![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
বর্তমানে বাংলাদেশে একক পরিবার বেশি। আগের যুগে যৌথ পরিবারে শিশুরা বয়োজৈষ্ঠ্যদের কাছে অনেক কিছু শিখত, নিরাপত্তা পেত। এখন সে সুযোগ অনেকটাই কম। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে, ৫ বছরের শিশুও নিরাপত্তা পায় না।
কেউ কেউ চিপ্সের প্যাকেট বা চকলেটের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে বাচ্চা গুলোর উপর নির্যাতন চালায়। সচেতন অভিভাবক হিসেবে যদি আমরা আমাদের ৩ বছর থেকে ঊর্দ্ধে ১২ বছরের বাচ্চাদের গুড টাচ বাড টাচ নিয়ে ধারনা দেই, হয়ত অনেক বাচ্চাই এই অনাকাঙ্খিত নির্যাতন আর দুুর্ঘটনা থেকে রেহায় পাবে। সে লক্ষ্যে সামান্য কিছু তথ্য বা টিপস তুলে ধরলাম।
১. শরীরের অঙ্গ প্রত্যাঙ্গের নাম শেখান: প্রথমেই পরিচিত করা দরকার মানব শরীরের কোন অঙ্গের নাম কি? মানে হাত, কান, নাক, বুক পিঠ, নিতম্ব ইত্যাদি। যারা জানে তাদের তো আর শেখানোর দরকার নেই। অঙ্গের বা অংশের নাম না জানলে সর্তকবার্তা দিতে পারবেনা। বোঝাতে পারবেন না, কোন গুলো স্পর্শ করা যায়, কোন গুলা প্রাইভেট বডি পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ বা অংশ।
২. বাচ্চাদের শেখান বডি প্রাইভেসি কি? : এটা অবশ্যই চালেন্জিং কাজ। অনেক শিশুরা নানা উদ্ভট প্রশ্ন করবে। আপনি শুধু চেষ্টা করবেন, এই এই অংশ বা অঙ্গগুলো একান্তই তার প্রাইভেট এরিয়া। এটার ছবি তোলা, স্পর্শ করা বা কাউকে দেখানো নিষেধ, খুবই খারাপ কাজ। তবে শুধু মা বাবা বা প্রয়োজনে ডাক্তার হসপিটালে মা বাবা অনুমতি নিয়ে দেখতে পারে চিকিৎসার জন্যে।
যদি ছোট বাচ্চারা তার প্রাইভেট বডি পার্টস নিয়ে সংশয়ে থাকে বা ভুলে যায়, সেক্ষেত্রে বোঝাতে পারেন, সুইমিং স্যুট রুল দিয়ে। মানে যে যে অংশ সুইমিং স্যুট পড়লে ঢাকা থাকে, সেটাই প্রাইভেট বডি পার্টস। সেক্ষেত্রে নেট থেকে কিছু ছবি দেখাতে পারেন।
৩. সম্পর্কের গ্যাপ কমিয়ে ফেলুন: মা বাবা হিসেবে শিশুটির সাথে আপনার রিলেশন গ্যাপ কমিয়ে ফেলুন। সে যেন আপনাকে বিশ্বস্ত বন্ধু ভাবে। আপনার সাথে সে যেন সব শেয়ার করে। লজ্জার কথা গুলো বলতে যদি হেজিটেট করে, আপনি ইনডাইরেক্টলি টপিকসটা নিয়ে কথা শুরু করুন। যাতে শিশুটি মনে করে যে, ব্যাপারটা আপনাকে বলা যায়।
৪. শিশুকে শেখান কারা বিপজ্জনক: দেশের ৯০% শিশু যৌন নির্যাতনের শিকার হয় কাছের বা পরিচিত মানুষদের দ্বারা। সেটা পাশের ফ্লাটের আঙ্কেল, দাদু নানু বা বাসার দাড়ওয়ান বা কাজের লোক, আত্মীয় স্বজন ইত্যাদি...
আপনি শেখান কারও কাছ থেকে গিফট (চকলেট আইক্রিম এসব) নিতে আম্মু আব্বুর অনুমতি লাগবে। বাচ্চারা যদি অজা্ন্তে নিয়েও থাকে, কথায় কথায় জেনে নিন কোন কোন ব্যক্তি গিফট দিচ্ছে, সেটা দেবার পর তারা বাচ্চার সাথে কি কি করে। কোলে নেয়, আদর করে , নাকি চুমু খায় নাকি প্রাইভেট বডি পার্টসে টাচ করে ইত্যাদি।
শিশুটিকে শেখান, অপরিচিত লোককে পাত্তা না দিতে। কোন কথা না বলতে বা কোন গিফট না নিতে, যদিও সে ব্যক্তি যদি বলে আমি তোমার বাবার ফ্রেন্ড বা কলিগ বা আম্মুর বান্ধবী ইত্যাদি...
