![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৃত মুসলিম, দায়ী ইলাল্লাহ্, কবি, ছড়াকার, গীতিকার ও লেখক হবার চেষ্টা করছি। আমার গন্তব্য হলো জান্নাত। জান্নাতের পথে চলার আপ্রাণ চেষ্টা করছি। আল্লাহ তুমি কবুল করো। আমিন
কেবল কয় আমার মন
বাঁধব কবে সুখের ঘর
একলা কত রইব আর
শুঁকিয়ে যায় হৃদয় চর ।
একলা বলি একলা চলি
পথের চলার দোসর চাই
দু'হাত ভরা হিরক সোনা
এমন লাগে কিছুই নাই ।
একটা আমি শুষ্ক তরু
গহীন বনে লাকরী হেন
আপন মনে ভাবছি সদা
অমূল্য এই জীবন যেন ।
নিশীথ রাতে আগুন জ্বলে
যায়না দেখা গোপন রয়
আমার নাকি ফাগুন মনে
সুখেই আছি সবাই কয় ।
আমার ব্যথা আমিই বুঝি
পরকে বোঝা বিষম দায়
সাগর বুকে ভাসছি আমি
উত্তাল ঢেউ একলা নায় । কেবল কয় আমার মন
বাঁধব কবে সুখের ঘর
একলা কত রইব আর
শুঁকিয়ে যায় হৃদয় চর ।
একলা বলি একলা চলি
পথের চলার দোসর চাই
দু'হাত ভরা হিরক সোনা
এমন লাগে কিছুই নাই ।
একটা আমি শুষ্ক তরু
গহীন বনে লাকরী হেন
আপন মনে ভাবছি সদা
অমূল্য এই জীবন যেন ।
নিশীথ রাতে আগুন জ্বলে
যায়না দেখা গোপন রয়
আমার নাকি ফাগুন মনে
সুখেই আছি সবাই কয় ।
আমার ব্যথা আমিই বুঝি
পরকে বোঝা বিষম দায়
সাগর বুকে ভাসছি আমি
উত্তাল ঢেউ একলা নায় ।
২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৫১
এপোলো বলেছেন: কবিতা নিয়ে বলার কিছু নাই, বরং জানার ইচ্ছা এই নিকের শানে নুজুল।
প্রাতিষ্ঠানিক ডিগ্রী উপার্জন করার পর মানুষ নামের আগে পরে উপাধি লাগায় হরহামেশা। ডাক্তারি পাশ করার পর ড: অমুক, পিএইচডি পাশ করার পর ড: তমুক, মাস্টার্স পাস করার পর "সমুক, এম.এ.", এগুলা প্রচলিত এবং প্রতিষ্টিত নামকরণ। প্রাতিষ্ঠানিক এইসব উপাধির পাশাপাশি আরো কিছু উপাধি আছে, যেমন, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ইত্যাদি। এসব উপাধি সাধারণত জনসাধারণের মধ্যে থেকে প্রস্তাবিত হয় এবং অন্যেরা বেশি ব্যবহার করে । যেমন, আমার পরিচিত রশিদ এনাম ভাইকে পরিচয় করিয়ে দেয়ার সময় আমি বলব, "লেখক রশিদ এনাম"। উনি কোনোদিন কোনো একটা মঞ্চে উঠে নিজের পরিচয় দেয়ার সময় বলবে না, "আমার নাম কবি ও সাহিত্যিক রশিদ এনাম"। অন্তত আমার প্রত্যাশা হলো, উনি নিজের ঢোল এভাবে নিজের খুলাখুলি ভাবে নিজে পেটাবে না। বেশিরভাগ মানুষ এভাবেই দেখতে অভ্যস্ত।
এই নিকটা সেই চিরাচরিত অভ্যাস থেকে বাইরে গেছে দেখেই বেশি চোখে পড়েছে। হয়তো এখন এইটাই নতুন ট্রেন্ড শুরু হচ্ছে। আমি হয়তো পেছনে পরে আছি। তারপরও এই নামের শানে নুযুল জানতে আগ্রহী। অজ্ঞ ব্যক্তিকে জ্ঞান দান করার আহ্বান জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: পোষ্ট টা এডিট করে ঠিক করে নিন। দুবার এসেছে।