নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বিপর্যয়কে রুখো

পরিবেশ বাঁচাও

প্রাইমেট

পরিবেশবিদ হিসেবে নিজেকে বিবেচনা করি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাবি এবং এর উপাত্ত সংগ্রহ করি। এ পৃথিবীকে বাসযোগ্য দেখতে চাই।

প্রাইমেট › বিস্তারিত পোস্টঃ

খুকু ও খোকা/ অন্নদাশঙ্কর রায়

২০ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:১৩

তেলের শিশি ভাঙল বলে

খুকুর পরে রাগ করো।

তোমরা যে সব বুড়ো খোকা

ভারত ভেঙে ভাগ করো!

তার বেলা?



ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা

জমিজমা ঘরবাড়ী

পাটের আড়ৎ ধানের গোলা

কারখানা আর রেলগাড়ী!

তার বেলা?





চায়ের বাগান কয়লাখনি

কলেজ থানা আপিস-ঘর

চেয়ার টেবিল দেয়ালঘড়ি

পিয়ন পুলিশ প্রোফেসর!

তার বেলা?



যুদ্ধ-জাহাজ জঙ্গী মোটর

কামান বিমান অশ্ব উট

ভাগাভাগির ভাঙাভাঙির

চলছে যেন হরির -লুট!

তার বেলা?





তেলের শিশি ভাঙল বলে

খুকুর পরে রাগ করো

তোমরা যে সব ধেড়ে খোকা

বাঙলা ভেঙে ভাগ করো!

তার বেলা?

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:২৩

বিবর্ণ বলেছেন: তোমরা যে সব ধেড়ে খোকা
বাঙলা ভেঙে ভাগ করো!

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২৭

প্রাইমেট বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

২| ২০ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:২৩

কবিরকস বলেছেন: অনেকদিন পর বিখ্যাত এই ছড়াটি আবারো পড়লাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২৮

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

৩| ২০ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন:

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩২

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ স্বদেশ হাসনাইন গানটি শেয়ার করার জন্য।

৪| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৪

রাজিয়েল বলেছেন: অন্তরা চৌধুরীর গলায় এই গানটা খুব প্রিয় আমার। জানতাম না এটা অন্নদাশঙ্কর রায়ের লেখা। তথ্যের জন্য ধন্যবাদ

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৪

প্রাইমেট বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এটি মূলত অন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত ছড়া।
অনেক পরে এটিতে সূরারোপ করে গান করা হয়।

৫| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৭

সোহান তানজুম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++ধন্যবাদ

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৬

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৬| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৪২

আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: বিবর্ণ বলেছেন: তোমরা যে সব ধেড়ে খোকা
বাঙলা ভেঙে ভাগ করো!

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

৭| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৯

কালীদাস বলেছেন: ছোটবেলায় বেশ কয়েকবার শুনা গান। তবে কার লেখা জান্তাম না। থ্যাংকস, প্রাইমেট!

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ! এটি অন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত ছড়া। পরে এটি গান হিসাবে গাওয়া হয়।

৮| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৪

নুরুন নেসা বেগম বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯

প্রাইমেট বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

৯| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১০

আমিনুল ইসলাম মামুন বলেছেন: ছড়াটি আরেকবার পড়া হলো। ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০

প্রাইমেট বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

১০| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৪

অগ্নিবীনা বলেছেন: ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

১১| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৭

রাজসোহান বলেছেন: +

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

১২| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫০

ৃৃৃশান্ত বলেছেন: +

২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫১

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

১৩| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: ক্লাসিক জিনিস। ধন্যবাদ শেয়ারের জন্যে।

২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪১

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

১৪| ২২ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৩

কাউসার আলম বলেছেন: +++++++++

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৩:২৮

প্রাইমেট বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.