![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Oh baby baby its a wild world! (স্বগতোক্তি)
ন্যান্সিকে আমি ভালোবাসি। ওকে অবশ্য অনেকেই ভালোবাসে। বাসবে নাই বা কেন? শি ইজ আ ফাকিং হট বিচ! আর ন্যান্সিও বেশ উদার। কাউকে নিরাশ করে না। আমার সাথে ওর প্রথম পরিচয় বিছানায় নাকি কোকেইন স্নিফ করতে গিয়ে নাকি কোন মিউজিক ভিডিওর শুটিংয়ে মনে পড়ছে না এখন। গত দুই বছরে আমাদের ব্যান্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার গিটারের ছয়টা তারও ধীরে ধীরে ছিড়ে গ্যাছে। আমি অবশ্য ভালো বাজাতে পারতাম না। আমরা কেউই পারতাম না। বাট উই গট দ্যা লুক! দ্যা রিয়াল পাঙ্ক জাঙ্ক লুক! সোনালি মদ আর ফ্ল্যাশি লাইটিংয়ের সাথে উন্মাতাল ড্যান্স ফ্লোরে তরুণ তরুণীরা উচ্চকন্ঠে নৈরাজ্যময় মিউজিক এর বেশি আর কিছু চাইতো না। মাঝেমধ্যে আমি গিটার ছুড়ে ফেলে টি-শার্ট ছিড়ে পেটে বুকে ব্লেড দিয়ে আঁকিবুকি করতাম, তখন যা একটা দৃশ্য হতো না! কে বলেছে বাঙালি রক্ত দিতে বিমুখ! অতি উৎসাহে কেউ ভদকার বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে দিতো। অত্যাধিক ক্যানাবিস, ইয়াবা আর এক্সট্যাসি নিলে এগুলা খুবই সামান্য ব্যাপার।
ন্যান্সি ছিলো আমাদের গ্রুপের চিয়ারগার্লদের একজন। তার আজন্ম লালিত স্বপ্ন ছিলো বড় কোন আন্ডারগ্রাউন্ড রক গ্রুপের মেম্বার হবে। কিন্তু হাউয়ার পুলারা সব ওকে ইউজ কৈরা ছাইড়া দিছিলো। আমাদের গ্রুপেও অবশ্য এর ব্যত্যয় ঘটেনাই। লিড গিটারিস্ট, ভোকাল, ড্রামার, ম্যানেজার সবাই চাম নিছিলো। তা আমিও অবশ্য নিছি। তবে আমি ন্যান্সিকে ভালোবেসে ফেলছিলাম। গুলশানের এক বাড়ি থেকে যখন... ওয়েট আ মিনিট! নাউ আই ক্যান রিমেম্বার হাউ উই মেট।
কার সাথে যেন সারারাত ছিলো, সকালবেলায় ড্রিংকস করতে এসেছিলো একটা বারে, সাথে কিছু স্ন্যাকস। কিন্তু ওই হারামীটা ন্যান্সিরে কিছু দিতাছিলো না। একা একাই সাঁটাইতেছিলো। আর ন্যান্সির একটা স্বভাব আছে ওর তীক্ষ্ণ কন্ঠ দিয়া ক্যানক্যান করতেই থাকবে।
"আমারে দিবা না কেন? দেউ! দেউ! দেউ! এক ক্যান রয়াল ডাচ দেও। নাইলে অন্তত দুই পেগ হুইস্কি!"
ওই ছেলেটা শেষমেষ রেগে ওর ওপর গ্লাসের অবশিষ্ট পানীয় ছুড়ে মেরে চলে গ্যালো। ন্যান্সি আরো কিছুক্ষণ চিল্লাইলো। ওর চিল্লানি বড়ই শ্রুতিকটূ। না পেরে ওকে বাইর কইরা দিলো হোটেলের মানুষজন। আমি হোটেল থেকে বের হয়ে একটু সামনে আগায় দেখি যে সে কানতেছে ভেউভেউ কইরা একটা ইলেকট্রিক পোলরে জড়ায়া ধরে।
-আর ইউ অলরাইট?
আমি জিগাইলাম।
-হোয়াট ফাকিং অলরাইট! গো এ্যাওয়ে মাদারফাকার! লিভ মি এলোন!
তার কন্ঠের তীব্রতা আমাকে আবারও বিস্মিত করল।
-তোমার কাছে স্নিফ করার মত কিছু আছে? আমি কিনবো। আই এ্যাম রানিং সর্ট!
ন্যান্সি ঝট করে তাকালো আমার দিকে। ওর চোখের কোণে চঞ্চলতা।
-নাই, তবে যোগাড় করে দিতে পারবো। টাকা দাও।
আমি টাকা দিলাম। সে হুড়মুড় করে একটা চলন্ত বাসে লাফ দিয়ে উঠে গেলো। বাসশুদ্ধ মানুষকে চমকে দিয়ে আবারও তার সেই বিখ্যাত চিলকন্ঠে বলল,
"তুমি থাকো, আমি এক ঘন্টার মধ্যে আসতেছি!"
Self Destructing process
(ডায়েরির পাতা থেকে)
ন্যান্সি এসেছিলো। বাংলাদেশে নয়া উদ্ভুত জাঙ্কি সমাজের বদনাম আছে টাকা পেলে সব ভুলে যাওয়ার। কিন্তু ন্যান্সি এসেছিলো। সাথে উন্নত জাতের কোকেইন। ওইদিন রাতে আমাদের একটা প্রোগ্রাম ছিলো। ওকে বললাম আমাদের সাথে আসবে নাকি। ও সেইরকম একটা 'স্ক্রিম' দিয়ে রাজি হয়ে গেলো। আমি ওকে আমাদের বাড়োয়ারি ফ্ল্যাটে নিয়ে গেলাম। এইসব জায়গায় কোন আসবাবপত্রের বালাই নাই। ফ্লোরিং। একদল জাঙ্কি থাকি আমরা। মিউজিক করি। পিনিক করি। সেক্স করি। কে কার সাথে কোন ঠিক নাই। ন্যান্সি আমার গিটার বাজানো দেখে খুব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। আমি কিছুটা অবাক হলাম। এর আগে কেউ আমার মত মেরিটলেস গিটারিস্টের প্রশংসা করেনাই। আমার মিউজিক জাস্ট শো অফ! এ্যাটিচুড আর পাঙ্ক গেট-আপের জোরে উৎরে যাই। ওকে আরেকটু মুগ্ধ করার জন্যে আমার নতুন লেখা একটা জ্বালাময়ী লিরিক দেখালাম। এরকম ছিলো লিরিকটা,
"শহরের সব বাতি জ্বলছে কেন?
নিভিয়ে দাও! নিভিয়ে দাও!
চাঁদটাও নিভিয়ে দাও
এখন হবে রক কনসার্ট
বন্ধ কর বিতোভেন আর মোৎসার্ট
শিরায় অন্ধকারের সুঁচ ভরে দাও
অন্ধকার বিস্ফোরিত হয়ে জ্বলবে এবার"
-ও মাই গড! তুমি কী লিখসো এসব? এত কঠিন। তুমি একটা জিনিয়াস! চল তুমি আর আমি আলাদা ব্যান্ড করি।
কিছু কিছু মুহূর্ত থাকে ভূতে পাওয়া। আমাদের মত বিকারহীন ঘোরগ্রস্থরাও কিউপিডের তীরবিদ্ধ হয়ে চমকে ওঠে।ওটা ছিলো সেরকম একটা সময়। আমরা অবশ্য ততক্ষণে ছয় পেগ করে গিলে ফেলেছি। আমি ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে চুমু খেলাম।
সেই রাতে আমার পারফরম্যান্স হল দুর্দান্ত। গিটারে, ব্যাকভয়েসে, হারমোনাইজিংয়ে এবং অতঃপর ন্যান্সির সাথে রাতে, বিছানায়। এরপর থেকে আমরা একসাথেই থাকতাম। বারোয়ারি ফ্ল্যাট ছেড়ে নিজেদের জন্যে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া করেছিলাম। এতে অবশ্য ব্যান্ডের সাথে আমার দূরত্ব বাড়তে লাগলো। আর ফ্ল্যাটটাও ছিলো একদম যাচ্ছেতাই। বহুদিন কোন সংস্কারকার্য করা হয় নাই। দুর্গন্ধ, ছাড়পোকা, মশা। তবে সারাক্ষণ নেশায় ডুবে থাকলে ওসব কিছু মনে হয় না। ন্যান্সির সাথে আমার ভালোবাসা গাঢ় হতে থাকলো, সেইসাথে পুরোনো বন্ধুদের সাথে দূরত্ব বাড়তে লাগলো। আমরা ভবিষ্যত নিয়ে চিন্তা করতাম না কখনও। টাকা পয়সার কমতি হতে থাকলে ,ধারকর্জ্য করে বা টুকিটাকি হাতসাফাই করে চলতাম। নেশার জন্যে। একদিন ন্যান্সি আমাকে বললো, "এই জীবন আর ভালো লাগছে না. চল থিতু হই। আমি তো এসএসসি পাশ। একটা রিসিপশনিস্টের কাজ তো পাব অন্তত। চেহারা যেহেতু ভালো। আর তুমিও টুকটাক ক্ষেপ মারা বাদ দিয়ে একটা পার্মানেন্ট জব খোঁজো"
কথাগুলো শুনে আমার এত খারাপ লেগেছিলো যে কী বলবো! ন্যান্সি এই কথা বলতেছে! আমি মাথা গরম করে বসলাম "বুচ্ছি, ইনডাইরেক্টলি আমাকে না করতেছো তো? তোমার পুসি গরম হইছে, আবার যত্রতত্র ভাড়া না খাটলে চলবে না। Once a whore, always a whore! bitch!"
ন্যান্সি হিস্টিরিয়াগ্রস্থের মত হাসতে লাগলো। কী সে হাসি! থামতেই চায় না।
"হোয়াট? হোয়াট নাও বিচ?"
সে জবাবে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কোকেইনটা আনপ্যাক করে স্নিফ করল গভীরভাবে। আমার দিকে বাড়িয়ে দিয়ে এলিয়ে পড়ল বিছানায়। তারপর মৃদু হাসতে লাগলো।
তখন আমি বুঝতে পারলাম যে সে জোক করছিলো। জীবনটাকে আমরা একটা কৌতুক হিসেবেই নিয়েছিলাম। জীবনে বেঁচে থাকতে অনেক কিছুরই প্রয়োজন হয়। কিন্তু আমরা জীবন বেছে নেই নি। তাই অন্যকিছু বেছে নেয়ার দরকারও পড়েনি। আমরা জীবনের সাথে ফ্লার্ট করতাম। শুনেছিলাম হেরোইন ওভারডোজ নিয়ে ঘুমাতে গেলে প্রতিটা র্যাপিড আই মুভমেন্টের সাথে শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, একসময় সেটা থেমে যায়। ন্যান্সিকে বলেছিলাম একদিন এই এক্সপেরিমেন্টটা করে দেখবো। সে খুব উৎসাহ দিয়েছিলো। ও বাজী ধরেছিলো আমি মারা যাবো। আমি বলেছিলাম, না। একদিন সত্যি সত্যি ওর সামনেই স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি হেরোইন নিয়ে বিশটা ই-পাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে দেখি যে আমি দিব্যি বেঁচে আছি। বাজীতে হেরে অবশ্য ন্যান্সিকে অখুশী মনে হয় নি। বরঙ আমাকে বাহবা দিলো "সত্যিকারের পুরুষ" বলে। তা নয়তো কী! আমার মত এরকম স্টোমাক কয়জনের আছে হু!
পেপার কাটিং
একদিন হেরোইনের রাঙতাটা খোলার সময় একটা হাস্যকর লেখা চোখে পড়ল। কোন এক শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকীয়।
"আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে সম্প্রতি নতুন এক ধরনের জীবনযাপন বেছে নিয়েছে তরুণ-তরুণীরা। তাদের বাবা-মার বিত্তের অভাব নেই। কিন্তু তারা সবকিছু ছেড়েছুড়ে একটা সম্পূর্ণ নিহিলিস্ট জীবন বেছে নিয়েছে। পারিবারিক মূল্যবোধ বলে সেখানে কিছু নেই। যথেচ্ছ যৌনাচার, সঙ্গীতের নামে অপসংস্কৃতির প্রসার, এবং নেশা হচ্ছে তাদের জীবনের অনুষঙ্গ। লিভিং টুগেদার এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জীবনকে নিয়ে কোন স্বপ্ন দেখে না তারা, কোন পরিকল্পনা নেই। শরীরে দিনের পর দিন বিষ ভরে নিজেকে নিঃশেষ করে দেয়া, যথেচ্ছ যৌনাচার কোথায় যাচ্ছে তরুণ সমাজ? আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে..."
