| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত
আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন
ছিল এক দুষ্ট ছেলে লাল মিয়া তার নাম
এদিক সেদিক বেড়ায় ঘুরে করেনা তো কাম
পড়ালেখায় মন বসে না দুষ্টমিতে যত
নিত্য দিন নালিশ আসে হাজার শত শত ।
আম আতা করতো চুরি সুযোগ বুঝে নারকেল
কাঁঠাল , জাম , লিচু আর বাতাবী লেবু বেল
শালিস করে সদায় সদায় ধরাতো ওকে কান
মুল্য নেই ওর ধারে সম্মান অপমান ।
মায়ের কথা শুনতো নাকো গুরুজনকে হেলা
ওর একটা মন্দ স্বভাব গাল মন্দ বলা
মারা-মারি সবার সাথে করাই ছিল আচার
স্কুল মাঠে হইতো সদায় লাল মিয়ার বিচার ।
হয়তো বা কান ধরিতো নয়তো জরিমানা
ওর যেন মজা লাগে খারাপ লাগে না
ধীরে ধীরে হয়ে গেল অনেক বড় চোর
পাড়ার ছেলে অনেকেই হইলো সহচর ।
পেশা করে নিল এখন চুরি ডাকাতি
বিরাট বড় দল গড়েছে অনেক অস্ত্রপাতি
জবরদখল করে নিল কতক জনের আবাস
অবশেষে লাল মিয়া হইলো সন্ত্রাস ।
©somewhere in net ltd.