নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Little Boy

Little Boy

পাঞ্জেরী_০১

little Boy

পাঞ্জেরী_০১ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে উত্তর মিলল 'ডিম আগে না মুরগী আগে...।

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

[অবশেষে উত্তর মিলল 'ডিম আগে না মুরগী আগে' এর প্রশ্নের !] আগে না মুরগী আগে? প্রশ্নের জবাব দিতে দিনরাত চুল ছিঁড়েছে বিজ্ঞেরা। তাও মেলেনি উত্তর। কেউ কেউ তো মাথা চুলকে চুলকে শেষপর্যন্ত প্রশ্নটাই উড়িয়ে দিয়েছে। অবশেষে প্রশ্নের উত্তর পেলেন বিজ্ঞানীরা। যা বলছে, মুরগিই আগে, ডিম পরে। বিজ্ঞান বলছে একমাত্র মুরগির শরীরের ভিতরে থাকলেই ডিমের অস্তিত্ব থাকতে পারে। ওভোক্লেডিডিন-17 নামক একটি প্রোটিন ডিমের খোসা তৈরি হতে সাহায্য করে। কুসুমের বৃদ্ধি ও নতুন মুরগির জন্ম হতে এই খোসা ও ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী শেফিল্ড ও ওয়ারউইক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডিমের গঠন প্রক্রিয়ার ওপর সুপার কম্পিউটার জুম করেন। পরীক্ষা প্রমাণ করেছে ডিমের গঠনের জন্য ওসি-17 প্রোটিনের প্রয়োজন আবশ্যক। এই প্রোটিনের ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসাইট ক্রিস্টালে পরিণত করে যা ডিমের শক্ত খোসার গঠন তৈরি করে। অনেক প্রাণীর শরীরের হাড়ের মধ্যেও ক্যালসাইট ক্রিস্টাল পাওয়া যায়। কিন্তু মুরগির শরীর যে কোনও প্রাণীর থেকে এই ক্রিস্টাল বেশি তাড়াতাড়ি তৈরি করে। প্রতি ২৪ ঘণ্টায় ৬ গ্রাম করে ক্যালসাইট ক্রিস্টাল তৈরি হয় মুরগির শরীরে। শেফিল্ড ইউনিভার্সিটির ইঞ্জিয়ারিং মেটিরিয়াল বিভাগের ড. কলিন ফ্রিম্যান জানিয়েছেন, অনেকদিন ধরেই মনে করা হত ডিম মুরগির আগে এসেছে। কিন্তু এখন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে মুরগি ডিমের আগে এসেছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৯

মাঘের নীল আকাশ বলেছেন: ঠিক ঠিক...

২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

ফ্রম_দা_জিরো বলেছেন: অবশ্যি মুরগি আগে তার আগে মোরগ। B-) B-)

৩| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

মহম্মদ মহসীন বলেছেন: মুরগী একটা ডিম পাড়লো, যেটি মুরগীতর প্রাণীর। সেটি থেকে জন্মালো মুরগীতর প্রাণি। তাহলে মুরগিতর প্রাণির আগে আসছে ডিম। ডারউইন তাই বলে।

৪| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো তো, ভালো না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.