নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ি ফুল

আমি জ্যোস্না দেখি নি, তাই হয়তো তুমি এখনও জাগো নি।

পাহাড়ি ফুল › বিস্তারিত পোস্টঃ

এনাক্ষীর সন্নিকটে

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৩


তোমার সামনে বসে তোমাকে লিখার সুযোগ হাতছাড়া করতে পারলাম না। গানের তালে তালে তুমি কিভাবে থেকে থেকে নিচে উঠছো, তোমার সেই হাসি, এতো নির্মল হাসি শুধু শিশুদের হয়। রঙ সম্পর্কে আমার ধারণা না থাকাই ঠিক তোমাকে বর্ণনা করতে পারছি না। তুমি কিছু সময় পর পর সরিয়ে নিচ্ছো তোমার মুখ আর চোখে বাধা সৃষ্টি করা চুল। এমন দৃশ্য দেখার জন্য প্রেমিক পাড়ি দিতো হাজার কিলো। আর আমে কী সুভাগ্য দেখো প্রাণ ভরে তোমাকে দেখছি তবু নেশা কাটছে না। আমার তো নেশাদ্রব্যের নেশাও কেটে যায় অনায়াসে তুমি কাটছো না। প্রতিনিয়ত ডুবে যাচ্ছি তোমারই মাঝে। তীব্র নেশাগ্রস্থ মনে হচ্ছে নিজেকে। খেয় হারাচ্ছি পথ চলতে। তবু তোমার নেশা হারাচ্ছে না। কারণ অকারণে তোমার সানিধ্যে আসার চেষ্টা করছি কী সব অদ্ভুত উপায় অবলম্বনে।

পাড়ি দিচ্ছি শত মাইল তুমায় দেখবো বলে। কোন দিন ভাবি নি এমন হবে। তুমি পাশে শুয়ে আছ জলপরীর ন্যায়। সব কিছু যেন শিল্প তোমার।
তুমি হয়তো বলতে আমার চোখ শিল্প দেখে। আমি তো দেখেছি আবর্জনা। আজ কেন এমন অনিন্দ্য সুন্দর লাগছে? যে ছেলে কোন দিন কবিতা লিখে নি আজ লিখছে একের পর এক কবিতা। প্রতি কবিতায় রয়েছে তোমার ছোয়া কিন্তু আমি তোমাতে আবদ্ধ হয়ে থাকি নি। তোমার মাঝে দেখেছি পুরো বিশ্ব। তাই আমার কবিতায় স্থান পেয়েছে বিশ্বের নানা অসংগতি। যেন তুমি বিশ্ব আয়না। তুমি আমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করো নি। মসৃণ করেছ আমার পথ। দেখতে সাহায্য করেছ পুরো পৃথিবী। কত বিশাল তুমি।
আগে শুনতাম প্রেমে পড়লে মানুষ শুধু কারো মাঝে ডুবে থাকে। এতে আমার দারুন ভয়৷ আজ দেখ আমি তোমার মাঝেও দেখছি বিশ্ব। তোমাকে কিভাবে দূরে সরানো যায় বল? এ কী সম্ভব? তোমার বিশালতা আমাকে হারিয়ে তৈরি করছে নতুন রূপ যাতে আমি আলোকিত হচ্ছি নিত্যদিন।

অনেকদিন পর তোমাকে দেখলাম। কী অপরূপ তুমি! তোমার ব্যক্তিত্ব এতোখানি প্রভাব বিস্তার করেছে যে নিজেকে মাঝে মাঝে অস্তিত্বহীন মনে হই। ডুবে যাচ্ছি কিন্তু তলিয়ে যাচ্ছি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.