংলাদেশের পক্ষে নেমেছে নাকি বাংলাদেশ সরকার / আর্মি মাঠে নামিয়েছে। বাংলাদেশের পক্ষে নামা আর UN এর পক্ষে নামা, মানুষের মনে দু ধরনের প্রতিক্রিয়া ঘটায়।
UN এর কথা বলার অধিকার আছে। UN লোগো নিয়ে UN এর অনুমতি ছাড়া অভ্যন্তরীন বা আন্তর্জাতিক কোন স্থানে ঐ সব যুদ্ধযান ব্যবহার চুক্তি অনুযায়ী অমোচনীয় আপরাধ। দুনিয়ার ২৮টি দেশ এই চুক্তির আওতায় কাজ করে। বাংলাদেশও মানতে বাধ্য। যে দেশ এতবড় আন্তর্জাতিক চুক্তি ভুলে যায়, সে দেশের জন প্রতিনিধিরা সত্যই অনন্য।
৫| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে: পলক
https://www.prothomalo.com/bangladesh/00n18ff1yx
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:২১
অপলক বলেছেন: দেশে কতজন ব্রডব্যান্ড সেব গ্রহন করে? আর কত কোটি মোবাইল ইন্টার্নেট ব্যবহার করে ভাই?
মোবাইল ইন্টার্নেট বন্ধ হল ১৭ জুলাই আর ডেটা সার্ভার পুড়ল ১৮জুলাই। তাও যেটা কিনা ৩০% কাভারেজ দিত। প্রথম আলো লিখছে উল্টোটা , মানে ৭০%
যা্ই হোক, দুধের স্বর বিড়াল খেয়েছে। মাঝখান থেকে আপনি আমি পস্তাইছি।
৬| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৬
জ্যাক স্মিথ বলেছেন: সহিংসতার চিরতরে ইতি হউক সেটাই কাম্য।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:২১
অপলক বলেছেন: একমত...
৭| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জেনে আর কি হবে!
২৯ শে জুলাই, ২০২৪ রাত ৯:৫২
অপলক বলেছেন: ঠিকি তো ---- জেনে আর কি হবে, একদিন তো মরেই যাবেন। খেয়ে আর কি হবে, হাগু দিলে সব বেরিয়েই যাবে...
এত হতা্শ কেন রে ভাই?
৮| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩৭
নতুন বলেছেন: বাচ্চা ছেলেগুলি গুলি খেতে রাস্তায় নামলো কিন্তু জনগন এগিয়ে এলো না।
এটা নতুন একটা শুরু হতে পারতো। জনগন ভোটের অধিকার পেলে কোন দলই ২০০ মানুষ হত্যার সাহস পায় না।
দেশে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার। সবার আগে এটাই দরকার বাংলাদেশের।
২৯ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৮
অপলক বলেছেন: ভোটাধিকার, সার্বজনীন সুষ্ঠ ভোট, অত:পর আইনের শাসন নিশ্চিত করন, সবটাই দরকার।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: সব খরবই আমি পড়েছি তদুপরি আপনি অনেক তথ্য সংগ্রহ করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।