নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা চিঠি (দুর্বার ২২)

দুর্বার ২২

চিকিৎসা শাস্ত্রের অতি নগন্য একজন ছাত্র. নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়!!!!

দুর্বার ২২ › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ চলে যাওয়া

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

সেদিন শুক্রবার।চেম্বারে পেশেন্ট দেখছিলাম। ম্যানেজার আর ওয়ার্ডবয় দৌঁড়ে এলো, স্যার তাড়াতাড়ি আসেন, একটা খারাপ পেশেন্ট। চেম্বারের পাশেই একটা কেবিনে ওই পেশেন্টকে রাখা হলো। আমি আউটডোর পেশান্টকে অর্ধেক দেখে, বসতে বলেই ছুট দিলাম।

বয়স্ক ভদ্রলোক। অস্থির ভীষন। ঘামে ভিজে গেছেন। পায়ের মধ্যে কাদা লেগে আছে এখনো, কিছুটা শুকিয়েছে। বুক চাপড়াচ্ছেন, পানি চাচ্ছেন। প্রেসার দেখলাম, বুকে ব্যথা কিনা জানতে চাইলে ঠিক মতো বোঝাতে পারলেন না। প্রেসার বেশী পাওয়ার পর আগের হিস্ট্রি জানতে চাইলাম কেউই কিছু বলতে পারলো না। গামাছা দিয়ে গা মুছে দেওয়ার পর দেখলাম একটু যেন নিস্তেজ হয়ে আছেন মানে ড্রাউজি। ভাবলাম স্ট্রোক এক্সক্লুড করি। হাতের গ্রিপ, পায়ের মুভেমেন্ট, প্ল্যান্টার দেখলাম সব নরমাল। বাই দিস টাইম ইসিজি মেশিন চলে এসেছে। আমি সিউর ছিলাম এটা হার্ট এটাক হতে পারে, কিন্তু পেশান্ট ড্রাউজি কেন হলো, আবার টিপিক্যাল চেস্ট পেইন এর হিস্ট্রিও নেই।

তবুও, এক মূহুর্তও দেরী করলাম না। ই সি জি করতে বললাম। বলা বাহুল্য ই সি জি তে যত ক্রিটিক্যাল রোগই আসুক এই উপজেলা থেকে সেই রোগীকে রেফার করা ছাড়া উপায় নেই। বড় জোর ক্লপিডগ্রেল এস্পিরিন ইত্যাদি ফার্স্ট লাইন ড্রাগ এর প্রথম ডোজটা আর অক্সিজেন দেয়া যেতে পারে।

রোগী আমার হাত ধরলো, কথাও বলে ছিলো পানি খাবেন। ইসিজি করে সিস্টার আমার হাতে দিতেই আমি আঁতকে উঠলাম। রোগী আর আমার মধ্যে ডিসট্যান্স কয়েক হাত হবে। ই সি জি তে আসলে ভি এফ মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশান। আমার জীবনে আমি খুব বেশী ভি এফ এর পেশেন্ট দেখিনি যাদের লাইভ ইসিজিতে ভি এফ এসেছে।

আমি পেশেন্ট এর উল্টো দিকে দরজার কাছে। ইসিজি দেখেই দ্রুত বেগে পেশেন্ট এর দিকে ছুটলাম। আমরা সবাই জানি ভি এফ এর আল্টিমেইট ফেইট মৃত্যু। হাইলি ডেডিকেটেট কার্ডিয়াক সেন্টারেও এটা ফেটাল কেইস হিসেবেই ট্রিট করা হয়।

আসে পাশে মানুষ অনেক। সবাই মুখিয়ে আছে। এমনকি জানালার পাশেও উৎসুক জনতা। নীচের ফ্লোর আর রাস্তার পাশের কেবিন বলেই সব দিক থেকেই লোকের চাপ।

এতসব ঘটনা ঘটে যাচ্ছে, সময় খুব বেশী হলে ৫-৮ মিনিট হবে। আমি রোগীর কাছে যেতেই দেখলাম নীলচে মুখ, অসাড় দেহ, চোখের মনি ফ্যাকাশে আর ডাইলেটেড। কে বলবে ৫ মিনিট আগে উনি হাত তুলেছেন, আমার হাত ধরেছেন।

কি করবো? কি এক্সপ্লানেশান দেবো? আমি তো ঔষধও দেই নি। অক্সিজেন সিলিন্ডার পাশেই রাখা। ঔষধ দিলে না হয় বলা যেত ঔষধ দিয়ে ভালো পেশান্টকে খারাপ বানানো হইসে।

উৎসুক জনতাও উত্তর খুঁজছে। আমি ওদের ফিসফিসানি শুনতে। নিজের বুকটা ধ্বক করে ওঠে। পেশান্ট টার দিকে তাকাতেই চোখ জ্বলতে শুরু করে।

না পেশেন্ট এর কোন লোকজনই খারাপ ব্যবহার করেননি। হার্টের সমস্যা বুঝিয়ে দেবার পর চুপ করেই ছিলেন। নীরবে চোখের জল ফেলেছেন। পেশান্ট আসার পরপরই আমি উনাদের বলেছিলাম এই পেশান্ট খারাপ, হার্টের সমস্যা। কিন্তু এত দ্রুত এই পেশান্ট চলে যাবে, কিম্বা এই পেশান্ট ভি এফ নিয়ে প্রেজেন্ট করবেন সেটা আমার কল্পনায়ও আসে নি। মনটা কেমন যেন চুপসে গেলো।

এই পরিস্থিত গুলো যখন আসে, তখন আমার শিরদাঁড়া বেয়ে হীম শীতল একটা স্রোত বয়ে যায়। শরীর ঘেমে যায়, চোখ জ্বালা করে, ইমোশান আটকানো কঠিন হয়ে পড়ে।

এত দ্রুত মানুষ কিভাবে হারিয়ে যায়? আমি, আপনি, আমরা সবাইতো চলে যাবো তাই না? জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ না করে কেন তবে অপচয়? কি লাভ মন খারাপ করে, কি লাভ নিজেদের মাঝে দূরত্ব বাড়িয়ে????????????

#মৃনাল সাহা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

উদভ্রন্ত বালক বলেছেন: ধন্যবাদ জানাই আপনার দায়িত্ব পালনে কোন কমতি করেননি।আসলে আসার সময় আছে যাওয়ার কোন সময় নাই ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

জাহিদ রুবেল বলেছেন: হ্যা সত্যিইতো কি লাভ মন খারাপ করে,রঙিন পৃথিবী সাদাকালো হয়ে যাবে মুহুর্তেই

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭

দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। মৃত্যুর উপর কারো হাত নেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

শামছুল ইসলাম বলেছেন: মনটা খুব খারাপ হলো আপনার লেখা পড়ে ।

তবে আপনার আন্তরিক চেষ্টায় মনটা ভাল হয়ে গেছে ।

এখনো মানুষ মানুষের জন্য ব্যাকুল হয় !!!!!!

আপনার শেষের কথাগুলো ভাবছি আপনমনেঃ

//এত দ্রুত মানুষ কিভাবে হারিয়ে যায়? আমি, আপনি, আমরা সবাইতো চলে যাবো তাই না? জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ না করে কেন তবে অপচয়? কি লাভ মন খারাপ করে, কি লাভ নিজেদের মাঝে দূরত্ব বাড়িয়ে????????????//

ভাল থাকুন । সবসময় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মনদিয়ে পড়েছি...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.