এটুক পড়ে "ধুর বাল!" বলে আমি ফেলে দিলাম কাগজটা। শালারা এটা ২০৩০ সাল। নিউ ওয়েভ লাইফের তোরা কী বুঝবি? সারাজীবন ওই লেকচার মাইরাই জীবন কাটাইলা, জীবনের আসল মজা বুঝলা না। মর গিয়া!"
ন্যান্সিকেও পড়ে শুনালাম। আবার শুরু হল তার হিস্টিরিয়াগ্রস্থ হাসি। আজকে আমার ভালো লাগছিলো না।
"তুই থামবি?"
"হিহিহিহিহিহি! ক্যান না থামলে কী করবি?"
"খুন করে ফেলবো। চাকু ঢুকায়া দিবো পেটে।"
সে আরো হিহিহিহি করে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। ধ্বস্তাধ্বস্তি হল বেশ কিছুক্ষণ। আমার হাতে তখনও চাকুটা ধরা। ব্র্যান্ডির নেশায় চোখ লাল, এক্সট্যাসির প্রভাবে শরীরে ভায়োলেন্সের বারুদগুলো জ্বলছে...
I did it my wayyyyyy (জবানবন্দী)
হু! আমি ওর বয়ফ্রেন্ড। ওর কী হয়েছে?
-তুমি ওকে খুন করছ হারামজাদা। ছবি দেখো কত রক্ত বের হইছে।
-তাতে আপনার কী?
-আমার কী মানে!
প্রচন্ড এক থাপ্পড়ে আমার মাথা ঝিমঝিম করে উঠলো। কিন্তু গত কয়েকবছরের বিশ্বস্ত জাঙ্ক অভ্যস্ততায় ব্যথা বেদনা যৌনতা সবকিছুরই চেতনা নাশ পেয়েছে আমার। আর গতরাতে নিয়েছি অক্সিকোনটিন। ব্যথার বোধ এমনিতেও নাই।
-কেন খুন করছোস ওকে?
-আই ডিডনট মিন দ্যাট! আই থিনক শি উডন'ট অলসো। সো হোয়াই ইউ আর মেসিং আপ...
এরপরে প্রচন্ড এক আঘাতে আমার চেতনা নাশ পায়।
-আমার সাথে ইংরাজি চোদাস খানকির পোলা!
অজ্ঞান হবার আগে এটুকু শুনতে পাই। পুলিসগুলা সান অফ বিচ!
Coming back to life (পরিশিষ্ট)
গত দুই বছর ধরে জেলখানায় আছি। এইখানে অবশ্য ড্রাগসের অভাব নাই। সবই ম্যানেজ হয়ে যায়। ভালোই আছি। তবে ন্যান্সি আর আমার গিটারটাকে মাঝেমধ্যে মিস করি। আমি গিটার ভালো বাজাতে পারতাম না। কিন্তু একজোড়া মুগ্ধচোখ আমার দিকে তাকিয়ে থাকতো, যদিও পিনিকড অবস্থায়, তবে ওইটাই আমার বেশি পছন্দ ছিলো। কাল রাতে ন্যান্সি এসেছিলো। ওহ, এটা শুনে তো কিছু গিয়ানি থিওরি চোদাবে যে, হ্যালুসিনেশন না বালছাল। দূরে বহুদূরে গিয়া শাহাদৎ বরণ কর। যাই হোক, অনেক আদর করল আমাকে। আমি ওকে স্যরি বললাম ওই এ্যাক্সিডেন্ট টার জন্যে। সেটা শুনে আবারও ওর সেই হিস্টিরিয়াগ্রস্থ হাসি, থামবেই না! কত করে বলি যে এটা আমাদের ফ্ল্যাট না, এটা একটা কয়েদখানা। তা কী শুনবে! চলে যাবার সময় বলল "সি ইউ সুন"।
পরেরদিন থেকে হঠাৎ করে আমার সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করল কারারক্ষীরা। আমি কী খেতে চাই, আমার আর কী কী লাগবে ইত্যাদি। বুঝলাম আমার ডেথ সেন্টেন্স এ্যানাউন্স হয়ে গেছে। তবে তাদেরকে বুঝতে দিলাম না। জানিতো এগুলো ন্যান্সির চাল। একা একা থাকতে আর ভালো লাগছিলো না ওর। তাই আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করছে। এখানে ন্যান্সিই সব। ইশ্বর বা কারারক্ষী বা বিচারক বা মামলার প্যাঁচঘোচ কারো কোনকিচ্ছুরই ভূমিকা নেই।
ন্যান্সির কাছে যাওয়ার জন্যে আমি উত্তেজনামিশ্রিত আনন্দ নিয়ে অপেক্ষা করতে থাকি।
# গল্পটি Sid and Nancy চলচ্চিত্রটি অবলম্বনে লেখা।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫০
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা!
২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৪৭
ইকরাম উল্যাহ বলেছেন: প্রথম ভালো লাগা আমার
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইকরাম!
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫০
দেশী পোলা বলেছেন: কঠিন! জিনিয়াস! পিলাস!
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: কন কী! আমিতো এইটা লিখা টেনশনে ছিলাম। এক কার্গো প্লেন ভর্তি ধইন্যা!
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫১
ইকরাম উল্যাহ বলেছেন: হামা ভাই আপনি এই পোস্টে বলেছেন আমি নাকি ফেসবুক সংক্রান্ত সেই বিখ্যাত পোস্ট দিয়েছিলাম।
যা আসলে দিয়েছেন ব্লগার ইকরাম উল হক।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: আহেম! ভুলয়া গেসে গা। স্যরি। তবে উনার মত বিখ্যাত মানুষ কয়জন আছে এখন ব্লগে? কাইন্দেন্না
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫৭
মাহবু১৫৪ বলেছেন:
মাঝরাতে চরম এক কাহিনি পড়লাম।
৫ম ভাল লাগা
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:০৪
হাসান মাহবুব বলেছেন: আসলেই ভয়ংকর এক লাইফ। লন্ডনে ৭৬ সালে যা হৈতো ঢাকায় ২০৩০ সালে তা হবে না তার নিশ্চয়তা কী!
ধন্যবাদ!
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অসাধারণ লাগলো গল্পটা
+
তবে শুধু একটাই প্রত্যাশা আমাদের দেশের কোন তরুন তরুনীর অবস্থা যেন কখনো সিড আর ন্যান্সীর মত না হয়
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: আপনি সিড এ্যান্ড ন্যান্সি ছবিটা দেইখেন। স্টেজভুতেই পাবেন। আমি আজকে দ্বিতীয়বার দেখতে গিয়ে খুব অবাক হলাম, মানুষ এরকম ঘোরের মধ্যে জীবন কাটায় কীভাবে! সিনেমাটা কিন্তু সত্য কাহিনী অবলম্বনে। সেক্স পিস্তলস নামক ব্যান্ডের বেজিস্ট আর চিয়ারগার্লের প্রেমকাহিনী। মুভিতে অনেক বেশি ডিটেইলস আছে।
থ্যাংকস পড়ার জন্যে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫৮
চাটিকিয়াং রুমান বলেছেন: একা একা থাকতে আর ভালো লাগছিলো না ওর। তাই আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করছে। এখানে ন্যান্সিই সব। ইশ্বর বা কারারক্ষী বা বিচারক বা মামলার প্যাঁচঘোচ কারো কোন ভূমিকা নেই।
দারুণ!!
++++++
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রুমান!
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৫৯
ইকরাম উল্যাহ বলেছেন: গল্প ভাল লেগেছে।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:০৫
শফিক আসাদ বলেছেন: ভাই সিড অ্যান্ড ন্যান্সি দেখি নাই।
২০৩০ এর প্রেক্ষাপটে গল্পটাকে কেন পাঠালেন বুঝি নাই।
কিন্তু লেখাটা খুব ভালো লেগেছে, অনুভব করলাম। হ্যাটস অফ টু ইউ ভাই।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১১
হাসান মাহবুব বলেছেন: সিড আর ন্যান্সির কাহিনীটা লন্ডনের পটভূমিতে না লিখে ঢাকার পটভূমিতে লিখতে চেয়েছিলাম। আর ঢাকায় এখনকার প্রেক্ষিতে এরকম জীবনযাপন খুব রেয়ার। তবে আমাদের ডিজুস প্রজন্মের অবক্ষয়ের হার হিসাব নিকাশ করে মনে হল ২০৩০ এর দিকে এরকম একটা সোসাইটি তৈরী হৈতে পারে।
অনেক ধন্যবাদ পড়ার জন্যে!
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১০
আকাশ_পাগলা বলেছেন: কোবায়া দিসেন !!
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: থেংকু। আচ্ছা তোমার কী মনে হয় এরকম লাইফস্টাইল কী খুব নরমাল হয়ে যাবে একসময় ঢাকায়? ২০৩০ না দিয়া ২০ দিলেও মনে হয় পারতাম!
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১০
নেক্সাস বলেছেন: ভাল লাগলো।
কল্পবিলাসী স্বপ্ন :তবে শুধু একটাই প্রত্যাশা আমাদের দেশের কোন তরুন তরুনীর অবস্থা যেন কখনো সিড আর ন্যান্সীর মত না হয়
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আমারও একই প্রত্যাশা। মুভিটা দেখে খুব কষ্ট পাইছিলাম। মানুষ কেন এভাবে নিজেকে ধ্বংস করে!
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১১
বেঈমান আমি বলেছেন: এই মুভিটা আমার মিস হইয়া গেছে।কাল কে দেখবো সিউর।লেখাটা সেইরকম ভালো লাগছে।আশা করি অনেকের বদহজম হবে না।এই বিষয়ে আমার কিছু রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স আছে যা এইখানে শেয়ার করতে পারছিনা।ফেসবুকে শেয়ার করবো।একটা কথায় বলবো ওয়াওওওওওওওওওওওও
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১৭
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! ঘটনাগুলো বইলেন সময় করে। না হয় আলাদা পোস্টই দিয়া দেন। বাস্তবতা এড়িয়ে চলা তো ঠিক না! আমাদের জানতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাচ্ছে।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:১৮
বিতর্কিত বিতার্কিক বলেছেন:
এই গল্প পড়তে এসে আপনার পুরনো কিছু লেখাও পড়লাম ।
আপনার লেখার একটা নিজস্ব স্টাইল আছে যার সাথে আমার মতো ম্যাংগো পিপল বেশ অপরিচিত ।
আপনার লেখার সাবজেক্টগুলোও কিন্তু অন্যদের চেয়ে আলাদা ।
এই নতুন স্বাদের লেখার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো ।
আমার আগের কমেন্ট তা ডিলিট করে দেন প্লিজ ।
অসতর্ক অবস্থায় অর্ধসমাপ্ত থাকতে মন্তব্য প্রকাশ হয়েছে ।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: আমার লেখা পড়ার জন্যে অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। সাথে থাকুন, ধীরে ধীরে পরিচিত লাগবে লেখার প্যাটার্ন।
শুভভোর!
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪০
বেঈমান আমি বলেছেন: না তা সম্ভবনা কারন আমাদের এখনো সত্যকথা হজম করতে সমস্যা হয়।আমরা রিয়ালিটি হজম করতে চাইনা রিয়ালিটি হজম করতে পারি না।আমরা আসলে বেচেঁ আছি এমন এক দেশে যেখানে সাদা কে সাদা বলা যায়না আর কালো কে কালো বলা যায়না।এই ভন্ডামি টা আমাদের সবার মাঝে আছে।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: রিয়ালিটিকে এড়িয়ে চলে নিশ্চিন্ত মনে বসে থাকাটা একটা বিরাট ভুল। সমাজে খুব দ্রুত পরিবর্তন আসছে। জানি না আর দশ বছর পর কী অবস্থা হবে!
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৭
নাম পাইনাই বলেছেন: জব্বর বাচা বেচে গিয়েছি না হলে ভবিষ্যতে আমারও এমন অবস্থা হতে পারত। আল্লাহ ঠিক সময়ে হিদায়াত দিয়ে দিয়েছেন আর আমি কোটি পাপ করা থেকে বাঁচলাম
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: আবার ফিরা যায়েন্না ওই পথে! এক কদমও আগাবেন না। হ্যান্ডস আপ!
