![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.refined-photos.com আমি একজন সাধারন বাংলাদেশী....একজন অসহায় নাগরিকভআমি একজন সাধারন বাংলাদেশী....একজন অসহায় নাগরিক
আজকাল আমাদের সবারই হাতে একটা ক্যামেরা আছে। Digital SLR, point and shoot অথবা নিদেনপক্ষে একটা মোবাইল ক্যামেরা তো থাকবেই। আর ক্যামেরা থাকলেই শখের বশে চলে ছবি তোলা। কিন্তু অনেকেই এডিটিং না জানার কারনে ছবি এডিট করতে পারেন না। অনেকে আবার সাহস করে Photoshop শেখার চেষ্টা করেন। কিন্তু নতুনদের কাছ থেকে প্রায়ই যে অভিযোগ শোনা যায় তা হল Photoshop কঠিন লাগছে! এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন তাও নয়, কারন Photoshop একটি বিশাল ও জটিল সফটওয়্যার। এটা শিখতে টাইম তো লাগবেই।
তাই আজ আপনাদের যারা জানেন না, তাদের পরিচয় করিয়ে দেব Photoshop এর cousin এর সাথে। তার নাম হল Adobe Lightroom। অ্যানালগ যুগে যেমন ডার্ক রুম এ ফটো ডেভেলপ করা হত তেমনি এই ডিজিটাল যুগে ডিজিটাল ফটো ডেভেলপ করবেন লাইটরুম এ!
কেন বাবহার করবেন লাইট রুম?
আপনি নিশ্চয়ই জানেন Photoshop ছবি এডিটিং এর জগতে একটি কিংবদন্তী সমতুল্য নাম। তার চেয়ে ভাল কি করে হবে এই লাইটরুম সফটওয়্যারটি? আসলে লাইটরুম তৈরি হয়েছে ফটোগ্রাফারদের কথা মাথায় রেখেই, যেখানে Photoshop মুলত গ্রাফিক্স ডিজাইনার ও পিক্সেল পারফেক্ট ফটো মানিপুলেশন এর জন্য বানানো। যে কারনে এটা স্বাভাবিক ভাবেই Advanced এডিটিং এ ব্যাবহার করা হয় এবং আমাদের মত আমজনতার কাছে তা শেখা একটু সময় সাপেক্ষ হয়ে দেখা দেয়। লাইটরুম এর মুল টার্গেট হল ফটো এডিটিং, এবং একাজে সে বেশ পটু! কিছু ফিচার দেখলেই আরও ভালো একটা ধারনা পাবেন।
এক নজরে কিছু ফিচারঃ
• ইন্টারফেসটা খুবই পরিষ্কার ও ছিমছাম। Photoshop এর তুলনায় অনেক কম এডিট অপশন্স আছে যা আমার মতে একটা প্লাস পয়েন্ট কারন ফটো রিটাচ করতে ঠিক যতটুক ফ্লেক্সিবিলিটি প্রয়োজন ঠিক ততটুকুই পাবেন। Photoshop এর জটিলতা এতে নেই।
• এডিটিং সহজতর করতে Adobe শুধু স্লাইডার রেখেছে। এতে নতুনেরা অনেক সহজেই প্রতিটি স্লাইডার এর ব্যাবহার বুঝতে পারবেন। স্লাইডার এর পজিশন চেঞ্জ করলে আপনার ছবিও সাথে সাথে চেঞ্জ হবে। মানে live preview দেখবেন আর কি।
• ধরুন আপনি একটি অনুষ্ঠানে ১০-১২টি ছবি তুলেছেন এবং আপনি এগুলো একি ধাঁচে এডিট করতে চান। ফটোশপ এর মত লাইটরুম এ আপনাকে প্রতিটি ছবি আলাদা আলাদা ভাবে এডিট করতে হবে না। একটি ছবি আপনার মন মত এডিট করে বাকি গুলো Sync করা যায়, যা কিনা খুবই সময় সাশ্রয়ী একটি ফিচার।
