![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই দুনিয়া ও আখিরাতের সাফল্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।
আমাকে যদি কেউ প্রশ্ন করে বাংলার সবচাইতে প্রাচীন কৃষিবিদ কে? অনায়াসে উত্তর দেব খনা। জানি না হয়তো অন্য কেউ ও থাকতে পারে। একজন বিখ্যাত জ্যোতিষী হয়েও বাংলার কৃষকদের সাহায্যার্থে তিনি অসংখ্য ছন্দবদ্ধ উপদেশমূলক উক্তি রেখে গেছেন যা আধুনিক কৃষিবিজ্ঞানের সাথে বহুলাংশে সামঞ্জস্যপূর্ণ।
কিছুদিন পূর্বে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ সংকলিত কিছু খনার বচন তুলে ধরলাম। আপনাদের জানা অন্য বচনগুলো উল্লেখ করার আবেদন রইলো।
১। চাষী আর চষা মাটি/
এ দু'য়ে হয় দেশ খাঁটি।
২। যদি বর্ষে মাঘের শেষ/
ধন্য রাজার পূণ্য দেশ।
৩। গাছে গাছে আগুন জ্বলে/
বৃষ্টি হবে খনায় বলে।
৪। জ্যৈষ্ঠে খরা, আষাঢ়ে ভরা/
শস্যের ভার সহে না ধরা।
৫। আষাঢ় মাসে বান্ধে আইল/
তবে খায় বহু শাইল।
৬। আষাঢ়ে পনের শ্রাবণে পুরো/
ধান লাগাও যত পারো।
৭। তিন শাওনে পান/
এক আশ্বিনে ধান।
৮। পটল বুনলে ফাগুনে/
ফলন বাড়ে দ্বিগুণে।
৯। ফাগুনে আগুন, চৈতে মাটি/
বাঁশ বলে শীঘ্র উঠি।
১০। ভাদ্রের চারি, আশ্বিনের চারি/
কলাই করি যত পারি।
১১। আখ আদা, পুঁই/
এ তিন চৈতে রুই।
১২। লাঙ্গলে না খুঁড়লে মাটি, মই না দিলে পরিপাটি/
ফসল হয় না কান্নাকাটি।
১৩। সবলা গরু সুজন পুত/
রাখতে পারে খেতের জুত।
১৪। গরু-জরু-ক্ষেত-পুতা/
চাষীর বেটার মূল সুতা।
১৫। সবল গরু, গভীর চাষ/
তাতে পুরে চাষার আশ।
১৬। গাই দিয়ে বয় হাল/
তার দুঃখ চিরকাল।
১৭। শোন শোন চাষি ভাই/
সার না দিলে ফসল নাই।
১৮। হালে নড়বড়, দুধে পানি/
লক্ষ্মী বলে চাড়লাম আমি।
১৯। রোদে ধান, ছায়ায় পান।
২০। আগে বাঁধবে আইল/
তবে রুবে শাইল।
২১। খনা বলে শুনে যাও/
নারিকেল মুলে চিটা দাও।
২২। গাছ-গাছালি ঘন রোবে না/
গাছ হবে তাতে ফল হবে না।
২৩। খরা ভুয়ে ঢালবি জল/
সারাবছর পাবি ফল।
২৪। ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা/
তার অর্ধেক ধান, তার অর্ধেক পান।
২৫। ডাঙ্গা নিড়ান বান্ধন আলি/
তাতে দিও নানা শালি।
২৬। কাঁচা রোপা শুকায়/
ভুঁইয়ে ধান ভুঁইয়ে লুটায়।
২৭। বার পুত, তের নাতি/
তবে কর কুশার ক্ষেতি।
২৮। তাল বাড়ে ঝোপে/
খেজুর বাড়ে কোপে।
২৯। গাজর, গন্ধি, সুরী/
তিন বোধে দূরী।
৩০। কলা রুয়ে না কেট পাত/
তাতেই কাপড়, তাতে ভাত।
৩১। হলে ফুল কাট শনা/
পাট পাকিলে লাভ দ্বিগুণা।
৩২। খনা বলে শোনভাই/
তুলায় তুলা অধিক পাই।
৩৩। ঘন সরিষা পাতলা রাই/
নেংগে নেংগে কার্পাস পাই।
৩৪। দাতার নারিকেল, বখিলের বাঁশ/
কমে না বাড়ে বারো মাস।
৩৫। বারো মাসে বারো ফল/
না খেলে যায় রসাতল।
৩৬। ফল খেয়ে জল খায়/
জম বলে আয় আয়।
৩৭। ভরা পেটে ফল /
খালি পেটে জল।
৩৮। মঙ্গলের শেষ বুধে পা/
যথা ইচ্ছা তথা যা।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩
সাদা কাগজ বলেছেন: প্রিয়তে
৩| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:০২
সাইলেন্সার বলেছেন:
বারো মাসের বারো ফল কি কি?
আপনার জানা থাকলে শেয়ার করুন।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
আমার মনে হয় এখানে এটাই বোঝানো হয়েছে যে সারা বছরই আমাদের তাজা ফল খাওয়া উচিৎ।
আম, জামরুল, তাল, কতবেল, ?, বরই।
সব ঋতুর ফলই ভেবে পেলাম, কিন্তু শীতের ফল কোনটি?
৪| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৯
এনটনি বলেছেন: "ফল খেয়ে জল খায়
জম বলে আয় আয়।"
এর মানে কি ফল খাওয়ার পরে পানি খেলে শরীর খারাপ হয়? কেন হয়?