শুভকামনা রইলো।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৫:২৬
নার্ডী বয় বলেছেন: থাম্বস আপ
চমৎকারভাবে তুলে ধরেছেন মুভিটাকে।মন্তব্যগুলো পড়ে আমার মধ্যেও এক ধরণের তিক্ততা ছড়িয়ে পড়ল।ভাবছি....কে নেই ঘোরের মধ্যে?রহস্যজনক কে?কোথায় ছিলাম-যাবো কোথায়,কে জানে? অবক্ষয়! হাহ্.....
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৫:৩৮
হাসান মাহবুব বলেছেন: আপনার মধ্যে এতগুলো প্রশ্ন জাগাতে পেরেছে গল্পটি জেনে ভালো লাগলো। উত্তরগুলো নাহয় এড়িয়েই যাই! জবাব দিতে কিছুটা কুন্ঠাবোধ হচ্ছে!
ভালো থাকবেন।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:০০
কেএসরথি বলেছেন: ১৯৭৮ সালের ঐ রাতে যখন ন্যান্সি খুন হয়, সেই সাথে $১৮,০০০ ভর্তি একটা ব্যাগ গায়েব হয়ে যায়। সিড কখনও বলতে পারেনি ঐ টাকা কই গেল, আর পুলিশও মাথা ঘামায়নি, কারন তাদের সামনেই সিড ছিল, যাকে এই খুনের জন্য গ্রেপ্তার করা যাচ্ছিল। কিন্তু ঐ রাতে নেশার মাঝে অন্য কেউ যদি ছুরি মেরে, টাকা নিয়ে ভাগে তাও তারা ঠিক করে কিছু বলতে পারত না।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:০৮
হাসান মাহবুব বলেছেন: ন্যান্সির খুনের ব্যাপারটা এখনও অস্পষ্ট। তবে সিড এর মৃত্যুটা খুব করুণ ছিলো। ঘুমের মধ্যে। হেরোইন ওভারডোজে। সিড ঐ সময়ের পাঙ্ক মুভমেন্টের বিশাল একজন আইকন ছিলো। কিন্তু সে ছিলো মেরিটলেস। তার জনপ্রিয়তার মূল কারণ ছিলো তার রিয়্যাল পাংক এ্যাটিচুড। সে কোন কিছুকেই কেয়ার করতো না। নিজে যা মনে হইতো করতো। দ্যাটজ দ্যা রিয়্যাল পাংক ফিলোসফি!
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:২৩
অধরা নীল বলেছেন: অসাধারন লাগলো হামা ভাই.........
লেখাটায় অসংখ্য ভালো লাগা........মুভিটা দেখা তো আবশ্যক মনে হচ্ছে........
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:২৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। মুভিটা দেখে ফেলেন। ভালো লাগবে আশা করি। সত্তরের দশকের পাঙ্কদের জীবনযাপন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:৩৩
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সেইরকম লাগল। তবে এই দুই লাইন নিয়া আপত্তি আছে,
এখন হবে রক কনসার্ট
বন্ধ কর বিতোভেন আর মোৎসার্ট
মিউজিক কিন্তু যন্ত্রে হয় না, মিউজিক হয় টোনে। মোৎসার্টরে বেইজে উঠাইলে কিন্তু সেইরকম লাগে!! আলা তুর্কা পিয়ানোতে যেভাবে কম্পন তুলবে, গীটারেও সেইরকম কম্পন তুলবে।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: যেই লাইনটা নিয়া আপত্তি করলা ঐটা তো আমার লেখা না! আমি গল্পের চরিত্রকে দিয়া লেখাইসি যেরকমটা তার লেখার কথা। সে জাস্ট মোৎসার্ট-বিতোভেন থামানোর কথা কইসে। গালাগালি করলেও কিছু করার থাকতো না! তোমার দেয়া মিউজিকটা শুনতেসি। চরম! ইউনিক জিনিস। থ্যাংকস!
২০| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৭:৩৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ঠিকই আছে ছেড়ায় হুদাই তো আর মেরিটলেস হয় নাই। আপনারে আমার আরেকটা প্রিয় মিউজিক দিলাম। তিনশ বছরের বেশী পুরাতন এই মিউজিকটা। ক্যানন কোম্পানির একটা ক্যামেরা আছে ক্যানন ডি। এই মিউজিকটাও হইল ক্যানন ডি (ডি মেজরে)। রক ভার্সান করার পর যেইরকম দাড়ায়ঃ
ভিডিওটা একটা জাগুয়ারের বাচ্চার। বাচ্চাটারে আমার খুব সুন্দর লাগে। ইসাবেলা নাম।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: কঠিন গিটার বাজাইসে। তিনশ বছরের পুরান কোন মিউজিকরে মডিফাই করা হৈসে বিশ্বাস করা কষ্টকর। আর বাঘের বাচ্চাটারে পুষতে ইচ্ছা করতাসে!
২১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৭:৪২
জালিস মাহমুদ বলেছেন: বেশ
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
২২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৭:৪৪
মেঘের দেশে বলেছেন: ভালো লাগলো বস। আর লন্ডনে থাইকা এখনই দেখি আপ্নের দেখা ২০৩০ সালের চিত্র।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! লন্ডনের জিনিস লন্ডনেই থাকুক আমাদের দেশে যেন না আসে!
২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৭:৪৭
শায়মা বলেছেন: মুভ্যিটা দেখিনি কিনতউ লেখাটাই অনেক অনেক সুন্দর আর দুঃখ আর কষ্টের!!!
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
হাসান মাহবুব বলেছেন: কিন্তু তাদের মধ্যে তো দুঃখ কষ্টের অনুভূতিই বিলীন হয়ে যায় ধীরে ধীরে শায়মান্টি বেইবি!
২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৭:৫২
মুখচোরা বলেছেন: এরকম লেখা, এরকম সমাজ গড়া তরান্বিত করতে একশ্রেণীর তরুন তরুনিকে উৎসাহিত করবে কেবল, প্রতিরোধে কোন ভুমিকা রাখবে বলে মনে হয় না।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯
হাসান মাহবুব বলেছেন: কই এরকম উৎসাহী কাউরে তো দেখলাম না এ পর্যন্ত! যারা হওয়ার এম্নেই হবে।
২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৭:৫৫
জালিস মাহমুদ বলেছেন: মুভিটা না দেখলে এখানে সরাসরি দেখুন................................................
Sid and Nancy (1986)
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৩
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস। আশা করি সবার কাজে লাগবে।
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:১৮
ফাইরুজ বলেছেন: গল্পটা পড়ার সময় মনে হচ্ছিল চোখের সামনে ঘটনাগুলো স্পস্ট দেখতে পেলাম, প্রচন্ড ভয়ও পেয়েছি। এরকম যুগ যেন দেখতে না হয়।
খুব সুন্দর লিখেছেন।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ফাইরুজ।
এরকম যুগ যেন দেখতে না হয়।
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:২১
মেহদী১০ বলেছেন: ফাটাফাটি । আমি পুরাই পরলাম এক নিশ্বাষে । জটিল জটিল । ++++ ।
তবে কেউই আমরা এমন জীবন চাই না ।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, আমরা কখনই এরকম চাই না।
২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৩
হোরাস্ বলেছেন: অনেকদিন পর এসে হামা'র লেখা দেখে বুঝলাম আরেকটা প্যারানয়েড গল্প পাইতে যাইতেছি।
আশা পূর্ন হইছে।
গল্পটা আরো অনেক বড় হইলে মনে হয় আরো বেশী ভালো হইত।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: গল্পটা আরেকটু এডিট/এক্সটেন্ড করতেও পারি হয়তো। অনেকদিন পর আমার লেখা পড়লেন, ভালো লাগলো হোরাস।
২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৬
অণুজীব বলেছেন: ভালো লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৯
জুন বলেছেন: প্রিয় গায়ক রড স্টুয়ার্ট আর মিক জ্যাগারের গাজা খাবার কথা শুনলেই মনটা খারাপ হয়ে যেত। আর এসব রক আর মেটাল দের এই ধরণের জীবনযাত্রা কেমন যেনো ভয়ংকর আদিম আর ধ্বংসাত্বক ।
মনে হয় নিজেকে নিজে শেষ করে দেয়ার এক প্রতিযোগীতায় লিপ্ত।
বরাবরের মতই মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করা গল্প হাসান।
+
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১০
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, অনেক রক তারকাই কম বয়সে মারা গেছে ড্রাগ এ্যাডিকশনের কারণে। ন্যান্সির প্রেমিক সিড মারা গিয়েছিলো মাত্র ২২ বছর বয়সে। আমার প্রিয় কার্ট কোবেইন...আরো অনেকেই।
পাঠের জন্যে ধন্যবাদ জুন।
৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:৫০
ছাইরাছ হেলাল বলেছেন:
সেপ্টেম্বর,২০০৯ এর পর এই প্রথম এক মাসে একটি
লেখা দিলেন ।আমি ভাল না বুঝতে পারলেও আপনার
লেখার অপেক্ষায় থাকি ।এ লেখাটিও সময় নিয়েই পড়লাম ।
ছবিটি দেখার ইচ্ছে আছে।সময় পেলেই দেখব ।এরকম লেখা
আপনি আগে লিখেছেন কীনা মনে করতে পারছি না।যদি সম্ভব হয়
তাহলে লিংক চাই।আরও একটু পড়ার চেষ্টা করব।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: না, এরকম বিষয়বস্তু নিয়ে আগে লিখিনি। তবে ড্রাগস নিয়ে একটা লেখা আছে, সেটার প্রেজেন্টেশনের সাথে এটার বিস্তর তফাৎ।
৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৬
জিসান শা ইকরাম বলেছেন:
এক কথায় বলতে গেলে বলা উচিৎ দারুন বা অসাধারন । এর থেকেও ভালো ভালো কোন শব্দ কি আছে , যা দিয়ে লেখাটা আমার কাছে কেমন লেগেছে বুঝানো যায় ?
আমি এমন গল্প দেখেছি- কিন্তু সংগত কারনে , তা বলা যাচ্ছে না। শুধু এটুকু বলি- অল্প কিছুটা পড়ার পরেই বুঝতে থাকি- এ ঘটনা আমি যেন কোথায় দেখেছি।
লেখাটা হোক কোন মুভীর ছায়াবলম্বনে লেখা , তারপরেও এটা লেখকের অনেক বড় গুন - যে উনি যে আমাদের একটি জেনারেশনকে বেশ ভালো ভাবেই চিনিয়ে দিতে পেরেছেন। এমন পারফেক্ট ভাবে চিনিয়ে দেয়া সম্ভব কেবল হাসান মাহবুব এর পক্ষেই।
অনেক অনেক ভালো লাগা সহ শুভকামনা আমার প্রিয় ব্লগারের জন্য.....
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৩
হাসান মাহবুব বলেছেন: মুভিটি আমার ভেতর গভীর একটা ছাপ ফেলেছিলো জিসান ভাই। প্রথমবার দেখে তেমন ভালো লাগে নাই। কিন্টু কালকে দেখতে গিয়ে এটার অন্তর্গত 'হরর' অনুভব করে শিউরে উঠলাম।
শুভসন্ধ্যা!
৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৯:১০
মামুন হতভাগা বলেছেন: সেক্স পিস্তলস ব্যান্ডটি অনেক কারনেই আলোচিত/ সমালোচিত,গানের জগতে যে কয়েকটি গান নিয়ে সারা দুনিয়ায় সমালোচনা বয়ে গেছে,তার মধ্যে সেক্স পিস্তলস এর একটি গান তার অন্যতম।সেসব গান নিয়ে একটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে।
আর গল্পটার ব্যাপারে বলব,জাস্ট রকস।
অনেক অনেক প্লাসিত
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৫
হাসান মাহবুব বলেছেন: সেক্স পিস্তল নিয়ে পোস্ট দিলে খুব খুশি হব। ওদের নিয়ে আমারও লেখার ইচ্ছে ছিলো। আপনি আমার কাজটা কমিয়ে দিলে ভালোই হয়। সেক্স পিস্তলসের ছবি অনেকদিন প্রোফাইল পিকচার বানিয়ে রেখেছিলাম।
গল্পটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ!
৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৯:১৫
গোধূলী বেলায়.. বলেছেন: প্রথম দিকে এক ফ্লেভার,শেষের দিকে আরেক ফ্লেভার...
অসাধারন লাগছে..
