নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঠিক কথা লেখায় ও বলায় সর্বদা অবিচল।

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত

আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত › বিস্তারিত পোস্টঃ

লাল মিয়া

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

ছিল এক দুষ্ট ছেলে লাল মিয়া তার নাম

এদিক সেদিক বেড়ায় ঘুরে করেনা তো কাম

পড়ালেখায় মন বসে না দুষ্টমিতে যত

নিত্য দিন নালিশ আসে হাজার শত শত ।







আম আতা করতো চুরি সুযোগ বুঝে নারকেল

কাঁঠাল , জাম , লিচু আর বাতাবী লেবু বেল

শালিস করে সদায় সদায় ধরাতো ওকে কান

মুল্য নেই ওর ধারে সম্মান অপমান ।







মায়ের কথা শুনতো নাকো গুরুজনকে হেলা

ওর একটা মন্দ স্বভাব গাল মন্দ বলা

মারা-মারি সবার সাথে করাই ছিল আচার

স্কুল মাঠে হইতো সদায় লাল মিয়ার বিচার ।







হয়তো বা কান ধরিতো নয়তো জরিমানা

ওর যেন মজা লাগে খারাপ লাগে না

ধীরে ধীরে হয়ে গেল অনেক বড় চোর

পাড়ার ছেলে অনেকেই হইলো সহচর ।







পেশা করে নিল এখন চুরি ডাকাতি

বিরাট বড় দল গড়েছে অনেক অস্ত্রপাতি

জবরদখল করে নিল কতক জনের আবাস

অবশেষে লাল মিয়া হইলো সন্ত্রাস ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.