![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছ তুমি? প্রায় ৯ ঘন্টা ৪১ মিনিট তোমার সাথে কথা হয় না। ইচ্ছে ছিলো তোমাকে একটা গল্প শুনাব। তোমারও হয়তো ইচ্ছে ছিলো। তাই আমি করেছি অপেক্ষা তুমি কখন ফিরবে।
গত দুইদিনে ৬ ঘন্টার বেশি ঘুমাই নি। তার মাঝে ঘুরাঘুরি ও অন্যান্য কাজ করে বেশ ক্লান্ত ছিলাম বলা যায়। চোখ ভেঙে ঘুম আসছিল। অনেক কষ্টে ২ টা অব্দি জেগে ছিলাম। তারপর ঘুমাতে যাই। প্রতিদিনের ন্যায় আমি মাঝে রাতে তোমার বার্তা চেক করতে পারবো কিনা সেই শঙ্কা ছিল। অনেক ক্লান্ত তো তাই।দেখা গেল আমি ঘুমিয়ে পড়েছি আর তুমি জেগে উঠলে আর তোমার সানিধ্যে পাওয়া হলো না। তোমার অস্থিত্ব অনুভব করা হলো না। এই টা বারবার ফিরে আসছিলো।
এরই মাঝে আমি ঘুমিয়ে পড়ি। মনে হল৷ অনেক্ষণ ঘুমালাম। জেগে ফোন করছি তোমার বার্তা দেখার জন্য, না কিছুই আসে নি। আর সময় দেখি মাত্র ২০ মিনিট ঘুমিয়েছি। আজ প্রতি ঘন্টায় আমি অন্তত দুইবার ফোনে তোমার বার্তা খুজেছি। আমার মা বুঝতে পারে নি আমি কী ঘুমিয়েছি না জেগে ছিলাম। তাই বার বার বলছিলো কী রে ঘুমাবি না?
সকাল ৭ টাইও বললো। ঘুমা।
ও তোমাকে তো বলা হয় নি। আজ আমি সাইলেন্ট মোডে রেখে ঘুমাই নি। কত বছর পর এমন হলো জানি না। তবে দু চার বছর তো হবে। নোটিফিকেশন অন রেখেছি। যাতে আমি শব্দ শুনতে পাই। অন্য সকল চ্যাট হেড আমি সাইলেন্ট করে রেখেছি। যাতে কেবল তোমার ম্যাসেজের শব্দ শুনতে পাই।
সিম কার্ড কোম্পানিগুলোর ম্যাসেজ তো আর বন্ধ করা যাই না। ওরা খুব কষ্ট দিয়েছে। যতবার তাদের ম্যাসেজ এসেছে আমি তাড়াতাড়ি মোবাইল খুজেছি। আর প্রতিবার হতাশ হয়েছি। দেখ, আমি এখনও তোমার অপেক্ষায় জেগে আছি। কটা বাজে জানো? সকাল ৯.১৮। ঘুম আর হলো না আজ। মনে কতকাল অপেক্ষা করছি তোমার। তোমার ম্যাসেজ এখনও আসে নি। তারপরও ভাসিয়ে রেখেছি তোমার চ্যাট হেড যেইখানে এক খণ্ড তুমি আছ।
দেখি এই অপেক্ষার প্রহর কবে শেষ হয়।
ও জানো কাল জোস্ন্যা দেখি নি। তাই হয়তো তুমিও জাগো নি।
©somewhere in net ltd.