নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

ফেতরা দেয়ার সঠিক সময়

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪১

প্রশ্ন: ফেতরা দেয়ার জন্য সঠিক সময় কোনটি?

উত্তর: ড.জাকির নায়েক স্যার
ফেতরা দেয়ার সঠিক সময়টা হচ্ছে ঈদুল ফিতরের দিন সকাল বেলায়। ঈদুল ফিতর নামাজে যাওয়ার আগে। এটা আরো দেয়া যায় রমযানের শেষের রোযায়।

হাদিস বলছে, রাসুল্লাহ(সা) এর কথা এখানে খুব স্পষ্ট।
এইটার উল্লেখ আছে সুনানে আবু দাউদের ১৬০৫ নাম্বার হাদিসে
রাসুল্লাহ(সা) বলেছেন, যদি ফেতরা দেয়া হয় ঈদুল ফিতরের নামাজের আগে তাহলে সেইটা হবে ফেতরা আর যদি সেইটা দেয়া হয় ঈদুল ফিতর নামাজের পরে তাহলে সেইটা হবে সাধারন দান অথবা সদকাহ। এইটা ফেতরা হবে না।

আরো উল্লেখ আছে সহিহ বুখারির ১৫০৩ নাম্বার হাদিসে,
উমর(রা) থেকে বর্নিত,, প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসুল(সা) সদকাতুল ফেতরা হিসেবে খাদ্যদ্রব্য অথবা খেজুর অথবা যব অথবা কিসমিস অথবা পনির এক 'সা (প্রায় তিন কেজি) পরিমান আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের সালাতে বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন।

এইরকম আরো হাদিস আছে মুসলিম শরিফের ২১৫৯ নাম্বার হাদিসে
রাসুল্লাহ(সা) বলেছেন, তোমরা ফেতরা দিবে ঈদের নামাজে যাওয়ার আগে।

তার মানে সঠিক নিয়ম হচ্ছে ফেতরা দিবেন ঈদের নামাজে যাওয়ার আগে। ঈদুল ফিতরের দিন সকাল বেলায়।

আরো কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে ফেতরা দেয়া যায় রমযযানের শেষের রোযায়। এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারিতে ১৫১১ নাম্বার হাদিসে

উমর(রা) ঈদের এক- দুদিন পূর্বেই ফেতরা আদায় করে দিতেন।

আরো একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমাতে
এক লোক জিজ্ঞেস করল ইবনে উমর(রা) কখন ফেতরা দিল। তিনি বললেন যখন টেক্স গ্রহিতা টেক্স সংগ্রহ করেছে। গ্রহিতা কখন নিয়েছে? তিনি বললেন ঈদের দু- একদিন আগে।

এইসব হাদিসের উপর ভিত্তি করে ফেতরা দেয়ার সঠিক সময়টা হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে বা ঈদের শুরুতে(চানরাতে) অথবা ঈদের দু-একদিন আগে। তবে ঈদের নামাজ যাওয়ার আগে দেয়াটাই উত্তম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ফেতরা কি টাকা দিয়ে দিলে হবে।।।।???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.