• নন ডেস্ট্রাক্টিভ এডিটিং- ধরুন আপনি একটি ছবি এডিট করবেন। আপনি ছবির brightness +10 করলেন। Lightroom তখন অ্যাকচুয়াল পিকচার ফাইল টাকে মডিফাই না করে তার নিজস্ব ডাটাব্যাসে লিখে রাখবে ব্রাইটনেস ১০ পয়েন্ট বারানো হয়েছে এবং আপনাকে সেভাবে প্রিভিউ দেখাবে। এর মানে আপনি জতই এডিট করুন না কেন আপনার অরিজিনাল ফটোটি থাকবে সম্পূর্ণ আন্টাচড! সবচেয়ে মজার ব্যাপার হল আপনি একি ছবির বিভিন্ন ভার্সন এডিট রাখতে পারবেন হার্ড ডিস্ক এর স্পেস অপচয় ছাড়াই, কারন lightroom এর ডাটাব্যেস শুধু আপনার এডিটক্রিত properties এর ভাল্যু স্টোর করে রাখে।
• Lightroom এর আরেকটি অসাধারণ ফিচার হল এর Preset সিস্টেম। Preset ডাউনলোড করে একটা ছবি তে অ্যাপ্লাই করলেই হল। জাস্ট এক ক্লিক এ আপনি এমন সব এডিট পাবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমি নিশ্চিত। কিছু preset ডাউনলোড করার ঠিকানাঃ http://www.presetsheaven.com; http://www.lightroompresets.com
যদি আপনারা লাইট রুম দিয়ে এডিট করা কিছু ছবি দেখতে চান তাহলে আমার Flickr পেজ দেখতে পারেন। http://www.flickr.com/photos/mohammadhasan
আমি একজন শখের ফটোগ্রাফার। আমার নিজের অনেক পছন্দের একটা সফটওয়ার আজ তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একবার ট্রাই করেই দেখুন না, আমি নিশ্চিত আপনি আপনার নিজের তোলা ছবিতে মার্কড ইম্প্রুভমেন্ট লক্ষ করবেন!
এবার আসুন দেখি একটি তুলনামুলক ছবি। নিচে আমার তোলা একটি ছবির দুটি ভার্সন দেওয়া হল, একটি এডিট করার আগে এবং অপরটি এডিট করার পরে। আপনারাই দেখুন কি আকাশ-পাতাল তফাৎ দুটি ছবির মাঝে!
Non-edited:
Edited:
এটা আমার ২য় পোস্ট। বানান ভুল অথবা অন্যান্য ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। হ্যাপি এডিটিং!
-----------------------------------------------------------------------------
Download Link: http://tinypaste.com/5d680284
-----------------------------------------------------------------------------
যদি কোন কারনে মিডিয়াফায়ার লিংক ডিলিট হয়ে যায় তাহলে Adobe এর সাইট থেকেই Lightroom trial version ডাউনলোড করে নিচের যেকোনো key দিয়ে অ্যাক্টিভেট করুন।
Serial keys:
1160-4333-9831-9469-3119-1674
1160-4721-5696-2042-3397-1717
1160-4861-9527-6497-9860-0711
1160-4538-0985-9078-4285-3328
1160-4409-4705-3182-8138-9182
এরপর নিচের অ্যাড্রেস এ গেলে আপনি “hosts” নাম এ একটি ফাইল পাবেন।
C:windowssystem32driversetc
সেটি notepad দিয়ে খুলে সেখানে এই লাইন দুটি লিখুনঃ
127.0.0.1 activate.adobe.com
http://www.aspirasisoft.us
এরপর সেভ করে বেরিয়ে আসুন। ব্যাস, হয়ে গেল!
আমার অন্যান্য ফটোগ্রাফি রিলেটেড পোস্টঃ
ডিএসএলআর কেনার কথা ভাবছেন? একটি পরিপূর্ণ ক্যামেরা বাইং গাইড (বাংলাদেশী দাম সহ!)
কোন লেন্স কিনবেন ডিএসএলআর এর জন্য?
'বোকেহ'নামা - শিখে নিন ফটোগ্রাফির একটি বহুল প্রচলিত টেকনিক
লাইট পেইন্টিং : ছবির ফ্রেম যখন আপনার ক্যানভাস!