থাম্বসআপ
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৯:১৭
শামীম শরীফ সুষম বলেছেন: হ্যাটস্ অফ
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুষম!
৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৭
সুইট টর্চার বলেছেন: ভাল লেগেছে, একটা অন্য রকম লেখা পড়লাম।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৯
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! আপনার নিকটা পছন্দ হৈছে।
৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৭
সোমহেপি বলেছেন: আমার ভাল লাগছে
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:২০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হাসি সহ ভালো লাগা বুঝিয়া পাইলাম। আপনারে দেখি না ক্যান?
৩৮| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৯:৫৬
রাত্রি২০১০ বলেছেন:
ভালবাসা অবক্ষয়কে রুখে দেবে----সব বদলে গেলেও মানুষের জন্য মানুষের আকূতি বদলাবে না---
গল্প দারুন!
ভাল থাকুন।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:২১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাত্রি, সুন্দর আশাবাদের জন্যে।
সুন্দর থাকুন।
৩৯| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ১০:০৩
চশমখোর বলেছেন: সকালে মেজাজ গরম করে ঘুম থেকে উঠে মাথা নষ্ট একটা লেখা পড়লাম। একটু বেশি জোস লিখছেন।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:২১
হাসান মাহবুব বলেছেন: লজ্জা পাইলাম!
৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ১০:০৫
চশমখোর বলেছেন: তবে ২০৩০ সালের জায়গায় ২০১১ বললেও বিশ্বাস করতাম।
দেশ অনেক এগিয়ে গেছে। :-<
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:২২
হাসান মাহবুব বলেছেন: ২০১১ কৈলেও বিশ্বাস করতা? আমার আসলে ঐরকম কারো সাথে পরিচয় নাই। না থাইকা ভালোই হৈছে!
৪১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ১০:০৭
ব্রেথ অব ফেট বলেছেন: অসাধারণ গল্প..
তবে আমি যে ২০৩০ কে এই ২০১১-তেই দেখতে পাচ্ছি..!! আমরা এখন সময়ের বয়সন্ধিতে..
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
হাসান মাহবুব বলেছেন: পরপর দুইজন এক আশঙ্কা ব্যক্ত করল। চিন্তার বিষয়!
৪২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ১১:১৬
আকাশ_পাগলা বলেছেন: লেখক বলেছেন: থেংকু। আচ্ছা তোমার কী মনে হয় এরকম লাইফস্টাইল কী খুব নরমাল হয়ে যাবে একসময় ঢাকায়? ২০৩০ না দিয়া ২০ দিলেও মনে হয় পারতাম
প্রচলিত একজিনিস আর নরমাল আরেক জিনিস। আমি মনে করি, ব্যাপারটা অপ্রচলিত হলেও এখনই যথেষ্ট নরমাল। ড্রাগসের ব্যাপারটা ত আগে থেকেই ছিল, আর এখন অহরহ পার্টনার চেঞ্জ করে লিভিং টুগেদার আসলে কোন ব্যাপারই না। সত্যি কথা বলতে, এটা হতই। কারণ ঢাকাতে যত ছাত্র পড়ে তার প্রচুর বাইরে থেকে আসা। ভার্সিটি কোচিং করতে আসছে, সেখানে প্রেম করছে। ছেলে মেয়ে দুজনেরই বাবা মা ঢাকার বাইরে। ঢাকায় এক মেসে/হোস্টেলে থাকে।
ভার্সিটিতে পড়ে ২ দিন পর চোখ ফুটল। এখন ছেলেটা জোর করে মেয়েটাকে রাজি করালো। হোস্টেলে সিট আছে, একই সাথে আলাদা ফ্ল্যাটে ছেলেটার সাথে থাকে। সাধারণত ছেলেটা প্রাইভেট আর মেয়েটা পাবলিক ইউনির হয়। কারণ প্রাইভেটে পড়ার জন্য এত দূর থেকে মেয়েকে পাঠায় কম। কিন্তু পাবলিকে চান্স পেলে পড়াশোনার খাতিরে ঠিকই পাঠায়। আর ছেলেটা ত এর আগে প্রেম করে ডুবলই। ও আর চান্স পাবে ক্যাম্নে !!!
কয়দিন পর যা হয়। মেয়ের বাবা মা দূরে থাকে বলে ভয় বেশি। এক বছরেই বিয়ে দিয়ে দেয়। বাসাতে বলার মত অবস্থা নাই কারোরই।নইলে ব্রেক আপ ত আছেই।
এই ঘটনা আপনি কোনভাবেই এড়াতে পারবেন না। যেই স্টেপই নেন, এটা ঘটবেই।যেই ধর্মের আর যেই দেশেরই হোক।কারণ যখন এরা প্রেম করে একসাথে থাকে, কারোরই মনে হয়না যে এটা খারাপ। সবাই মনে করে যে আজীবন এমনই থাকবে !!
আর খুব প্রোফাইলড ফ্যামিলি যারা ইচ্ছামত ফানের জন্য চলে, তাদেরটা ত এক্সেপশান। সেটা প্রচলিত/নরমাল কোনটাই না।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৯
হাসান মাহবুব বলেছেন: খুব প্রোফাইলড ফ্যামিলি যারা ইচ্ছামতন ফানের জন্যে চলে, তারা জাতে মাতাল হৈলেও তালে ঠিক। কিছুদিন পিনিক টিনিক কৈরা তার্পর বাপের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুইকা যায়। কিন্তু এখনও এরকম সোসাইটি তৈরী হয়নাই যারা বিত্ত বৈভব সব ছুড়ে ফেলে দিয়ে গণহারে গণফ্ল্যাটে থাকবে, গণসেক্স, গণনেশা করবে। তারপর কাপল কাপল কৈরা আলাদা হৈয়া নিঃসঙ্গ ফ্ল্যাটে সেল্ফ ডেসট্রাকশন প্রসেস চালাইতেই থাকবে। এরকম মনে হয় না খুব সহসা হবে।
৪৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩
রাগ ইমন বলেছেন: আপনার গল্প গুলো খুব চমৎকার হয়। এইটা ছায়া অবলম্বনে হইলেও চটকদার তো বটেই। শক ভ্যালুও দারুন। এক নাগাড়ে পড়ে যাওয়া যায়। টান টান উত্তেজনা। বেশ লাগলো।
শুধু দুটো সমালোচনা।
১। অনেক দিন পর পর গল্প দেন। (ভালো কিছুর জন্য অপেক্ষা করতে আপত্তি নেই)
২। এই গল্পের কোথাও কোথাও নায়কের ভাষা একটু খাপ ছাড়া হয়ে গেছে। গল্পের নায়ক একবার বাংলিশ বলছে, একবার আঞ্চলিক বাংলা বলছে (দিতাছিলো না) আবার সেই ছেলেই যদি ধীরে ধীরে, দৃশ্য, নৈরাজ্যময় -ধরনের শব্দ ব্যবহার করে - তখন বেশ বেখাপ্পা লাগে কিন্তু! যেহেতু এইটা আত্মকথন, বর্ননায় ব্যবহৃত ভাষায় ধারাবাহিকতা থাকা উচিত ছিলো।
আর, শেষ কথা, সময়টা ২০৩০ হওয়ার দরকার ছিলো না। ২০ বছর আগের বাংলাদেশেও বেশ মানিয়ে যেত।
গল্পটা পড়ে একটা নাড়া খেলাম। ছবিটা দেখার আগ্রহ হচ্ছে বেশ।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইমন। ব্যস্ততা আমাকে দেয় না অবসর! এই ছুটিতে বেশ কিছু লেখালেখির ইচ্ছা আছে।
গল্পের নায়কের ভাষার ক্ষেত্রে আমি প্রতিটা সেকশনের আলাদা নামকরণ করে দিয়েছি ভাষাবিষয়ক বিচ্যুতিটা অর্থবহ করার জন্যে। যেমন প্রথম অধ্যায়ে (স্বগতোক্তি) সে নিজের মত করে যা ইচ্ছা ভাবসে। পরের অধ্যায়ে (ডায়েরি) লেখার সময় শূদ্ধ করে লিখেছে। আর সেতো শূদ্ধ ভাষা এবং কিছু জটিল শব্দ জানে তার প্রমাণ ন্যান্সিকে শোনানো তার লিরিকটা। 'পেপার কাটিং' অংশে তাদের কথোপকথন যেরকম হবার কথা সেরকমই দিয়েছি। আর শেষের অধ্যায়টা পুরোপুরি শুদ্ধ ভাষায় লিখেছি, বিষয়টাকে বিষাদ উপযোগী করার জন্যে।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৫
আলকাতরা বলেছেন: ওসাম! পিলাচ
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩১
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস আলকাতরা!
৪৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৭
আকাশ_পাগলা বলেছেন: @রাগ ইমন
কিছু মনে করবেন না। কিন্তু একটু পাকনামি করে লেখকের আগে আমি কিছু বলতে চাই।
বাংলিশ আর খাঁটি আঞ্চলিক ভাষা ব্যবহার করাটাই আসলে বেশি প্রচলিত, ব্যক্তিগত অভিজ্ঞতা যা বলে। কারণটা বলছি।
যুদ্ধ পরবর্তী সময়ে অনেক সাধারণ পরিবার চট করে বড়লোক হয় যায়। যার মাঝে পুরুষটা অনেক জায়গায় চলে ভাষা শুদ্ধ করে ফেলে কিন্তু ঘরের কর্ত্রীর ভাষাটা আঞ্চলিকই থেকে যায়। ২০৩০ সালে এই যুক্তি টিকে না, কিন্তু গ্রামের অশিক্ষিত পরিবার পলিটিক্স করে চেয়ারম্যান, সেখান থেকে মেইনস্ট্রিম রাজনীতি সেখান থেকে টেক্সটাইল মিলের মালিক হয়ে ধুম করে পশ ফ্যামিলি হয়ে গেল -- এটা যে কোন সময়ের জন্যেই সত্যি।
ঢাকার খুব বড়লোকরা বা উঠতি বড়লোকরা কম বয়েসী কচি(!!!!) মেয়ে বিয়ে করে আনে, এমনটাও কিন্তু খুব দেখা যায়। অনেক সময়েই মেয়েটা অশিক্ষিত থাকে, পড়াশোনা ছেড়ে দেয়।
ছেলে ছোট থেকেই ইংলিশ মিডিয়াম থাকায়, সত্যিকার বাংলা সে গল্পের বই ছাড়া কোথাও পায় না। তাই মুখের ভাষা হিসেবে বাংলিশ আর আঞ্চলিকের মিশ্রণ খুবই স্বাভাবিক। আর একটু চিন্তা করে বলতে গেলে তার মাঝে গল্পের বই এর কঠিন বাংলা গুলো এসে যায়।
তাই এমন অনেক দেখি যে ধুম ইংরেজি বলে আর বাংলা মানে একদম খাঁটি আঞ্চলিক ভাষা। হয়ত হামা ভাই এর পরিচিত কিছু মানুষও এভাবে কথা বলে। তাই ডায়লগ লেখার সময় উনার কাছে বেখাপ্পা লাগে নি।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪
হাসান মাহবুব বলেছেন: http://tinyurl.com/3zhlduh
এইটা পইড়া দ্যাখো। আমি তো রয়া সয়া মিক্সআপ কর্সি। এইখানে পুরাই ঢাইলা দিসে!
৪৬| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: আধুনিক নয় শুধু, অত্যাধুনিক সমাজব্যাবস্থার সুদূর প্রসারী প্রভাব।
০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
হাসান মাহবুব বলেছেন: হু! সভ্য হওয়ার ঝক্কি কম না!
৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬
দূর্যোধন বলেছেন: প্রথমেই যাঝা !!
তারপর একটা জিজ্ঞাসা,''হেরোইন আর ইপাম' ওভারডোজে স্টমাকের সাথে কি রিলেশন ??
তারপর একটা অনুযোগ,এই লেখাটা আর একটু বড় হৈলে মনে হয় আরো ভালো লাগতো।প্রথমবারের মত হামা'র কোনো লেখা আরো বড় চাইলাম
তারপর একটা আফসোস..... কার্ট কোবেইন !!
সবশেষে একটা খবর জানাই। এমান্ডা নক্স কেইসটা শুনছেন ? খুবই কমপ্লিকেটেড একটা কেইস।গুগল করেন। এফিং ইন্টারেস্টিং।
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫
হাসান মাহবুব বলেছেন: প্রথমেই ধইন্যা!