৫. বিপদে পড়লে কি করতে হবে? : শিশুটিকে বোঝাতে হবে, কোনটা তার জন্যে খারাপ বা বিপদের। মানে তাকে কেউ ডিস্টার্ব করছে, তার সাথে কোন কিছু নিয়ে জোর করছে, তার সাথে বেশি দুষ্টমি করছে, বা বেড়াতে নিয়ে যেতে চাচ্ছে বা প্রাইভেট বডি পার্টস নিয়ে কথা বলছে বা টাচ করছে ইত্যাদি।
শিশুটিকে এটাও শেখান, এমন বিপদে সে কি কি করতে পারে। যেমন, চিৎকার করতে পারে, আব্বু আম্মুকে বলতে পারে, বা তারা যদি বাসায় না থাকে তাহলে যে দাদু নানু বা আন্টিদের ভাল মনে হয়, তাদের কাছে সাহায্য চাইতে পারে। যদি যথেষ্ট সুয়োগ থাকে, তাকে ৯৯৯ কল করে বাসার ঠিকানা বলা শেখানো যেতে পারে।
দেখুন শুধু বাসায় নয়, অনেক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেরাও বলাৎকারের শিকার হয়। তাই নিজে সচেতন হবেন, বাচ্চাদের সচেতন করবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।
### ভাই তোমরা যারা একটা শিশুকে নির্যাতন করো, সেই পাপ কাজটা করার আগে একবার ভেবো, তোমার সন্তানের সাথে বা ভাই বোনের সাথে যদি একই কাজ করা হয়, তাহলে কি হবে? পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।
২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৫
অপলক বলেছেন: বুঝলাম, লেখাটা পড়েনি... কারন কথাগুলো ব্লগে বলা হয়েছে।
তবুও ধন্যবাদ জানাই, আপনার কথাটা সত্য।
২| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা পড়েছি । কমেন্টে আমার উল্লেখিত বিষয়ের পুনরায় অবতারণা করলাম। কারণ আমি এরকম ঘটনার ভুক্তভোগী ছিলাম। তাই শুধু সে অংশ উল্লেখ করেছি। ভালো থাকবেন৷
২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫২
অপলক বলেছেন: দু:খিত কুতুব সাহেব। আমি হয়ত ভুল অনুমান করেছিলাম।
৩| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৩৩
এইচ এন নার্গিস বলেছেন: মূল্যবান কথা বলেছেন। মাবাবা হওয়ার আগে আসলেই আমাদের অনেক কিছু শিখা উচিৎ। আর একটা জরুরী জিনিস জানা উচিৎ তাদের গায়ে হাত তুলা নয়। আদর করে বুঝানো উচিৎ ।
২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৩
অপলক বলেছেন: খুব উপযুক্ত এবং যথার্ত কথা বলেছেন। ধন্যবাদ।
৪| ২৪ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৫৬
অগ্নিবাবা বলেছেন: ইসলামে বাপ রাজী থাকলেই শিশু বিবাহ বৈধ, ৯ বছরের শিশুকে বিবাহ করে ৫৩ বছরের বুড়ো ব্যাটা বিছানায় নিয়ে ব্যাড টাচ করাকে মহান আল্লাহ অনুমোদন দিয়েছেন। তাই ইসলামী মতে সব ব্যাড টাচ ব্যাড নয়। মুমিনদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না।
২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৫
অপলক বলেছেন: আমাদের দেশে বুড়াদের কুরকুরি তাও কম। ইরাকে ভয়াবহ অবস্থা। ৩ দিনের বিয়েকেও তারা বৈধ করেছে যতদূর জানি। তারা আবার সবাই কচি খোজে, নাবালিকা খোজে।
কি আর বলব, বিশিষ্ট আলেম মামুনুর শুধু আল্লাহ কে সাক্ষী রেখে একাই ২ সন্তানের নারীকে মৌখিক বিয়ে করে বৈধ স্ত্রী হিসেবে হোটেলে কট খায়। রাজশাহীতে মসজিদের ইমাম নারী নিয়ে হোটেলে কট খায়। ঝালকাঠিতে মেয়েদের এতিম মাদ্রাসায় হুজুর সাহেব নিয়মিত মেয়েদের ভোগ করত। এ রকম আরও কত কি?
তারা নিজেরাই ফতোয়া দেবে... তাফসির তেলওয়াত করে। বলবে, শাড়ি পেটিকোট পড়ে নামাজ হবে না, সব জাহান্নামী। বলবে পাগল রেপ করলে গুনাহ নাই। স্বামী না থাকলে কোন পুরুষদের সাথে সহবাস করলে গুনাহ নাই। আরও কত কি !!! তারা শুধু ফাক ফোকর খোজে। দ্বীনের ভেতরেও, নারী শরীরের ভেতরেও।
আমি আর ছিনিমিনি খেলতে চাই না। আসুন নিজেরা ভাল চিন্তা করি, অন্যায় থেকে দূরে থাকি।
৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কথাগুলো
২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৬
অপলক বলেছেন: ধন্যবাদ। চাচা মামা হয়ে থাকলে পুচ্চিগুলাকে ট্রেনিং দিন।
৬| ২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: মানুষ যদি তার মানবিক বোধ জাগ্রত রাখে- তাহলে সমাজ সুন্দর হবে।
২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৯
অপলক বলেছেন: সঠিক বলেছেন রাজীব ভাই। তবে যারা এসব অপকর্ম করে তাদের বেশির ভাগের থাকে ইয়াবা বাবা বা বাজারের অন্যান্য বাবা। তাই মানবিক বোধ জাগ্রত না হলেও, তাদের শারীরিক বোধ উগ্রভাবে জাগ্রত হয়। পরিনাম ভোগ করি আমি আপনার মত বাবারা মায়েরা...
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: শিশুর উপর যৌন নির্যাতন তার চারপাশের মানুষ বেশি করে। এই ব্যাপারে আমাদের সচেতনতা খুবই কম।