২২ শে মে, ২০১২ বিকাল ৫:০২
অসহায় নাগরিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
আমার একটা Nikon D90 আছে। একটা Nikkor 35mm প্রাইম লেন্স আছে আর একটা 18-55mm কিট লেন্স আছে।
BTW, আমার নামও হাসান
২| ২২ শে মে, ২০১২ বিকাল ৪:৫৩
rasselbd বলেছেন: সরাসরি প্রিয়তে !!
২২ শে মে, ২০১২ বিকাল ৫:০৩
অসহায় নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ!
৩| ২২ শে মে, ২০১২ বিকাল ৫:০৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাইতো মারি ফালাইছেন। ব্যাকতে (বেশিরভাগ ফটোগ্রাফাররা) এইডা ইউজ করে, তয় কইবার চায় না। সবাই কয়, "হুমম... ফটোশপ"।
যাই হোক। ৩.৫ ব্যবহার করি, ৪ এ যেয়ে দেখি।
২২ শে মে, ২০১২ বিকাল ৫:২১
অসহায় নাগরিক বলেছেন: হাহা, ফটোগ্রাফাররা যে লাইটরুম এর কথা গপন রাখতে চায় তা জানতামনা
৪ ইন্সটল দিন জলদি...আগের চেয়েও অনেক ভাল হয়েছে। বিশেষ করে Noise reduction ফিল্টার টা আগেরচেয়ে অনেক বেশি এফেক্টিভ।
৪| ২২ শে মে, ২০১২ বিকাল ৫:১৮
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: +++++++++++++
২২ শে মে, ২০১২ বিকাল ৫:২২
অসহায় নাগরিক বলেছেন:
৫| ২২ শে মে, ২০১২ বিকাল ৫:৫৬
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: ৪ টা ফাইল ডাউনলোড কইরা এক্সট্রাকক্ট করার পর কয় Lightroom_4_LS11.part19.rar missing.
২২ শে মে, ২০১২ রাত ৮:৩৬
অসহায় নাগরিক বলেছেন: এরকম তো হবার কথা না। যাইহোক, আপনি সোজা Adobe এর সাইট থেকে লাইটরুম এর Trial ভার্সনটা ডাউনলোড করে তারপর উপরের দেয়া পদ্ধতিতে অ্যাক্টিভেট করার চেস্টা করুন।
৬| ২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০১
নীল বরফ বলেছেন: খুব ভালো ছবি তুলেন তো আপনি।
প্রিয়তে নিয়ে গেলাম।
২২ শে মে, ২০১২ রাত ৮:৩৭
অসহায় নাগরিক বলেছেন: ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশী হলাম ভাই
৭| ২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০৩
ইসাকুল বলেছেন: আফনেরে ফ্লিকারে এড দিলুম
২২ শে মে, ২০১২ রাত ৮:৩৮
অসহায় নাগরিক বলেছেন: আমিও পাল্টা অ্যাড দিলুম
৮| ২২ শে মে, ২০১২ রাত ৮:০১
আনমনে বলেছেন: আপনার ছবিগুলো অসাধারন । ++++++++++
২২ শে মে, ২০১২ রাত ৮:৪১
অসহায় নাগরিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
আপনিও Lightroom ট্রাই করে দেখুন...আপনার ছবিও সুন্দর হবে
৯| ২২ শে মে, ২০১২ রাত ৮:৫২
বুমবুম বলেছেন: আপনার স্ট্রিমের ১৩নং ছবি "মাটির চুলা" টা অসাম লাগছে।গ্রেট কালার টোন।আচ্ছা এই ছবিতা তে আপনি কোনো প্রিসেট ইউজ করছেন?নাকি নরমাল লাইটরুম এডিটিং?কোনো প্রিসেট ইউজ করলে কোনটা করেছেন আর তা না করে থাকলে কি টাইপ এডিটিং করেছেন একটু ডিটেইল বলবেন?আমার কালার টোন টা খুবি মনে ধরছে।আমার লাইটরুম আছে বাট আমি এক্সপার্ট না এটায়!
২২ শে মে, ২০১২ রাত ৯:৪৩
অসহায় নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য!