স্টমাক শব্দটার বিবিধ ইউজ আছে। যেমন ধরেন, কেউ যদি খুব ডিসগাস্টিং, রক্তাক্ত জিনিস, হরর খুব নির্বিকারভাবে দেখতে পারে তাহলে তাকে স্ট্রং স্টোমাক বলা হয়। এইখানে রিয়াল লাইফ হররকে তাচ্ছিল্য করাটারে স্ট্রং স্টোমাক কৈসি
লেখাটা আরো একটু বড় করতেও পারি। এডিট করলে জানাবো আপনাকে।
কার্ট কোবেইন! (দীর্ঘশ্বাস!)
এমান্ডা নক্স গুগলিং কৈরা দেখতাসি।
৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০
গাজী খায়রুল হাসান বলেছেন: ভাই প্রথমে পড়তে গিয়ে এক রকম ভেবেছিলাম কিন্তু শেষটায় এসে অন্যরকম।কখন পড়ে শেষ করে মন্তব্য পড়া শুরু করেছি বুঝতেই পারি নি।লেখক বুঝি এরেই বলে।পাঠককে চমৎকার ভাবে আপনার লেখায় ধরে রাখার ক্ষমতা আপনার আছে।আমি অভিভূত।ভালো লাগলো এবং ভালো থাকবেন।শুভ কামনা।
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪২
হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।
৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২
শশী হিমু বলেছেন: তাইতে ঘুমায়া গেছিলাম, আর আইজ সারাদিন সামুতে ঢুকতে পারিনাই, দেরি হয়া গেল.।
গল্প হইছে চরম, আসলেই উরাক্তারাক প্রেক্ষাপট!
পিলাচ!
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
হাসান মাহবুব বলেছেন: উরাক্তারাক ধইন্যা!
৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
লেডি বার্ড বলেছেন: তুসি গ্রেট হো বস!!
জটিল হইছে লেখাটা। সেকশন কইরা দেয়াতে আরো ভালা লাগছে।
চলচ্চিত্রখানা দেখার ইচ্ছা আছে।
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
হাসান মাহবুব বলেছেন: থেংকু ভালো পোকা। সিনেমাটাও ভালো লাগবে আশা করি। শুভসন্ধ্যা!
৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫১
রাজসোহান বলেছেন: কোপা শামসু ভাই, দুর্দান্ত!
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৮
হাসান মাহবুব বলেছেন: গল্প লিখলাম আমি আর ক্রেডিট পাইলো শামসু! তীব্র ধিক্কার!
৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
আরিশ ময়ুখ বলেছেন: আপনার পুরোনো লেখার ফ্লেভারের সাথে মিল পেলাম। অনেক চেষ্টার পর একটা মন্তব্য করেছিলাম। এসে দেখি পোস্ট হয় নাই। আবার দিলাম, এইটা পোস্ট হবে নাকি জানি না।
এন্ড ইটস এ হামা ক্লাসিক।
তবে নামটা ভাল্লাগে নাই।
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস রিশাদ! গল্প এবং শিরোনাম যথাসাধ্য সিম্পল রাখার একটা প্রয়াস ছিলো।
৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
ফয়সাল তূর্য বলেছেন: জোস লিখেছেন বস!
++++++++
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল। শুভসন্ধ্যা!
৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯
রাজসোহান বলেছেন: ভচ, আপনেই কোপা শামসু
০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১
হাসান মাহবুব বলেছেন: অ আইচ্ছা! তাইলে ঠিকাছে
৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
বুমবুম বলেছেন: বস সেইরকম হৈছে
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৮:৪৭
হাসান মাহবুব বলেছেন: থেংকু
৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৮:৩৫
সানজিদা হোসেন বলেছেন: খুব খুব খুব ভাল।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৮:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ!
৫৭| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৮:৫২
সুপান্থ সুরাহী বলেছেন:
দৃর্দান্ত সুন্দর এবং গতিময়...
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৪৪
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস সুপান্থ! শুভরাত্রি।
৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:০৩
সুদীপ্ত কর বলেছেন: হুমম, এমন হইতে দেরী নাই আর।
গল্প চরম হইসে বস। একটানে পড়লাম। +
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: সম্ভবত। আমার ব্লগে স্বাগতম সুদীপ্ত। ধন্যবাদ পড়ার জন্যে।
৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:২৫
সহ্চর বলেছেন:
দুর্দান্ত।
+
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! স্বাগতম আমার ব্লগে।
৬০| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৫০
মাহমুদা সোনিয়া বলেছেন: বাপ্রে !! হার্ড কোর গল্প !! জয়তু হামা !!
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১০:১০
হাসান মাহবুব বলেছেন: হার্ডকোর হামা
৬১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১০:২৮
জলমেঘ বলেছেন: ভালোই লাগলো
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস জলমেঘ!
৬২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫
পাগলমন২০১১ বলেছেন: কঠিন লিখেছ হামা ভাই।++++++++++++++
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১১:১৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৬৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১১:৩৮
হিবিজিবি বলেছেন: আপনি কি Sid and Nancy ফিল্মের রিভিউ দিলেন না ওটার আঙ্গিকে নিজের মতো করে লিখছেন?
গল্পটা বাংলাদেশের ভবিষ্যত সমাজ ব্যবস্থার অগ্রীম প্রতিচ্ছবি!! গল্পে গতি আছে তাই পড়ার সময় ধৈর্য্য চ্যুতি হয়না।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১১:৪৩
হাসান মাহবুব বলেছেন: নাহ রিভিউ হতে যাবে কেন! ওটা অবলম্বনে গল্প লিখলাম।
৬৪| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৯
নস্টালজিক বলেছেন: জোশ!
স্পিডি গঞ্জালেস!
০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৯
হাসান মাহবুব বলেছেন: ইট ওয়াজ কোল্ড নাইট ইন ঢাকা সিটি থেংকু বাডি!
৬৫| ০৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:০০
নষ্ট কবি বলেছেন: আমি পুরো মুভি নিয়ে গল্প লিখিনা
কিছু একটা সিন যেটা ডিরেক্টর হয়ত মেকিং এর সময় ভাবেই নি সেটা নিয়ে মাঝে মাঝে লিখে ফেলি একটা পেছনের কাহিনী
আপনার টা অনেক ভাল লাগল
জানেন আমার জীবনে প্রথম লেখা একটা গল্প- আমার প্রথম লেখাটা কে আমি কাঊকেই পড়তে দেইনি- সেটা একটা বিদেশী গল্পের ছায়া হয়ে গেছিল কাক্তালীয় ভাবে
একদিন আপনাকে শোনাবো
০৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: শুধু আমাকে কেন! সব ব্লগারই শুনতে চায় আপনার গল্প। ভালো থাকবেন।
৬৬| ০৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৩
মুনসী১৬১২ বলেছেন: আসলেই ভাবায় নিয়ত
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২১
হাসান মাহবুব বলেছেন: হু ভাবার বিষয়। ধন্যবাদ পড়ার জন্যে!
৬৭| ০৫ ই নভেম্বর, ২০১১ ভোর ৫:৩৮
কামরুল হাসান শািহ বলেছেন: গল্প ভাল লেগেছে
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শাহি!
৬৮| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:১৩
স্তব্ধতা' বলেছেন: লা স্ট্রাডা অনলাইন স্ট্রীম
গাঁজার রাঙতা হয়না, গাঁজার হয় পুরিয়া, রাঙতা হয় হেরোইনের। দুটোর মধ্যে প্রি-ইন্ডাষ্ট্রিয়াল আর পোষ্ট-ইন্ডাষ্ট্রিয়ালাইজেশনের বিরোধ আছে।
। রাঙতায় আগুন দিলেও পোড়েনা। ওতে পোড়ানো হয়।আসলে ও পোড়ায়, আগুনটা শুধু মাধ্যম। এটা ক্যামেক্যাল আরবানাইজেশনের বিষ। যে আরবানাইজেশনের বিষে পুড়ছে আপনার গল্পের চরিত্ররা।+++
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৬
হাসান মাহবুব বলেছেন: আহ! অনেক ধন্যবাদ লা স্ট্রাদার লিংকের জন্যে।
এখন গল্পে যে ভুলটা ধরায় দিলেন ঐটা দুইভাবে সংশোধন করা যায়। গাঁজার পুরিয়া লিখে অথবা হেরোইনের রাঙতা লিখে। দ্বিতীয়টাই করব ভাবতেছি। অনেক ধন্যবাদ আবারও!
৬৯| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:২৮
নাআমি বলেছেন: Sid and Nancy ছাড়াও চমৎকার আর একটা ম্যুভি দেখেছিলাম বেশ কিছুদিন আগে এই টাইপের, সেটার নাম মনে করবার চেস্টা করছি সকাল থেকে কিন্তু কিছুতেই মনে হচ্ছেনা, মনে হলে জানাব পরে, "ড্রাগ এডিক্ট দের ক্ষপ্পরে পড়া এক কিশোরীকে যেভাবে তার বাবা উদ্ধার করেন" .....
শক্তিশালী এক লেখা উপস্থাপনের জন্য ধন্যবাদ, যা কিনা আগত দিনের সম্ভাবনাময় ভয়াবহ বাস্তবের ইন্গিত দিচ্ছে, আসলে শুধু বাংলাদেশেই না, এ আতন্কের সম্ভাবনা বিশ্বব্যাপি !! আর কোন কোন ক্ষেত্রে অনেক যায়গায় তো এমনটি দেখাই যাচ্ছে ....
দারুন রকম সচেতনতা মূলক পোস্ট !! প্রচ্ছদটা আর একটু অন্যরকম হলে মনে হয় আরও ভাল লাগতো, যেমন, ড্রাগ বিষয়ক+ জেলখানা'র ছবি ইত্যাদি।
প্রার্থনা করি, কোন তরুন তরুনীর অবস্থা যেন কখনো সিড আর ন্যান্সীর মত না হয় .......
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: দেখিনি মুভিটা। তবে ড্রাগস নিয়ে নির্মিত সবচেয়ে ভয়ংকর দুটো ছবি হল, রিকুয়্যেম ফর আ ড্রিম এবং ট্রেইনস্পটিং। এই দুইটা দেইখেন দেখা না থাকলে।
ছবিটা ওরকম দিলাম কারণ আমি সবার ওপরে ওই দুজনের ভালোবাসাটাকেই হাইলাইট করতে চেয়েছি।
অনেক ধন্যবাদ পড়ার জন্যে। জন্মদিন ভালো কেটেছে আশা করি।
৭০| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৩
শিরীষ বলেছেন:
নিয়ন্ত্রণ বড় জরুরী একটা ব্যাপার। ড্রাগ এবিউজ এর ভয়ংকর সব দিক উঠে এসেছে সাথে বিচ্ছিন্ন সমাজ ব্যবস্থার নেতিবাচকতা। সব বয়সের পাঠকের হজম হওয়ার কথা নয়। ম্যাসেজ কিন্তু একটাই - পরিণতি ভয়ংকর ! ডিটেইলিং বিপজ্জনক রকমের এক্সপ্রেসিভ, বিশেষ করে ড্রাগ টেকিং পার্ট গুলো। অবশ্য গল্পটার দাবী হয়ত এটা। সব মিলিয়ে কিন্তু ড্রাগ ঐ একটাই - কেয়ার/ভালবাসা। শুভেচ্ছা, ডিয়ার।
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: নেশার আগুন জ্বেলে
তুমি কে শোন মোর গান?
এসো প্রাণের প্রদীপ জ্বালি তোমার তরে
এ আমার আহবান
আঁধারে চেয়ে থেকে কোন বাবার আহবান
কেঁদে কেঁদে অন্ধ কত শত মায়ের আহবান
বিশ বছর আগের গান। এখনও সিনারিও একটুও চেঞ্জ হয়নাই ফ্রেন্ডো! এই প্রার্থনা সবার কাছে পৌঁছে যাক...
৭১| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Absurdly awesm ! ! Plus to d infinty !
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন!
৭২| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৫
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: অসাধারণ উফস্হাপন।
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মুকিত!
৭৩| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৩
নষ্ট কবি বলেছেন:
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৭
হাসান মাহবুব বলেছেন:
৭৪| ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৬
দূর্যোধন বলেছেন: লেখক বলেছেন: হার্ডকোর হামা )
:#> :#> :#> :#> :#>
০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: নিঃসন্দেহে!
৭৫| ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৯
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: আগুন।
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫১
হাসান মাহবুব বলেছেন: ফায়ার সার্ভিস!
