নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঠিক কথা লেখায় ও বলায় সর্বদা অবিচল।

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত

আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত › বিস্তারিত পোস্টঃ

তুচ্ছ ভাবিওনা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

আমি আজ তোমার কাছে পরিত্যক্ত ধুলা

কিংবা জমে থাকা বড় স্তুপের ময়লা ;

পদ দলিত করে গিয়েছ তাই

যেথায় সুখের কোন অন্ত নাই ।







ডুব দিছো শান্তি হীরক সোপানে

বেশ ! হেরিবে কোন ক্ষণে ;

সুখ এটম কণা তুষার বজ্রপাত হবে

কোটি মাইল বেগে আপাদ মস্তকে পরিবে ।







তীব্রঘাতে লুটাবে এ ময়লায়

বক্ষ ফেটে আর্তনাদ করিবে যন্ত্রণায় ;

উক্ত ধুলি ব্যাঙ ছত্র বেশে ঐ কালে

তোমার গতর উর্ব্ধে দণ্ডায়িত হলে ;

অর্ধ দণ্ড হলেও পাবে শান্তি

হৃদয়ে জাগিবে সুখের ক্লান্তি ।





প্রীতি দিওনা দুঃখ নাই তুচ্ছ ভাবিওনা মোরে

সবি সৃজন করিছে স্রষ্টা প্রয়োজনের তরে ;

তুমি ক্ষুদ্র ভাবিলেও অন্যত্রে তা মহান

তুমি করিলে হেলা অন্য দিবে অঢেল সম্মান ।





ভাল না বাস তবে ঘৃণা করিওনা

হাসাতে না পার তবে কাঁদাইওনা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তুমি ক্ষুদ্র ভাবিলেও অন্যত্রে তা মহান
তুমি করিলে হেলা অন্য দিবে অঢেল সম্মান ।


ভালো লাগলো আপনার কবিতামালা।

অনেক ভালো থাকুন কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.