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আপনার ধারণা ঠিক। তবে সঠিক কারণটা ব্যাখ্যা করতে পারছি না বলে দুঃখিত।
৫| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১
এনটনি বলেছেন: "ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়।"
এর মানে কি ফল খাওয়ার পরে পানি খেলে শরীর খারাপ হয়? কেন হয়?
"কলা রুয়ে না কেট পাত, তাতেই কাপড়, তাতে ভাত।"
এখানে "কলা রুয়ে না কেট পাত" মানে কি?
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: কলা গাছের পাতা না কাটতে বলা হয়েছে।
আপনাকে ধন্যবাদ।
৬| ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার সংগ্রহ। সুন্দর পোস্টটার জন্যে অনেক ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৫
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৭| ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৭
দীপান্বিতা বলেছেন: সত্যি! দুর্দান্ত!...প্রিয়তে......
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৫
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: দুর্দান্ত মন্তব্যের জন্য দুর্দান্ত ধন্যবাদ।
৮| ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ম্যাভেরিক বলেছেন: খুব সুন্দর পোস্ট। খনার উপর একটি পোস্ট দিয়েছিলামঃ Click This Link
ভাবছি আপনার পোস্টের কিছু বচন নিয়ে সেটি আপডেট করব। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আমি আশা করছিলাম আপনার পদার্পণ। ধন্যবাদ। আমিও নেব আপনার পোস্ট থেকে।
ভাল থাকুন, শান্তিতে থাকুন।
৯| ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০২
তাসনীম বলেছেন: অসাধারণ। অনেক দিন ধরে খুঁজছিলাম।
ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৭
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তবে মূল কৃতিত্ব কিন্তু কৃষিবিদ ফরহাদ আহম্মেদ এর।
১০| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪০
'লেনিন' বলেছেন:
যদি বর্ষে আগনে
রাজা নামে মাগনে।
অগ্রহায়নে ক্ষেতের পাকা ফসল তোলার সময় বৃষ্টি নামলে দুর্ভিক্ষ চরম হয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫১
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬
রণদীপম বসু বলেছেন: আপনার সংগ্রহকে অভিনন্দিত করি। ধন্যবাদ আপনাকে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ।
১২| ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
সীমন্ত ইসলাম বলেছেন: চমৎকার পোষ্ট। +++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: চমৎকার মন্তব্য। ধন্যবাদ।
১৩| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫০
পৃথিবীর আমি বলেছেন: চমৎকার।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৩:০০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ
১৪| ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৯
পরান বলেছেন: প্রিয়তে .....
১৫| ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩১
ঢাকাইয়া টোকাই বলেছেন:
৩৫। বারো মাসে বারো ফল/
না খেলে যায় রসাতল।
এখানে রসাতল বলতে কি বুঝাইসে কেইকি যানেন?
যে বুঝার সে বুঝছে
না বুঝলে গেছে....।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: বুঝিয়ে বলেন ভাই।
১৬| ০৬ ই মে, ২০১০ দুপুর ১২:৫৮
দেবতা বলেছেন: +
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আপনাকেও++++++
১৭| ১১ ই মার্চ, ২০১১ দুপুর ১:১৬
ভুডুল বলেছেন: Click This Link
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ, আপনার পোস্ট থেকে উপকৃত হলাম।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪
পার্থসারথী ব্যানাজী বলেছেন: আমার তরফ থেকে দুটো,-
ভরা পেটে ফল /খালি পেটে জল।
--স্বাস্থ্যকর।
মঙ্গলের শেষ বুধে পা/ যথা ইচ্ছা তথা যা।
--বুধবার সকালে যাত্রা শুভ। কারণ জানি না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। এত পুরানো লেখার লিঙ্ক কোথায় পেলেন?
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৩
পার্থসারথী ব্যানাজী বলেছেন: ঘুরতে ঘুরতে। আসলে আমি সামুতে ঘুরে বেড়াতে ভালবাসি :#>
ভাল থাকবেন।
১৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩৫
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আমারও ঘুরতে ভালো লাগে.. কিন্তু সময় বড় কম..
২০| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৭
আরজু পনি বলেছেন:
অসাধারণ!
শেয়ার নিলাম
২৪ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫৬
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ, আরজুপনি.. আশায় বশত করুন চিরকাল।
২১| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৯
পানকৌড়ি বলেছেন: অনেক ভালো লাগলো
২৪ শে জুলাই, ২০১২ সকাল ১০:৫৭
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: এত পুরনো পোস্টে নতুন মন্তব্য পেয়ে আমিও খুশি..
২২| ০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩২
শব্দহীন জোছনা বলেছেন: যার ছন্দ-ই বিজ্ঞান তিনিই খনা... পোস্টে পিলাচ্চ
চৈতে গিমা তিতা,
বৈশাখে নালিতা মিঠা,
জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ,
শায়নে দৈ।
ভাদরে তালের পিঠা,
আশ্বিনে শশা মিঠা,
কার্তিকে খৈলসার ঝোল,
অগ্রাণে ওল।
পৌষে কাঞ্ছি, মাঘে তেল,
ফাল্গুনে পাকা বেল।
.....................খনার বচন
২৪ শে জুলাই, ২০১২ সকাল ১১:০০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: সমৃদ্ধ করলেন...
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫২
সাদা কাগজ বলেছেন: ++++++++++++