৭৬| ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯
মাহী ফ্লোরা বলেছেন: সব মিলিয়ে দারুন লেগেছে। কেন জানিনা। তবে ধরে রাখার শক্তি ছিল। আপনার হাতে যাদু আছে শব্দের বুননে। এটা তো নতুন কিছু নয়। ভাল থাকবেন।
ঈদের শুভেচ্ছা।
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মাফ্লো। আপনাকেও শুভেচ্ছা!
৭৭| ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৩
সোহরাব সুমন বলেছেন: খুব ভালো লাগলো লেখা !
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সোহরাব সুমন!
৭৮| ০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪১
সালমাহ্যাপী বলেছেন: অনেক সুন্দর হয়েছে।নিশ্চয়ই মুভিটা আরো সুন্দর হবে।দেখতে হবে।
০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সালমা। ভালো থাকবেন।
৭৯| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৯
ত্রিনিত্রি বলেছেন: মুভিটা দেখতে হবে।
হামা ভাই, অসাধারন লিখেছেন, বরাবরের মতই। অ্যালার্মিং ইস্যু নিয়ে লেখা। মাঝে মাঝে আসে পাশের অবস্থা দেখলে আসলেই ভয় হয়।
+++
০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: মুভিটা দেখে তেমন কিছু হয়তো মনে হবে না। কারণ ওটা লন্ডনের প্রেক্ষাপটে বানানো। আমি দেশীয় প্রেক্ষাপটে লেখসি বলে সবার হয়তো ভয়ংকর লাগসে। তবে ছবিটা আমার ভালো লেগেছে।
ধন্যবাদ ত্রিনিত্রি।
৮০| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৪
রবিন মিলফোর্ড বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন । ভাল লাগল । ++++
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৫
হাসান মাহবুব বলেছেন: Thanks রবিন!
৮১| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৫
পাহাড়ের কান্না বলেছেন: হ ভাই তা যা বলছেন ২০৩০ লাগবো না এখনই এই অবস্থা চলতাছে। কিন্তু আমাগো ন্যান্সি মাইয়াডাতো অনেক ভদ্র। মিলা দিতেন সুন্দর মিলতো। তবে লেখা কিন্তু চমৎকার হইছে। আপ্নের গল্প কখনো ফাঁকিবাজি পড়া হয় না একদম পুরাটা পড়ায়া ছাড়েন
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: ন্যান্সি আসলেই ভালো মেয়ে। ভালো খারাপের সংজ্ঞা অবশ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল! অনেকদিন পর আমার গল্প পড়লা, থ্যাংকস পাকা!
৮২| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ২:৩৬
রেজওয়ান তানিম বলেছেন: গল্পে বোহেমিয়ান লাইফের চরম এবং অস্থিরতম প্রকাশ খুব সাবলীল ভাবে করেছেন ।
বেশ লাগল গল্প ।
তবে আমার সমাজ পরিবর্তন বিষয়ে ধারণা -২০৩০ এর অনেক আগেই এখনি হয়ত এরকম টি চলছে ।
কে জানে ?
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৩:০০
হাসান মাহবুব বলেছেন: কে জানে! হয়তোবা খুব বেশি দেরী নাই।
পড়ার জন্যে ধন্যবাদ তানিম।
৮৩| ০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৬
যোগিনী বলেছেন: বরাবরের মতই পিলাস
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
৮৪| ০৬ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কামনা-বাসনাকে ফাইন টিউনিং না করতে পারলে মানুষের স্বাভাবিক প্রবৃত্তিকেই বদলে দেয় - উপহার হিসেবে দেয় বোহেমিয়ান উন্মাতাল জীবন
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪
হাসান মাহবুব বলেছেন: উন্মাতাল বোহেমিয়ান জীবন আসলে যতটা ভোগের তার চেয়ে বেশি ত্যাগের। আর বোনাস-অকলামৃত্যু। সবাই এই রিস্কটা নিতে পারে না।
শুভসন্ধ্যা!
৮৫| ০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪
সমুদ্র কন্যা বলেছেন: শব্দচয়ন, বর্ণনা সবকিছু মিলে লেখাটা খুব ভাল হয়েছে, গল্পের স্টাইলটাও সুন্দর। কিন্তু তারপরও সবকিছু মিলে পুরো গল্পটা ভাল লাগেনি। এতখানি হজম করা আমার পক্ষে সম্ভব না বলে হয়তো।
মানুষ এভাবে নিজেকে ধ্বংস করে না দেয় যেন কখনোই। ছোট্ট একটা জীবন...সুন্দর নাকি খারাপ কিভাবে চালনা করবে, তার সবটাই মানুষের নিজেরই হাতে...
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫
হাসান মাহবুব বলেছেন: আগে জানলে আরো বেশি হার্ডকোর করে লিখতাম
৮৬| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১১
দূর্যোধন বলেছেন: ঈদ মুবারাক , হামা ভাই
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩০
হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক!
৮৭| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৯
ত্রাতুল বলেছেন:
ছবিটা দেখি নি; দেখতে হবে। গল্প অনেক ভাল লেগেছে।
ঈদ মুবারক ভ্রাতা!
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৯
হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক!
৮৮| ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৩
ফেলুদার চারমিনার বলেছেন: ঈদ মুবারক ভাইজান
০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫০
হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক!
৮৯| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৩:০৩
সামুর পাগল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৩:২০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
৯০| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৮
শোশমিতা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া
ঈদের শুভেচ্ছা
৯১| ০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:২৪
মাসুদুল হক বলেছেন: পুরাই হার্ডকোর! ব্যাপক লাগলো। আপনার জন্মদিনে অনেকদিন পর আপনার লেখা পড়লাম। শুভেচ্ছা-জন্মদিন আর ঈদের।
৯২| ০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:৪২
অজানা আমি বলেছেন: শুভ জন্মদিন + ঈদমোবারক
৯৩| ০৭ ই নভেম্বর, ২০১১ ভোর ৬:০৭
সাইকোপ্যাথ্ বলেছেন: শুভ জন্মদিন এবং ঈদ মোবারক
৯৪| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৩৮
ইসরা০০৭ বলেছেন: শুভ জন্মদিন হাসান
সাথে ঈদ মোবারক।
একসাথে দুটা খুশি
৯৫| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৫১
আলফা-কণা বলেছেন: sovo jonmodin blogger bhy
৯৬| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:১২
নীল-দর্পণ বলেছেন: শুভ বুড়া & কেক্কুক দিবস
৯৭| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:১০
১১স্টার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
৯৮| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫৩
করবি বলেছেন:
ঈদ ও জন্মদিনের শুভেচ্ছা ।
আঞ্চলিক ভাষার ব্যবহার গল্পের ম্যাসেজটা বুঝতে সাহায্য হরেছে।
৯৯| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:০৭
রবিন মিলফোর্ড বলেছেন: শুভ জন্মদিন হাসান ভাই । ভাল থাকবেন । শুভ কামনা ।
১০০| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২০
নাআমি বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকেন, সুস্থ থাকেন আর আমাদেরকে চমৎকার সব লেখা উপহার দেন......
ঈদ হচ্ছে আজ এখানে...ঈদ মুবারক ও শুভ জন্মদিন হাসান ভাই......
১০১| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৫
তারিক রানা চৌধুরী বলেছেন: ?
১০২| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৯
স্বদেশ হাসনাইন বলেছেন:
পড়া শেষ হল। ডায়লগ ন্যাচরল, ফ্লো ধরে রেখেছেন সেই রকম।
আপাতত এটুকু লিখে যাই।
ছুটির সময় আনন্দময় হোক।
১০৩| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৫
জিসান শা ইকরাম বলেছেন:
হামার জন্মদিনে সামুর দেয়া বেলুন নাই কেন ?
বেলুন দেখতে চাই
আমার মন্তব্যের এই অংশটুকু কিন্তু আপনার জন্য নয়। আপনি তো জানেনই। আপনার এখানে অনেক ব্লগার আসেন , তারা হয়ত দু- একজন জানেন না , তাদের জন্য
আপনার ব্লগ দেখুন > বাম পাশের নীচের দিকে > প্রোফাইল > জন্মদিন । এখানে আপনার জন্মদিন টা লিখুন। ভয় নেই অন্য কেউ বছর দেখতে পাবেন না
আজ যে আপনার জন্মদিন , তাতে সামু থেকে আপনার প্রফাইল ছবির উপরে জন্মদিনের শুভেচ্ছা দেখতে পাবেন, আমরাও।
শুভকামনা রাশি রাশি
১০৪| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৮
জিসান শা ইকরাম বলেছেন:
শুভহোক প্রিয় ব্লগার হাসান মাহবুব এর জন্মদিন
১০৫| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৯
জিসান শা ইকরাম বলেছেন:
শুভকামনা সবসময়ের জন্য
ঈদ মুবারক.........
১০৬| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫৫
নীরব 009 বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় হামা ভাই।
গল্পে প্লাস দিয়ে গেলাম। পরে পড়ে কমেন্ট দিব।
ঈদ মুবারক।
১০৭| ০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০২
কবি রাজ বলেছেন: আপনার ব্লগে এসেছিলাম আপনাকে ঈদ মুবারাক জানাব বলে।এসে দেখি আজ আপনার বার্থ ডে।কি তামশা !
১০৮| ০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শুভ জন্মদিন
ঈদ মোবারক
১০৯| ০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৯
সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন এবং
ঈদের শুভেচ্ছা।
পোষ্ট এখনো পড়ি নাই।
সময় করে পড়ে মন্তব্য দিবো
১১০| ০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৫
অণুজীব বলেছেন: শুভহোক প্রিয় ব্লগার হাসান মাহবুব এর জন্মদিন
১১১| ০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৬
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: ডাবল ধামাকা!!! ঈদ মুবারাক অ্যান্ড শুভ জন্মদিন হামা ভাই
১১২| ০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
আকাশ_পাগলা বলেছেন: বস, জন্মদিনের লাখ লাখ শুভেচ্ছা।
এত শুভেচ্ছা নিয়ে কী করবেন?
চলের আপনার নামে পোস্টার ছাপাই !!!
১১৩| ০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬
হাসান মাহবুব বলেছেন: যারা জন্মদিনের শুভেচ্ছা জানাইসেন সবাইকে ধন্যবাদ!
যারা লেখা ভালা কৈসেন তাদের্কে শুভেচ্ছা!
যারা পরে পর্বেন কৈসেন তাদেরকে সতর্কতা
১১৪| ০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৬
নীরব 009 বলেছেন: ২০৩০ সালের ঘটনা হলেও মনে হচ্ছে ইদানিংকার ঘটনাই এটা। যদি তাই হয় তবে ২০৩০ পর্যন্ত গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে এটা ভেবে ভেবে চিন্তিত হবার চেয়ে না ভেবে শুধু সেদিন দেখার অপেক্ষাই করি।
গল্প অনেক ভাল লেগেছে। প্লাস রইলো।
০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
১১৫| ০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৮
নীরব 009 বলেছেন: হা হা হা... সতর্কতার কথা দেখলাম গল্প পড়ে কমেন্ট করার পর। এখন তাহলে কি হবে আমার!!!!
০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪
হাসান মাহবুব বলেছেন: না মানে সতর্কতাটা এই জন্যে যে, গল্প খারাপ লাগলে গল্পকারকে যেন ধরা না হয়
১১৬| ০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
নাআমি বলেছেন: কিভাবে কাটালেন আর কি কি খেলেন আজ ?
কেন যেন প্রচ্ছদ টা আমাকে শান্তি দিচ্ছেনা, ওই দুজনের ভালোবাসাটাকেই হাইলাইট করতে চেয়েছেন তা বুঝলাম কিন্তু গল্পের মূল বক্তব্যের সাথে মেলে নাই
ছবি দুটার নামের জন্য ধন্যবাদ, ১ টা দেখা, আর একটা না, দেখব অবশ্যই।
আবারও অনেক অনেক শুভেচ্ছা । শুভরাত্রি।
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫২
হাসান মাহবুব বলেছেন: ঘুমালাম সাড়ে চারটা পর্যন্ত। মাংস একটু আগে রান্না হৈছে। পোলাও দিয়ে খেলাম। আর একটা মুভি দেখি এখন "দ্যা কালার পার্পল" বেশ ভালো ছবি।
খোঁজ নেবার জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন।
প্রচ্ছদটা দেখি কী করা যায়! শুভরাত্রি!
