নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

আল-কুরআনে কি কোন ভুল আছে?

১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৪৯

কুরআন সম্পর্কে এক ইসলাম বিদ্বেষীর প্রশ্ন এবং ড.জাকির নায়েক স্যারের যুক্তিপূর্ণ উত্তর
--------------------­------------
প্রশ্ন : ড.নায়েক আপনি বলেছেন কোরআনে কোনো
ভুল নেই। আমি কোরআনে ২০টির ও বেশি ব্যাকরণগত ভুল দেখতে
পাচ্ছি। এ বিষয়ে আপনি কি বলবেন?

উত্তর:ড. জাকির নায়েক স্যার

আমি এই বিশটা ভুলের সবগুলো উত্তর দিব ইনশাল্লাহ।
১ নাম্বার পয়েন্ট হচ্ছে,, আরবি ভাষার সাহিত্যের সর্বোচ্চ গ্রন্থ হচ্ছে পবিত্র
কোরআন শরিফ।আর আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে
কোরআন থেকে। কোরআন হচ্ছে আরবি ভাষার
ব্যাকরণের মূলগ্রন্থ। যেহেতু কোরআন হচ্ছে ব্যাকরণের
মূলগ্রন্থ তাই কোরআনে কোনো ব্যাকরণগত ভুল থাকতে পারে না।

ব্যাপারটা আসলে এইরকম যে আপনি একটা রুলার নিলেন আর সে রুলারের গায়ে দাগ কাটা আছে।তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে।এটা বেশ অযোক্তিক।

২নাম্বার পয়েন্ট হচ্ছে,, আরবি ভাষায় ব্যাকরণ মাঝে মাঝেই বদলে যায়। আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রী বাচক অন্য গোত্রে সে শব্দটা পুরুষ বাচক। একই শব্দ,তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গও বদলে যায়। তাহলে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে কোরআনের ব্যাকরণ পরীক্ষা করবেন?

এছাড়া ও কোরআনের ভাষা এত উঁচু মানের,এতই উচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই।আর কুরআনের বিরুদ্বে অনেক বই আছে,ইন্টারনেটে গেলে দেখবেন ১২ টা ব্যাকরনের ভুল,২১টা ব্যাকরনের ভুল।আব্দুল ফাদি ২০ টা ব্যাকরনের ভুল।

আপনাদের কি ধারনা এই ভুলগুলো খ্রিস্টানরা বের করেছে?কারা এই ভুলগুলো বের করছে? জানেন কারা করেছে,মুসলমানরাই! মুসলমান পন্ডিতরা যেমন জামাতসুরি,তারাই এটা করেছেন।কুরআনের ব্যাকরণ এত উচু মানের, যা মাঝে মাঝে প্রচলিত আরবির বিরুদ্বে যায়। কোরআনের ভাষা এত উঁচু মানের,এতই উচু মানের যে এজন্য তারা উদাহরণ দিয়েছে।আমি ও কয়েকটা উদাহরণ দিব এতেই আপনারা সবগুলোর উত্তর পেয়ে যাবেন।

তারা উদাহরণ দিয়েছে,কোরআনে নুহ নবীর সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, তারা তাদের সব নবীকে ত্যাগ করেছিল। অথচ ইতিহাস থেকে আমরা জানি, মাত্র একজন নবী তাদের নিকট পাঠানো হয়েছিল। তাহলে এখানে ও ব্যাকরনগত ভুল আছে!! কুরআনে বলা উচিত ছিল একজন নবির কথা বহুবচন না! আমি ও একমত।

আর আমার আপনার মনে হতে পারে এটা ব্যাকরণগত ভুল! কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন,কুরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হল কুরআনে কেন একজন নবির কথা না বলে নবিদের কথা বলা হয়েছে!? আর আপনারা জানেন কেন, কারন আমরা জানি , পৃথিবীর সব নবীর হেদায়াতের বাণী একটাই যে, আল্লাহ একজন। এটা তাওহিদ ও আল্লাহরও বাণী।

আর লুত ও নুহ নবীর লোকজন তাদের নবীকে ত্যাগ করে পরোক্ষভাবে সব নবীকেই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন! ভাষার অলংকারটা দেখেন! আলহামদুলিল্লাহ।।
আপনার মনে হতে পারে এটা ব্যাকরনগত ভুল,আসলে এটা ভুল নয়।।।

এই প্রশ্নউত্তোরের ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন https://m.youtube.com/watch?v=q6cuatTRksU

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.