আসলে ওটায় কি প্রিসেট ব্যাবহার করেছি না করিনি টা মনে নেই। তবে আমি মনে হয় বুঝতে পেরেছি আপনি কি ধরনের কালার টোনের কথা বলছেন। এই লিংক এ গেলে আপনি কিছু প্রিসেট পাবেন যা ওই ছবিটার মত টোন অ্যাচিভ করতে সাহায্য করবে আশা করি!
Click This Link
তবে একটা কথা, অনেক সময় কোন একটা প্রিসেট হয়ত সব ছবি তে ভালো লাগবে না। তখন প্রিসেট অ্যাপ্লাই করে আবার নিজের মত একটু tweak করে নিতে হবে।
১০| ২২ শে মে, ২০১২ রাত ১০:০০
বুমবুম বলেছেন: থ্যাংকস!
২২ শে মে, ২০১২ রাত ১০:১২
অসহায় নাগরিক বলেছেন: welcome!
১১| ২২ শে মে, ২০১২ রাত ১০:৩৭
বুমবুম বলেছেন: কিছু প্রিসেট নামালাম।এখন কি করবো এই ফাইলগুলা (জিপ করা)।কোথায় পেস্ট করবো?
২২ শে মে, ২০১২ রাত ১০:৪৭
অসহায় নাগরিক বলেছেন: প্রথম এ প্রিসেট ফাইলগুলো আনজীপ করুন। এখন লাইটরুম এ প্রিসেট প্যানেল এ রাইট ক্লিক করুন। এরপর Import এ ক্লিক করে আনজীপ করা প্রিসেট ফাইলগুলো দেখিয়ে দিন।
১২| ২২ শে মে, ২০১২ রাত ১১:০৭
িনদাল বলেছেন: সামুতে স্বাগতম !
আপনার এই ছবিটা ফ্লিকারে অনেক আগেই দেখেছি (তখন থেকেই ইচ্ছা ছিল নেক্সট টাইম কক্সবাজারে গেলে এইটা ট্রাই করবো)। আগে সামুতে বেশি থাকতাম, এখন ফ্লিকারেই বেশি থাকি। আপনি মনে হয় উল্টোভাবে এলেন।
লাইটরুমের ব্যাপারে কিছু বলার নাই। সবই মোটামুটি বলে দিয়েছেন। আমার পিসির সবচেয়ে দামী ফাইল আমি মনে করি লাইটরুমের ইউসার প্রোফাইলটা। ঐটার কিসু হলে আমি শেষ।
একটা প্রশ্ন ছিল, লাইটরুমে সিন্গেল ইমেজ এইচডিআর করতে কি প্রসেস ফলো করেন/প্রিসেট ইউস করেন। সাদাকালো ছবিতে একটা সেমি এইচডিআর এফেক্ট দিলে খুব ভাল আসে। এই একটা কাজের জন্য মাঝে মাঝে ফটোশপে যেতে হয়।
২৩ শে মে, ২০১২ দুপুর ১২:২৩
অসহায় নাগরিক বলেছেন: ধন্যবাদ! আমিও ব্লগ পরছি বেশ অনেক বছর ধরে...কিন্তু রেজিস্টার করা হয়নি এতদিন বাংলা টাইপিং জনিত ভিতীর কারনে।
আপনার প্রশ্নের উত্তরে বলব, HDR একটি মাত্র ছবি দিয়ে হয়না। অন্তত ৩টি এক্সপোজার লাগে। আপনি যা বলছেন সেটা আসল HDR হবে না, HDR এর মত একটা এফেক্ট হতে পারে।
তবে এটার জন্য কোন প্রিসেট নেই জানা মতে। সাধারনত এর জন্য আপনি যা করতে পারন তা হল ছবির বিভিন্ন অংশ ব্রাশ দিয়ে সিলেক্ট করার পর প্রতিটি পার্ট এর exposure, brightness ইত্যাদি ভ্যালু গুলো আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে দেখুন।
এই টিওটোরিয়াল টা দেখে ফেলুনঃ Click This Link
১৩| ২৩ শে মে, ২০১২ সকাল ১০:৫৪
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: ভাই, এক্সপি তে কি চলবে? সিস্টেম রিকোয়ারমেন্ট এ শুধু ভিস্তা আর উইন্ডোজ ৭ এর কথা বলা আছে।
২৩ শে মে, ২০১২ দুপুর ১২:২৫
অসহায় নাগরিক বলেছেন: দুঃখজনক হলেও XP তে লাইটরুম চলে না ভাই।
Adobe বলেছে ১০ বছর পুরনো OS এর জন্য তারা সাপোর্ট রাখবে না।
১৪| ২৪ শে মে, ২০১২ দুপুর ১২:৫৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ, পোষ্ট আগেই প্রিয়তে। আমি কি এই পোষ্টটা ফেইসবুকে শেয়ার দিতে পারি?