১১৭| ০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪০
চতুষ্কোণ বলেছেন: দুর্দান্ত হামা! দুর্দান্ত দুর্দান্ত! স্রেফ দুর্দান্ত! পুরাই কুরবানী ঈদের কুপাকুপি হৈছে। প্রায় একই রকমের একটা ঘটনা আমাদের এলাকায় ঘটে গেল গতকাল। পেটে ছুরি চালাইসে। বেঁচে আছে অবশ্য এখনো মেয়েটা। ঈদের একদিন আগে! ২০৩০ সাল না লিখলেও পারতেন।
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
হাসান মাহবুব বলেছেন: থেংকু! ২০৩০ সাল তাইলে পাল্টায়াই দেই! নাহ থাক। আমার গল্পে ঐ সময়টা দূরেই থাকুক!
১১৮| ০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
লেডি বার্ড বলেছেন: শুভ জন্মদিন। আপনার জন্মদিন আর আইজকাই সারা দেশে হাজার হাজার হান্বা ভ্যা কর্তন করা হইছে। দেখছেন দেশের জনগন আপনারে কত্ত ভালা পায়!
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪
হাসান মাহবুব বলেছেন: সত্যি এত বিশাল আয়োজন দেখে আমি অভিভূত
১১৯| ০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
চতুষ্কোণ বলেছেন: মেয়েটা অত্যধিক রক্তক্ষরণের কারনে মরার পথে বলা যায়। অথচ কোন হসপিটালই ভর্তি করাবে না। বলে, পুলিশ কেস! কি আজব এই দেশ! একটা গালি আসছিলো মুখে। কষ্টে নিয়ন্ত্রণ করলাম।
০৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
হাসান মাহবুব বলেছেন: ঢামেক ছাড়া কোথাও কোন পুলিশ কেস নেয় না। মারা গেলেও নিবে না। দুঃখজনক।
১২০| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৭
স্বদেশ হাসনাইন বলেছেন:
হুমুন্দির পো পির্থিবি বি ঘুরতাছে আর ঘুরতাছে
থামনের নাম ভি নাই
সুর্যাডা হইলদা মুর্গার লাহান আণ্ডা বাইচ্চা মাঝখানে
ফালায়া ঝিম্মাইতাছে
আছিলাম আম্মাজানে কুলে, খাওন ফিরি, বাপের হুটেল
খালি ডাক পারছি। আর লগে লাগে খাও হাজির
মাগার কপালে ভি সুখ নাইকা, হুজুর ডাইকা খতম লাগাইছে
ঠেইলা ইচকুলে পাঠ্ঠাইছে,
পাস করছি, আর অখন কৈতাছে চাক্রি বাক্রি কর বাপজান
গাড়ি লাগবো, জমিন লাগবো
আমি হালার এর ভিত্তে ঠাসা দিয়া গপসপ লেখচি,
টিনেএজারগো লাহান কড়্ড়া মাল দিছি গপের ভিত্রে
কৈ এইজ একটু কমতি দেই,
জমান্তিস জমান্তিস খেলি
আর আচুমকা জর্মদিন আইছে
বয়সটাও বাড়তাছে ফট ফট কইরা
--
শুভ জন্মদিন প্রিয় হামা
০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৯
হাসান মাহবুব বলেছেন: এর আগে শামসুর রাহমান এর এরকম একটা কবিতা পড়েছিলাম। ওটা অবশ্য একটা মাতালের রাতদর্শন নিয়ে ছিলো।
অনেক ভালো লাগলো উপহার। অসংখ্য ধন্যবাদ প্রিয় হাসনাইন!
১২১| ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫৯
রাগ ইমন বলেছেন: এর ভিতর জন্মদিন। নিরন্তর শুভেচ্ছা।
০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! তবে দিনগুলো বিশেষ কিছু ছিলো না!
১২২| ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৭
অগ্নিশিখা বলেছেন: ঈদ মুবারক
০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫২
হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক।
১২৩| ০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫
রাজামশাই বলেছেন: ঈদ মুবারাক
০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক।
১২৪| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৬
সাহাদাত উদরাজী বলেছেন: এখানেও ভাল লাগা জানিয়ে গেলাম
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: থেংকু সাহাদাত ভাই!
১২৫| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ৩:১৯
শুকনা মরিচ বলেছেন: ঈদ কেমন হলো ঈদের শুভেচ্ছা জানাতে আসলাম
গল্পটা আরেকদিন পড়ে আবার আসবো
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩৫
হাসান মাহবুব বলেছেন: ঈদ যে কেমন হল! ডিফারেন্স পাইলাম না অন্যান্য দিনের সাথে। আপনার ভালো কেটেছে নিশ্চয়ই!
গল্প আরেকদিন পৈড়েন, নো তাড়াহুড়া।
শুভেচ্ছা।
১২৬| ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২৪
কাউসার রুশো বলেছেন: অদ্ভূত এবং বিষন্ন.......
এটাও বাদ যাবে কেন
প্রকাশিত হতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক ই-বুক 'এক মুঠো চলচ্ছবির' দ্বিতীয় সংখ্যা । লেখা আহবান
০৯ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: আজকে দেখি সিনেমা নিয়ে কিছু লেখা যায় কী না! হাতে সময় আছে। অনেক ধন্যবাদ!
১২৭| ০৯ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫০
কাউসার রুশো বলেছেন: আপনার এ লেখাটি এবং Genre- হরর, ক্রাইম এই দুইটা লেখাই ইবুকের জন্য চাই
০৯ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: নিশ্চয়ই। শুভকামনা রইলো ই-বুকের জন্যে!
১২৮| ১০ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: শেষ মেষ জয় হোক ভালোবাসার
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: ক্ষয় হৈতে হৈতে জয় হোক!
১২৯| ১১ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৬
আলিম আল রাজি বলেছেন: অসাধারণ...
আহা! ন্যান্সি...
পছন্দ হয়েছে ন্যান্সিকে। অন্য জগত থেকেও ডাকছে...
১১ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭
হাসান মাহবুব বলেছেন: থেংকু! ন্যান্সিরে আমারও পছন্দ :!>
১৩০| ১১ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩১
রেজোওয়ানা বলেছেন: পরিবার প্রথা যত ভাঙ্গবে, অর্থনৈতিক অবস্থা যত অস্থিতিশীল হবে এই ধরনের সামাজিক অবক্ষয় তত বেশি শুরু হতে থাকবে.....
আমারও সেই দিকেই এগিয়ে যাচ্ছি, কি ভয়াবহ অবস্থা!
রাজির মন্তব্যের রিপ্লাইতে যেইটা দিলা, এইটারে তো বিড়ালের মতো লাগছে দেখতে
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: আমাদের গ্রাস করছে শহুরে সভ্যতা। সুখ এবং সাচ্ছন্দ্যের উপাদান বাড়ার সমানুপাতে মানুষের মনের জটিলতা এবং আত্মবিধ্বংসী প্রবণতা বাড়ছে।
আপু বিড়াল তো একটা সুন্দর প্রাণী :#>
১৩১| ১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অসাম শালা!
১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৮
হাসান মাহবুব বলেছেন: অসাম না, কউ অছাম!
১৩২| ১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তড়তড়াইয়া পড়তে ভালৈ লাগে! অচাম!
১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫২
হাসান মাহবুব বলেছেন: এটা লিক্সিও তর্তরাইয়া। এত কম সময় নিয়া কোন গল্প লিখিনাই। পুরাই অচাম!
১৩৩| ১৩ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন: হাসান ভাই...............
চমৎকার লিখা.......... খুব ভালো লেগেছে আমার...
শুভকামনা অনেক.....
অট: আপনি একটি লিখায় মন্তব্য করেছিলেন....আমি লিখাটি সরিয়ে ফেলেছিলাম.....লিখাটি তখন বা ঐ খানে প্রকাশের জন্য ছিলোনা ....এখন দিয়েছি...
১৩ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার লেখাটি দেখছি...
১৩৪| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:২২
নাবিক হ্যাডক বলেছেন: শীতরাতে গা গরম হয়ে গেল!!
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩১
হাসান মাহবুব বলেছেন: সত্যকথনের জন্যে ধন্যবাদ হে টিনেজার
১৩৫| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫০
মিরাজ is বলেছেন: বাহ! দারুন হয়ছে বস। নয়া স্টাইল ফর বাংলাদেশ। মুভিটা দেখি নাই। ভায়োলেন্স আকর্ষন করেনা তেমন একটা।
তয় ২০৩০ লাগবো না বাংলাদেশের জন্য গতকালো মনে হয় পত্রিকার ফ্রন্ট পেজে ছিলো একজন ছাত্র তার মডেল গার্লফ্রেন্ডকে খুন করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। শিরোনাম দেখে আর ডিটেইলস পড়ি নাই।
আমি স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু এইটাইপ স্বাধীনতায় না, কেমন যেনো সবকিছু ছেড়ে দেওয়া। দেয়ার ইজ নো রিলেশন জাস্ট এক্টিং এন্ড ট্রাইং টু বি হেপি বাই দেমসেল্ভ। নো স্যাক্রিফাইস।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:০৫
হাসান মাহবুব বলেছেন: এটা মূলত বৃটিশ পাংক জেনারেশন (আশির দশকে) দ্বারা উদ্বুদ্ধ হয়ে লেখা। বাংলাদেশের ডিজুস পোলাপান কি করে? বড়জোর লিভিং টুগেদার, একসাথে নেশা করা। সামান্য ভায়োলেন্স! কিন্তু সিড আর ন্যান্সি পুরাপুরি আউলা পাংক/ সাবস্ট্যান্স এ্যাবিউজার জওয়া স্বত্ত্বেও সত্যিকারের তার্ছিরা জুটি ছিলো। আমি তো বলবো তারা আধুনিক রোমিও জুলিয়েট! ছবিটা দেখলে বুঝবা!
১৩৬| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:১৫
মিরাজ is বলেছেন: এই টাইপ মুভি দেখিনা বললেই চলে তারপরো অনেক প্রসংসা শোনার পরে কিছু দেখছিলাম। এইটা যখন কইলেন দেখুম্নে।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগবে না মনে হয়!
১৩৭| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩১
টুকিঝা বলেছেন: গল্পটা জটিল লাগল, কিন্তু মুভিটা দেখা হয়নি, এখন দেখতে ইচ্ছা করছে!! যাইহোক, এরকম জীবন চাইনা, আমার বাচ্চা কাচ্চা নাতি পুঁতি কারই এরকম জীবন চাইনা।
১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১৩৮| ১৪ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭
জীবন্মৃত০১ বলেছেন: দেরিতে হলেও একটি চমৎকার গল্প পড়লাম। গল্পের রেশটা এখনও রয়ে গেছে মনে...
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:১৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
১৩৯| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৯
সায়েম মুন বলেছেন: কাধের উপর ভর করে আছিল গল্পটা। আজকা শ্যাষ করতে পারছি।
দুর্দান্ত ল্যাখছেন। গপ পড়ার সময় রাস্তার ধারে শায়িত সেই সব রাজাদের কথাও মনে পড়ছে।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:২০
হাসান মাহবুব বলেছেন: রাস্তার ধারে শায়িত কোনসব রাজা?
১৪০| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৩
টিনটিন` বলেছেন: উফ, দূর্দান্ত। কঠিন কঠ্ঠিন লেখা হইসে। আপনিই যদি অনুবাদক হন, তাহলে আপনারে ঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝাঝা।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! এটা ঠিক অনুবাদ না, ছায়া অবলম্বনে লেখা। অনুবাদক বা লেখক অন্য কেউ হতে যাবে এরকম মনে হল কেন! অদ্ভুত।
১৪১| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৮
টিনটিন` বলেছেন:
হামা......হামা- হু দ্যা হেল ইজ হামা?
টুডে আই নো
হু দ্যা হেল ইজ হামা?
গ্রেট বস।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: হাহা!
১৪২| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৯
টিনটিন` বলেছেন: না মনে হয়নি, এমনিই ওভাবে বলেছিলাম।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: শুনে আনন্দ পেলাম
১৪৩| ১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৮
আহমেদ রাকিব বলেছেন: বাহ!! ভালো লেগেছে সাবলীল ভাবে অস্বাভাবিক জীবনের গল্প লিখে যাওয়াটা। মুভিটা দেখা হয় নাই। দেখে নিতে হবে।
১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। গ্ল্যাড টু সি ইউ এগেইন!
