![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা অন্ধকার নেমে এসেছে চারিদিকে
রাস্তার ল্যাম্পপোষ্ট গুলোও এখন চোখ বন্ধ করে থাকে
কেননা তারা আর কোন মৃত্যু দেখতে চায় না ।
হিম শীতল একটা বাতাস সবকিছুকে নিষ্প্রাণ করে দিয়েছে,
বহুদিন হয় মুক্ত আকাশে লাল নীল ঘুড়ি উড়ে না ।
বহুদিন হয় আমার শহর প্রাণ খুলে হাসে না,
শহরের বুক জুড়ে শুধু লাশ-কান্না আর হাহাকার ।
জানি আবার সব শান্ত হবে
ব্যস্ত নাগরিকেরা ছুটবে চারিদিকে,
রঙনি প্রজাপতি উড়বে শহরের অলিতে-গলিতে ।
শুধু কষ্ট একটাই
কিছু নিষ্পাপ-নিরীহ মানুষ
হারাবে প্রাণ ।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
প্লাসিড প্রণয় গমেজ বলেছেন: ধন্যবাদ । মাঝে মাঝে বেড়িয়ে যাবেন।
১০০% অসল........
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
ডরোথী সুমী বলেছেন: ভাল লেগেছে। আসলে গমেজ দেখে বেড়াতে আসলাম...............নামটা আসলতো? স্বাগতম ব্লগের ভুবনে।