![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন ম্যাসেজ ছাড়াই ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়া হচ্ছে
শাহেদ নুর উদ্দিন:
রিচার্জ করার পর থেকেই কিছুক্ষণ পর পর কোন ম্যাসেজ ছাড়াই ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়। কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা এর কোন সমাধান দিতে পারছে না । বলছে এমন তো হওয়ার কথা না- এভাবেই জানালেন ভোগান্তির শিকার নুরুল ইসলাম।
তিনি জানান, গত ছয় মাস যাবত টাকা রিচার্জ করলেই আমার নাম্বার থেকে কিছুক্ষণ পর পর ২ টাকা করে কেটে নেয়। গত শুক্রবার দুপুরে ১৯ টাকা রিচার্জ করলে শনিবার সকাল ৯টা পর্যন্ত শুধু শুধু ১২ টাকা কেটে নিয়েছে।
শুক্রবার সকালে কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা টাকা রিচার্জ করতে বলে এবং টাকা কাটার সাথে সাথে তাদের কে ফোন করতে বলে। এর পর আমি টাকা রিচার্জ করে কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে আমাদের সিস্টেমের সমস্যার কারণে আমরা আপনার আজকে হিসেব দেখতে পারছি না। তাকে আমি বললাম, তাহলে আগের তালিকা দেখে সমস্যার সমাধান করেন। উত্তরে সে বলল, আমরা ৭ দিন আগেরটা দেখতে পারছি না।
কবে দেখতে পারবেন এমন প্রশ্নে উত্তরে তিনি বলে, অনেক সময় সাথে সাথে চলে আসে। আবার কখনও কখনও ৩/৪ দিনও লেগে যায়।
এভাবে টাকা কেটে নিচ্ছে এখন কি করব' জানতে টাইলে তিনি বলেন, কথা বলে টাকা শেষ করে ফেলেন। টাকা না থাকলে টাকা কাটবে না।
এরপর শনিবার দুপুর পর্যন্ত ৬ বার ফোন করলে ঘুরে ফিরে সবাই একই ধরনের কথা বলছে।
শুধু নুরুল ইসলামই একা নয়। এভাবেই গ্রামীণফোনের চার কোটি গ্রাহকের মধ্যে অনেকেই নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের কাছ থেকে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
শাহেদ নুর উদ্দিন বলেছেন: এনাম ভাই এটা তো কোন সমাধান হলো না । আমাদেরকে যে যার স্থান থেকে এর প্রতিবাদ করতে হবে।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪
ফাহাদ রহমান খান কবির বলেছেন: এটা সকল অপারেটর দের টাকা কামানোর এক নতুন ফন্দি
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
শাহেদ নুর উদ্দিন বলেছেন: ঠিক বলেছেন। তবে আমাদেরকে যে যার স্থান থেকে এর প্রতিবাদ করতে হবে।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
ফাহাদ রহমান খান কবির বলেছেন: এটা সকল অপারেটর দের টাকা কামানোর এক নতুন ফন্দি
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
ধূষরবর্ণ বলেছেন: হারামী ফোন!!
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
ধূষরবর্ণ বলেছেন: হারামী ফোন!!
৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
আন্ধার রাত বলেছেন:
আমার এক ফ্যামিলি মেম্বার জিপি এর ২২ টাকা রিচার্জে ৪৪ টাকা মিলবে অফারে ২২ টাকা রিচার্জ করে আজ কয়েক দিন হয়ে গেলেও ৪৪ হবার কোন লক্ষন নাই।
সকল অপারেটর ত্রিজির জন্য সরকারকে দেয়া টাকা দ্রুত গতিতে তুলে নেয়ার জন্য নানান ধরনের প্রতারণা শুরু করেছে। এদের যে কোন অফার উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। এরা নানা ভাবে এখন পাবলিকের টাকা মারার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে।
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
শাহেদ নুর উদ্দিন বলেছেন: আন্ধার রাত আপনি ঠিক বলেছেন।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯
রাতুল রেজা বলেছেন: যার মামলা করার সামর্থ আছে সেরকম একজন আইনজীবী জনস্বার্থে একটা মামলা করলে ভাল হয়। আমিও ফোনে ১ মিনিট ৫৮ সেকেন্ড কথা বলে ৩ টাকা ১৮ পয়সা কিভাবে গেল সেটা বুঝতে পারলাম না।
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
শাহেদ নুর উদ্দিন বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
গোয়েন্দাপ্রধান বলেছেন: টেলিটক ইজ দি বেস্ট দেশি জিনিসএকটু কষ্ট হলেও ভাল লাগে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
শাহেদ নুর উদ্দিন বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
এনাম হক বলেছেন: off kore din . onno sim use korun .... No SMS kore din .. problem Solve