১৪৪| ১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫৫
সায়েম মুন বলেছেন: ঐ যে আছে না। খেয়ে দেয়ে লম্বা দাড়িগোফ নিয়ে এক জায়গায় থিতু হয়ে সারাদিন শুয়ে থাকে। ঢাকার ফুটপাথে অহরহ দেখা যায়।
১৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৭
হাসান মাহবুব বলেছেন: কিন্তু তারা তো গরীব, থাকা খাওয়ার জায়গা নাই। য়্যুরোপ আমেরিকার মত জাঙ্ক বা আগেকার যুগের হিপ্পি জেনারেশন এখনও বাংলাদেশে চালু হয় নাই। ভালো হৈসে!
১৪৫| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২৭
তামজীদ ইবনে মিনহাজ বলেছেন: হাসান মাহবুব ভাই আপনি একটা পুরাই বস পাব্লিক.....
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন:
কী যে বলেন, আমি সামান্য কর্মচারী।
১৪৬| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৯
পৃথিলা আফনান বলেছেন: ভাই, আনার হাত দুইটা আর কী বোর্ড টারে সোনা দিয়োন্ধাইয়া দেয়া উচিৎ।
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ২:২৭
হাসান মাহবুব বলেছেন: তাইলে লেখুম কেমনে!
১৪৭| ১৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৮
শেখ আমিনুল ইসলাম বলেছেন: Osadharon laglo. Sahosi lekhoni.
১৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ, সাহস বেড়ে গেলো!
১৪৮| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৮
আজমান আন্দালিব বলেছেন: আপনার এই গল্পটি আমি অফলাইনে কয়েকবার পড়েছি। আপনার লেখনী শক্তি এমন যে, যে কোনো ঘটনা একেবারে জীবন্ত হয়ে ধরা দেয়। আপনার প্রায় সবগুলো লেখাই আমি পড়ে ফেলেছি। তবে অফলাইনে থাকি বিধায় মন্তব্য করা হয়ে উঠে না। আর শুয়ে শুয়ে ল্যাপটপ বিছানায় নিয়ে পড়ি বিধায় অলসতায় মন্তব্য করা হয়ে উঠে না। তবে নিশ্চিত জেনে রাখুন আমি আপনার লেখার একজন একনিষ্ঠ ভক্ত।
ভালো থাকুন নিরন্তর।
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৩
হাসান মাহবুব বলেছেন: আমার লেখা নিয়মিত পড়েন জেনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। শুভরাত্রি।
১৪৯| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৮
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ভাই, আপনে একটা মাস্টার পিস। ওয়ান পিস মেড কারিগর ডেড এলং উইথ অল এসিস্ট্যান্টস।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: এইডা কী কন!
১৫০| ১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫২
ইশিন বলেছেন: মুভিটা দেখিনাই তাই গল্পের শুরুতে বুঝতেই পারিনাই যে এর শেষটা এমন ভয়ংকর হবে
আপনি আসলেই একটা বস ভাইয়া
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৫
হাসান মাহবুব বলেছেন: কেমন আছেন ইশিন? অনেকদিন পর দেখলাম। ভালো থাকবেন।
১৫১| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৯
মেমনন বলেছেন: ২০৩০ এ যাওয়া লাগবে না বোধহয়।
আপনার বেশির ভাগ গল্পই উত্তম পুরুষে লেখা, এতসব বিচিত্র চরিত্রের মধ্যে ঢোকেন কিভাবে? আশ্চর্য!
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫৪
হাসান মাহবুব বলেছেন: হ... সবাই তাই বলতেসে!
উত্তম পুরুষে লিখলে চরিত্র চিত্রনে সুবিধা হয়। একাত্ম হতে পারি। আরাম পাই লেইখা!
১৫২| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ২:১৬
ইশিন বলেছেন: ভাল আছি ভাইয়া,নেট এর সমস্যার কারনে মাঝে বেশ কয়েক দিন ব্লগ খুলে নাই
অফটপিক-বিলম্বিত শুভ জন্মদিন ভাইয়া শুভরাত্রি
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভরাত্রি।
১৫৩| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ২:৫৩
সৌম্য বলেছেন: দুঃস্বপ্নের মতো। অনেক আগে মোঁপাসার একটা গল্প অবলম্বনে ২১শে টিভি'তে একটা নাটক হইছিলো, একটা সুস্থ মানুষকে ভুল করে পাগলা গারদে আটকে দেয়ার মতো। মোপাসাঁর গল্প গুলো ব্রেনে যেমন ভয়ানক চাপ ফেলে, সেরকম অনুভুতি হইলো।
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: মোপাসাঁকে নিয়ে নতুন করে কিছুই বলার নাই।তবে আমার অনেক নতুন কিছু লেখা বাকি। অনেক অনেক!
অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো সৌম্য। ভালো থাকবেন।
১৫৪| ২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৩
রু আদে বলেছেন: অদ্ভুত গল্প হাসান ভাই!
@সৌম্যঃ আপনি সম্ভবত গ্যাব্রিয়েল গারসিয়া মারকেয এর গল্পটার কথা বলছেন। ক্যান আই মেক এ ফোন কল প্লিজ! অমিতাভ রেজার নাটক টা।
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
গল্পটা পড়িনাই তবে নাটকটা খুব চেনা চেনা লাগছে। মনে হয় দেখেছি।
শুভদুপুর!
১৫৫| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৪
মিরাজ is বলেছেন: কাল দেখলাম মুভিটা।
আর ন্যান্সির একটা স্বভাব আছে ওর তীক্ষ্ণ কন্ঠ দিয়া ক্যানক্যান করতেই থাকবে।
হের ক্যাঙ্ক্যানে আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। এম্নে ক্যানক্যান মানসে করে।
মুভিটার পরিচালক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন পুরা মুভিতে। আমার ভালো লেগেছে ন্যন্সির মৃতদেহ বাথরুমে পড়ে থাকার দৃশ্য আর রক্তাক্ত অবস্থায় একসাথে শুয়ে থাকার দৃশ্য।
থ্যাঙ্কস।
২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: ন্যান্সি বাস্তব জীবনেও ওরকমই ছিলো। ওর মা ওর সম্পর্কে বলেছিলো "She only knew one thing. Screaming!"
welcome!
১৫৬| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৯
মিরাজ is বলেছেন: নাটকটা আমিও দেখছি। অনেক সুন্দর একটা নাটক।
২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: হু, অনেক ভালো লাগসিলো আমারও।
১৫৭| ২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:১৮
শুভ্র নামের ছেলে বলেছেন: শেয়ার দিলাম ফেবুতে
২৭ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:২৭
হাসান মাহবুব বলেছেন: আমি গল্পটা লেখার পর ভেবেছিলাম যে কিছুই হয় নি। কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। অশেষ ধন্যবাদ!
১৫৮| ২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫
কাউন্সেলর বলেছেন: আহ্ একবার এরকম একটা জীবনের স্বাদ নিতে চাই।
দারুন লিখেছেন, ডুবে গিয়েছিলাম। অদ্ভুত ভালো লাগলো সাথে আফসোস-।
২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
হাসান মাহবুব বলেছেন: আমারও আফসোস! ঘোরাবদ্ধ জীবন টানে ভীষণ।
১৫৯| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৮
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: মুভিটি দেখার শখ রইলো। গল্প ভাল লেগেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! শখ পূরণ কৈরা ফালান!
১৬০| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৪
মুনতা বলেছেন: ভাল লাগছে। +++
তবে ২০৩০ লাগবে না ভাই,ইদানীং ই যে অবস্থা........
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! হু অনেকেই তাই বলল
১৬১| ০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৩
ইলুসন বলেছেন: একটু ব্যাস্ত আছি এই কয়েকদিন তাই ব্লগের লেখা তেমন পড়া হয় না। আজকে অনেকদিন পরে আপনার ব্লগে ঢুকলাম চারটা লেখা পড়া হয়নি, এই নিয়ে দুইটা পড়া শেষ হল। মুভিটা দেখিনি, তবে আপনার লেখা পড়ে অনেক ভাল লেগেছে, একটু সময় বের করতে পারলে দেখব।
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ব্লগে নিয়মিত দেখতে চাই। শুভকামনা।
১৬২| ১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬
রিমঝিম বর্ষা বলেছেন:
২০৩০ সাল। আমার রাজকন্যা তখন ২২ বছরের তরুনী। উফ..............সত্যি কি সময়টা আপনার বর্ননার মত ভয়ঙ্কর হবে!!!
মোভিটা দেখতে ইচ্ছে করছে। দেখা হবেনা। কোন মোভিই আমার দেখা হয়না।
১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫৮
হাসান মাহবুব বলেছেন: হয়তো বা! সময় ক্রমশঃই ভয়ংকর হয়ে উঠছে।
শুভসন্ধ্যা।
১৬৩| ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৫
অজন্তা তাজরীন বলেছেন: গল্পকার সার্থক ! ন্যান্সির জন্য চিন চিন একটা কষ্ট অনুভব করছি। এমন ধ্বংসাত্বক প্রেমকে মেনে নিতে পারছিনা। এটাকে কি আধুনিকতা বলবো না সামাজিক অবক্ষয় বলবো? বড়ই বিচলিত করে দিলেন লেখক!
তবে এইযে আমাদের বিচলিত হওয়া এখনেই কিন্তু আপনার সার্থকতা । ++++++
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অজন্তা! আসলে এরকম ঘোরগ্রস্থ রেকলেস মানুষ সবসময়ই থাকে, যারা খুব তীব্রভাবে বাঁচতে চায় যতক্ষণ সম্ভব, যতখানি সম্ভব।
১৬৪| ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
দুর্দান্ত এবং অসাধারণ।
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াদ! শুভরাত্রি।
১৬৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৫
গাধা মানব বলেছেন: অসাধারণ লাগল। সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তুললেন।
ছবিটা দেখতে হবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:১১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! ছবিটা দেখে ফেলেন। ভালো লাগবে আশা করি।
১৬৬| ১০ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০৮
ভিয়েনাস বলেছেন: Sid ar nancyr moto jibon kokonoi kammo noi.
১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু মাঝেমধ্যে মনে হয়, বাঁচি, তীব্রভাবেই বাঁচি, মরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে!
১৬৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০২
শাহেদ খান বলেছেন: দারূণ !!!
পাশাপাশি থাকা মানুষগুলোর কত্ত ভিন্নরকম জীবনযাপন... গল্পকার'রাই দেখে বুঝি সব...
গল্পে +
মুভি'টা দেখব।
২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! ছবিটা দেখে ফেলেন। ভালো লাগবে আশা করি।
১৬৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৩০
নির্জন পথের একলা পথিক বলেছেন: অনেক প্রানবন্ত লেখা, সামাজিক জীবনের বাস্তব চিত্র
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৩৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভসকাল।
১৬৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৫
খান মেহেদী ইমাম বলেছেন: লেখক বলেছেন: থ্যাংকস! লন্ডনের জিনিস লন্ডনেই থাকুক আমাদের দেশে যেন না আসে! ভাই কথাটা খুব ভালও লাগলো।
আর ভাই গল্প ভাই অসাধারন। যা লেখছেন পুরা নতুন ধারার লেখা। অনেক ধন্যবাদ ভালও লেখার জন্য। পইরা ভালও লাগলো।
২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভবিকেল।
১৭০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪২
লেজকাটা বান্দর বলেছেন: কাহিনী বাজে। একটা রগরগে যৌনতা মার্কা ইংলিশ মুভি অবশ্য বানানো যেতেই পারে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৭
হাসান মাহবুব বলেছেন: একটা ইংলিশ মুভি থেকেই (সত্য ঘটনা অবলম্বনে) অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে।
পাঠের জন্যে ধন্যবাদ।
১৭১| ২২ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৫৭
হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: দারুন লিখেছেন। খুব পছন্দের একটা মুভি Sid and Nancy।
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৭২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
ফার্ুক পারভেজ বলেছেন: আধুনিকতার নামে তরুন সমাজ রসাতলে যাচ্ছে সে চিত্র
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: জ্বী। ধন্যবাদ পাঠের জন্যে।
১৭৩| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৩৪
অচেনা_আমি বলেছেন: "কিন্তু মাঝেমধ্যে মনে হয়, বাঁচি, তীব্রভাবেই বাঁচি, মরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে! "
গল্পে ভালো লাগা।
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে! শুভসকাল।
১৭৪| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: চমৎকার লাগলো গল্পটা।
ব্রিটিশ মুভি - সিরিজের প্রতি আলাদা ভাল লাগা আছে। এখনই ডাউনলোড দিলাম মুভিটা।
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! মুভিটাও ভালো লাগবে আশা করি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:৪৬
বেঈমান আমি বলেছেন: ১ম কমেন্ট দিয়া দিলাম।পড়ে বাকি টা বলছি।