![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন
চুরি করে বাড়ায় ভূরি
কারো উৎড়াই-চড়াই
গগন সমান কারো দালান
ডাস্টবিনে কেউ গড়াই !
চাকরি যায় না ধরাই
কর্ম ছাড়া লুটছে তারা
বাটপার ও ধুর্তরাই !
নির্লাজ যত দূর্নীতিবাজ
তাদের মালা পড়াই
মানুষ হয়ে মানুষ খেয়ে
পথের কাটা সরাই !
মুখের কথায় কই ভাজা হয়
লাগে না তো কড়াই
নুন আনতে যার পান্তা ফুরায়
ভীষণ তাদের বড়াই!
সত্য-ন্যায়ের করছি দাবি
মিথ্যাকে ফের ডরাই
সবখানে আজ ভেজাল ভরা
বিষ খেয়ে পেট ভরাই!
নিজের গায়ে আতর মেখে
পরের গন্ধ ছড়াই
দেখে সবাই চোখ বুজে যাই
করবেটা কে লড়াই ?
২| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: অসশায় লোকেরা লড়াই করে জিততে পারে না।
৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৩০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এইসব লড়াকুদের বর্তমান নাম টেররিস্ট !
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: লড়াই করতে সাহস লাগে।