![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নঃ তারাবীহর নামায আট
রাক’আত নাকি বিশ রাক’আত?(ভিডিও সহ)
উত্তরঃ ড. জাকির নায়েক স্যার
এক ব্যক্তি রসূলুল্লাহ [সা:] এর
নিকটে এসে জিজ্ঞাসা করল
যে, কিয়ামুল লাইল বা তারাবীহ কীভাবে পড়বো? তিনি বললেন এটা দুই রাক’আত করে পড়া উচিৎ। যেমনঃ দুই রাক’আত, তারপর দুই রাক’আত, তারপর দুই রাক’আত এভাবে এবং যদি সূর্য উদিত হওয়ার সময় হয়ে যায় তবে এক রাক’আত বিতর আদায় করে নিবে।
(সহীহ আল-বুখারী, অধ্যায়
সালাত, হাদীস ৪৭২)
এভাবে যতখুশি তত পড়া যাবে। তবে আমরা যদি রসূলুল্লাহ [সা:] এর সুন্নাহর-এর দিকে তাকাই তাহলে দেখি যে, “আয়িশাহ (রা.) কে রসূলুল্লাহ [সা]-এর রমাদ্বানের কিয়ামুল লাইল বা তারাবীহ’র নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রসূলুল্লাহ [সা] রমাদ্বান মাসে যখন তারাবীহ’র স্বলাত আদায় করতেন তখন ১১ রাক’আত আদায় করতেন(৮ রাকাত তারাবিহ+৩ রাকাত বিতর)
এবং এর বেশি করতেন না।
(সহীহ আল-বুখারী, অধ্যায়
তারাবিহ, হাদীস ২০১৩,সহিহ আল বুখারি,অধ্যায় তাহাজ্জুদ, হাদিস ১১৪৭)
এর থেকে বুঝা যায় যে রাসুল্লাহ (সা) ৮ রাকাত তারাবিহ পরতেন এবং এর বেশি পরতেন না।
অনেক হাদীস আছে যেখানে বলা হয়েছে যে, রাসুল্লাহ (সা) এগার রাক’আত (৮+৩) কিয়ামুল লাইল বা তারাবিহ আদায় করতেন।
(মুসলিম হা/১৭২৩; তিরমিযী হা/৪৩৯; আবুদাঊদ হা/১৩৪১; নাসাঈ হা/১৬৯৭;
আহমাদ হা/২৪৮০১; ছহীহ ইবনু খুযায়মা হা/১১৬৬; বুলূগুল মারাম হা/৩৬৭; বায়হাক্বী হা/৪৩৯০
সুতারং যদি কেউ রাসুল্লাহ(সা) এর মত ৮ রাকাত তারাবিহ পড়ে, তাকে সরাসরি অনুসরন করতে চাই তবে তা নিসন্দেহে সর্বোত্তম হবে!
তবে এ ব্যাপারে আমরা যদি সালফে সালেহীন এবং তাবেয়ীনদের অনুশীলন দেখি তাহলে তারা ১১,১৩,১৯,২৩,৩৯ রাক’আত এ রকম আদায় করতেন।
কিন্তু রসূল [সা] এগার রাকাত(৮রাকাত তারাবিহ +৩ রাকাত বিতর) আদায় করতেন।
তবে তিনি ২+২+২+...এভাবে আদায় করতে বলেছেন।
সুতরাং এই হাদিসের ভিত্তিতে কেউ কেউ বলেছেন তারাবীহ’র স্বলাত যতখুশি তত আদায় করা যাবে।
[বি:দ্র: সমাজে প্রচলিত আছে যে ওমর ফারুক (রা) নাকি ইজমার মাধ্যমে তারাবিহ ২০ রাকাত করে গেছেন। এই ব্যাপারে কোন সহিহ হাদিস বর্নিত হয়নি। বরং তিনি ৮ রাকাত তারাবিহ পড়ার নির্দেশ দিয়েছেন( মুয়াত্তা মালেক হাদিস নং ২৫৩)
ভিডিও লিংক: https://m.youtube.com/watch?v=lGbYio5vRhU
২| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
ঢাকাবাসী বলেছেন: আল্লাহ রাকাত গুনে সওয়াব দেননা বলেই জানতুম। এসব খামোখা তর্ক!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাইরে ভাই, এক তারাবী নামাজ কয় রাকাত এইটা নিয়াও এইবছর বিশাল ঠান্ডাযুদ্ধ চলতেছে। আপনার ভাল্লাগলে ৪০ রাকাত পড়েন, কস্ট হইলে আর মন খারাপ লাগলে এক রাকাতও পড়েননা।