নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঠিক কথা লেখায় ও বলায় সর্বদা অবিচল।

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত

আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট খোকা

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫১

মাগো তুমি দেখাইওনা অলসের ভয় ।

জেনে রেখো তোমার ছেলে অলস কভু নয় ।

পাঠে দেব মনোযোগ পড়বো নিত্য দিন ।

শত খ্যাতি করবো কামাই বাঁজবে সুখের বীণ ।

অলস বলে না বকিয়ে আশ্বীর্বাদ দিও ।

মহত্‍ বড় মানুষ হব তুমি দেখে নিও ।

চেষ্টায় হবে জয় আল্লাহ তায়ালা কয় ।

আজ থেকে করবো নাকো পাঠে নয় ছয় ।

হে রহিম রহমান দয়া কর মোরে ।

চিত্ত আমার ভরে দিও বিদ্যার সাগরে ।

মহান তুমি সবাই জানি ।

বানাও তুমি আমায় জ্ঞানি ।

আমার পানে হইও নাকো তুমি নির্দয় ।

তোমার দয়ায় মায়ের আশা পূর্ণ যেন হয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.