২৪ শে মে, ২০১২ দুপুর ১:৩৯
অসহায় নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ!
অবশ্যই শেয়ার করতে পারেন
১৫| ২৪ শে মে, ২০১২ বিকাল ৫:০৬
হাইল্যান্ডার বয় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। এটাও প্রিয়তে নিলাম।+++++++++
২৪ শে মে, ২০১২ রাত ৮:৫৬
অসহায় নাগরিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৬| ২৪ শে মে, ২০১২ রাত ৯:২৯
রাষ্ট্রপ্রধান বলেছেন:
২৫ শে মে, ২০১২ রাত ১২:২০
অসহায় নাগরিক বলেছেন:
১৭| ২২ শে জুন, ২০১২ রাত ৯:৪৮
অগ্নির বলেছেন: আপনার পোস্ট দেখে ট্রায়াল ভার্সনটা নামিয়ে ফেললাম । সফটওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে একটু কনফিউসনে পড়েছি ট্রায়াল ভার্সনকে রেগুলার করতে গিয়ে । সিরিয়াল কী এন্টার করার পরে নাম, ঠিকানা, ইমেইল ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে বলছিলো । আমি কিছুই না দিয়ে finish বাটন টিপে শেষ করেছি । নোটপ্যাডের কোডটা লিখিনাই । এখন সফটওয়ারটা অন করলে আর সিরিয়াল কি চাইছেনা , ট্রায়াল হিসেবে নোটিসও দিচ্ছেনা । আমি কি আবার সিরিয়াল কী, নাম, ঠিকানা, ইমেইল সব দিয়ে রেজিস্ট্রেশন করে এরপর নোটপ্যাডে কোড লিখব ? নাকি আর কিছু না করে শুধু কোডটা লিখলেই হবে ?
২৫ শে জুন, ২০১২ দুপুর ১:১৩
অসহায় নাগরিক বলেছেন: নোটপ্যাড এ কোড লিখতেই হবে। অথবা নেট এ সার্চ দিয়ে একটা প্যাচ ডাউনলোড করে প্যাচ করে নিন
১৮| ২৫ শে জুন, ২০১২ বিকাল ৪:১২
রায়হান কবির শোভন বলেছেন: আপনি lightroom এর কত ভার্সন ব্যাবহার করছেন?
২৫ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
অসহায় নাগরিক বলেছেন: লাইটরুম ৪.০
১৯| ৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: লাইট রুম এর ডাউনলোড লিঙ্ক টা কই ভাই ?
একটু দেন
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৪
অসহায় নাগরিক বলেছেন: আপনি মনে হয় পোস্টটা পরেননি। পোস্ট এই দেখুন লিঙ্ক আছে।
২০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:০৩
তািমম বলেছেন: Bhai lightroom er ekta tutorila likhen na....wedding photography teo ki soft use kora hoe.......
৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১:১৮
অসহায় নাগরিক বলেছেন: অবশ্যই ভবিষ্যৎ এ কোন এক সময় লিখব!
