![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামাজে কাতারের মধ্যে ফাকা বন্ধ করুন এবং পায়ের সাথে পা, কাধের সাথে কাধ মিলিয়ে রাসুল্লাহ(সা)এর নির্দেশ পালন করুন
সলাতে কাতার সোজা করা ও পায়ের সাথে পা মিলানোর গুরুত্ব
আমর ইবনু খালিদ (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পেছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। [আনাস (রাঃ) বলেন] আমাদের প্রত্যেকেই তার পাশ্ববর্তী ব্যাক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম।
(সহিহ বুখারি :৬৮৪,৬৮৯)
উছমান ইবনু আবূ শায়বা নুমান ইবনু বশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমবেত ব্যক্তিদের নিকট উপস্হিত হয়ে তিনবার বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা কর। আল্লাহর শপথ! তোমরা কাতার সোজা করে দন্ডায়মান হবে, অন্যথায় আল্লাহ্ তা’আলা তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবেন। রাবী বলেন, অতঃপর আমি মুসল্লীদেরকে পরস্পর কাঁধে কাঁধ, পায়ে পা এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে দেখেছি
(সুনানে আবু দাউদ:৬৬২ নাসাঈ, বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ)।
মুসলিম ইবনু ইব্রাহীম আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা কাতারের মধ্যে পরস্পর মিলে মিশে দাঁড়াও। এক কাতার অপর কাতারের নিকটে কর এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াও। যার হাতে আমার জীবন, তাঁর শপথ! আমি শয়তানকে নামাযের কাতারের মধ্যে বকরীর ন্যায় প্রবেশ করতে দেখেছি
(সুনানে আবু দাউদ :৬৬৬,৬৬৭ নাসাঈ)।
অনেক মুরুব্বীদের পায়ের সাথে পা মেলালে বলে বেয়াদব এবং মনে করে মর্যাদা কমে কিন্তু দেখেন রাসুল্লাহ (সা) এই ব্যাপারে কি বলেন,,
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন। যে ব্যাক্তি কাতারের ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করেন।
(ইবনে মাজাহ :৯৯৫,তাখরীজ কুতুবুত সিত্তাহ: আহমাদ ২৪০৬৬ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৮৯২, ২৫৩২;
বি:দ্র: পায়ের সাথে পা ও কাধের সাথে কাধ মেলানো সম্পর্কে আরো অনেক সহিহ হাদিস আছে।
©somewhere in net ltd.