নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবাদী বাঙ্গালীর আসলে কোন জাত নাই...

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৬

জাত আছে, সেটা মনে হয় 'সুবিদাবাদী'। জাতের তো বিশুদ্ধতাই না--ই। সাওতালরা বা হিন্দুদের নিম্নবর্ণের মানুষরাই এই ব-দ্বীপের প্রকৃত আদি অধিবাসী। এরপর বানিজ্যের নামে বা সম্পদের লোভে বা ধর্ম প্রচারের নামে দুনিয়ার এমন কোন প্রান্ত নাই যেখান থেকে এখানে মানুষ আসেনি? পুর্তগীজ, ওলন্দাজ, আরব, ইরাক, ইরান, চীন আরও কত জানা অজানা জাতি। তারা আসছে আর বংশধর রেখে গেছে।

যত সব চোর বাটবার ডাকাত, অতি ধনী বা সম্পদ লোভী এক কথায় দুষ্ট লোকের দলের লোকেরাই এখানে এসে বসতি গড়েছিল নিজের দেশে সুবিধা না করতে পেরে। অবশ্য নিরীহ বিতাড়িত জাতের লোকেরাও এসেছিল। আর আলি আওলিয়াদের কথা বাদই দিলাম।

সমস্যা হল, নানা জাতি সং মিশ্রন প্রকট হয়ে গেছে। মেন্ডেলিফের সূত্র এখানে খাটে না। এক মা-বাপের ৫ সন্তান ৫ রকম দেখতে হয়। ভয়ঙ্কর অবস্থা। এত এত পারমুটেশন আর কম্বিনেশন ঘটেছে যে, বাঙ্গালির এক এক পিস এক একটা জিনিয়াস। এদের কন্ট্রল করাই দায়।

শুধু একটা জিনিসেই আটকায়: সুবিধা। নিজে বাচলে বাপের নাম। ব্যতিক্রমের অনুপাত নগন্য হওয়ায় অগ্রহ্য করাই যায়।

আসল কথায় আসি। ১৯৪৬ এ ব্রিটীশ তাড়ানোর সময়, সাধু বাঙ্গাল + বাঙ্গালী এক হল। বাঙ্গালীরা পূর্ব পাকিস্থানী মেডেল গলায় ঝুলালো। বাঙ্গালরা থেকে গেল ভারতে। তারপর যখন টনক নড়লো, ১৯৭১ এ মুজিবের কথায় দা বটি কাস্তে নিয়ে ৯ মাসে আলাদা হল। স্বাধীনতার নামে সুবিধা আদায় হল। খোজ নিয়ে দেখবেন, দাদা নানা বা মুরব্বিদের কাছে, পাকিস্তান আমলেই সব কিছুর দাম সহনীয় ছিল, জীবন যাপন সহজ সাবলীল ছিল। বরং দেশ ভাগের পরই চোর বাটবারের কারনে সাধারন মানুষের অবস্থা খারাপ হয়েছে।

যাই হোক, জিয়া বা এরসাদের আমলে, মুজিব খারাপ হয়ে গেল, দেশ গড় দেশ গড় রব চাউর হল। কৃষি বা শিল্পক্ষাতে আমূল উন্নতি হল। তারপর আবার কামড়া কামড়ি শুরু হল। সুবিধাবাদী বাঙ্গালী নতুন নতুন রাজনৈতীক দলের পতাকা উড়ালো। এক মা বাবের সন্তান হলে কি হবে, মেজ গুলা সবসময় সুবিধাবাদী হয়।

তারপর ককটেল, হাতবোমা, লাঠিবৈঠা আন্দোলন অনেক কিছু শেষে যারাই আসলো খালি খাওয়া আর খাওয়া। কে কারে কেমনে খাবে... কেমনে সুবিধার নামে ঘাড়ে কাঁঠাল ভাঙ্গবে তার কোন ইষ্টিশন নাই। গনভোট তো উঠেই গেল।

১৯৮১ তে পেলাম হ্যাঁ - না ভোট, তারপর চা ভোট, তারপর ব্যালট বাক্সের সাতার শেখার ভোট, মধ্যরাতের ভোট, তাহাজ্জুতি ভোট... ইত্যাদি ইত্যাদি।.... বাঙ্গালী কি পারে না !

সাড়ে সাত কোটি কম্বল... আমারটা কই? নব্বয়ের দশকে টিভিতে শুধুই স্কুল কলেজের এ্যাডভাটাইজ, শাড়ির এ্যাডভ্যাটাইজ...তারপর মুজিব পরিবারের কারও নামে কলেজ ভার্সিটি ব্রিজ নির্মানের আবেদন পড়লে গ্রান্টেড। আহা ! সোনার বাংলা।

আবেগে আবদারে মুজিবের মূর্তি গড়ল, লালনের মূর্তি ভাংল ... তখন লীগের স্বর্ণ যুগ। আবার সেই বাঙ্গালী আবেগে আবদারে সকল মুজিব মূর্তি ভাঙ্গল, ৩২ নং বাসা গেল। সময়ের দাবি... জেনারেশন জেড এর বিবেক তাগ্রা জুয়ান হয়ে গেছে... সুবিধাবাদী বলে কথা।

যাই হোক, ভারত এত দিন বন্ধু রাষ্ট্র ছিল। বিয়ে থেকে শুরু করে ঈদ পূজা বা আন্ডার গাউন পুরান হলেও বাঙ্গালি কলকাতায় মার্কেট করতে যেত। সর্দি লাগলেও হাওয়া বদল করতে ভারতে যেত।

আর এখন পাকিস্তান বন্ধু হয়ে গেল। পেয়াজ দিচ্ছে. জাহাজ ভর্তি করে চাল আসছে, কম দামে নতুন নতুন ড্রেস দিচ্ছে... ট্রাভেলাররা পাকিস্থানের হোটেল রেস্ট্যুরেন্টে এক বেলা ফ্রি খেতে পাচ্ছে। আহা ! প্রসংশায় পঞ্চমুখ।

এতই যদি ভাল লাগে, ৭১ এ দেশ ভাগ করলি কেন রে ভাই? যু্দ্ধের পর ৯০ হাজার যে অবৈধ সন্তান জন্ম নিল, তারা এখন তোদের মেয়ে জামাই বা বউ হয়ে ঘরে ঢুকেছে সেজন্যে? এত মায়া কিসের পশ্চিম পাকিস্তানের উপর?

শালা সুবিধাবদী বাঙ্গালী... কোন জাত নাই...





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫

এ পথের পথিক বলেছেন: ভাড়ত আর আম্লিকের পক্ষে ইনিয়ে বিনিয়ে আবেগ মাখা সিম্প্যথি দিয়ে ভরা কথা বর্জনীয়

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৭

অপলক বলেছেন: লেখাটা পুরোটা মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের গুনগান কেউ শুনতে চায়না।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮

অপলক বলেছেন: আামিও না। বুঝে পড়ে মন্তব্য করা বু্দ্ধিমানদের কাজ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৪

কামাল১৮ বলেছেন: ভালো নেতৃত্বের অভাবে আজকের এই অবস্থা।পড়া শুনায় ভেজালের জন্য ভালো নেতৃত্ব গড়ে উঠছে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

অপলক বলেছেন: কথা সত্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.