২১| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:১০
টিনটিন` বলেছেন: ঠোঁট কাটা বন্ধু বলেছেন: ৪ টা ফাইল ডাউনলোড কইরা এক্সট্রাকক্ট করার পর কয় Lightroom_4_LS11.part19.rar missing.(
(
(
২২ শে মে, ২০১২ রাত ৮:৩৬
লেখক বলেছেন: এরকম তো হবার কথা না। যাইহোক, আপনি সোজা Adobe এর সাইট থেকে লাইটরুম এর Trial ভার্সনটা ডাউনলোড করে তারপর উপরের দেয়া পদ্ধতিতে অ্যাক্টিভেট করার চেস্টা করুন।
ভাই, লিমিটেড নেট ইয়ুজ করি। তাই চেষ্টা করুন না বলে আপনি কি শিয়র বলতে পারবেন, Adobe এর সাইট থেকে লাইটরুম এর Trial ভার্সনটা ডাউনলোড করে তারপর উপরের দেয়া পদ্ধতিতে অ্যাক্টিভেট করলে কাজ হবে কিনা?
৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১:১৮
অসহায় নাগরিক বলেছেন: ট্রায়াল ভার্সন নামান যেকোনো জায়গা থেকে। জাস্ট উপরের মেথডে একটিভেট করলেই হল।
২২| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:১২
টিনটিন` বলেছেন: প্রিসেট ইমপোর্ট করতে পারলামনা আর নয়েজ রিডাকশান কেমনে করে?
২৩| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৫
টিনটিন` বলেছেন: প্রিসেট ইমপোর্ট করতে পারলাম কিন্তু নয়েজ রিডাকশান করতে পারছিনা।
০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৫
অসহায় নাগরিক বলেছেন: নয়েজ রিডাকশান নামে তো একটা অপশন আছে ডানের প্যানেলে। নিচের ছবি টি দেখুন।
২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৬
ভয়ংকর বোকা বলেছেন: প্রিয়তে। দারুন কাজের পোষ্ট।
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
সবুজ পাওয়ার বলেছেন: অল্প বিস্তর টিউটেরিয়াল দিলে আরও খুশি হতাম
২৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
হুবাস্ট্যাঙ্ক বলেছেন: preset download করতে তো টাকা চায়।। ফ্রি নাই ?...
২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
কক্ষচ্যুত বলেছেন: ৮০০ মেগা বাইট !!!জীবন যৌবন সব শেষ হয়ে যাবে ভাই
২৮| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮
হাসান তারেক বলেছেন: আমি ও হাসান ... আপনাকে ধন্যবাদ ,লাইটরুম অনেক দিন ধরে শিখব ভাবছিলাম ,inspiration পেলাম
২৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
রাকিবুল ইসলাম প্রতীক বলেছেন: ভাই,কী গুলা কাজ করে না
৩০| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
টয়ম্যান বলেছেন: দারুন কাজের পোষ্ট।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
দিপ্ত পাল বলেছেন: ভাই ছবি গুলো দেখতে পারতেছি না.......কেন??? কোনো সলুশান আছে???
আর আপনার ছবি flicker থেকে দেখার জন্য link please দিবেন
৩২| ২৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৪
হাসান আল-আমিন বলেছেন: প্রথমে পড়েছি আপনার ক্যামেরা কেনার গাইড লাইন । এবার পড়লাম লাইটরুম ।
ফ্লিকার এর লিঙ্ক এ যেয়ে ছবিও দেখলাম । খুব ভালো লাগলো ছবিগুলো । নাইকন ডি ৫০০০ ব্যবহার করছি প্রায় ৮ বছর হল । লেন্স ১৮-৫৫ মিমি, ৫০ মিমি প্রাইম, ৭০-৩০০ মিমি টেলিফোটো লেন্স । এবার একটা নতুন বডি কিনবো ভাবছি । সাজেশন দিবেন কি ? আপনার ডি৯০ এর প্রতি আগ্রহ আছে । কি করবো বলেন ? অন্তত মিতা হিসেবে একটু তো সাজেশন দেন ভাই ।
বাই দা ওয়ে- প্রিয়তে রাখলাম লেখাটা ।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১২ বিকাল ৪:৫১
হাসান৭৭৭ বলেছেন: আপনার ছবিগুলো দেখলাম । এক কথায় অসাধারন । কি ক্যামেরা ব্যবহার করেন ? লেন্স কত ?
Adobe Lightroom আজকেই ইন্সটল করব ।
প্রিয়তে নিলাম ।