নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

মিসওয়াক অত্যন্ত অত্যন্ত গুরুত্তপূর্ন সুন্নত

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৮

মিসওয়াক করার অভ্যাস করুন,, মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন
====================­­­===================================
মিসওয়াক করা হল অত্যন্ত অত্যন্ত একটি গুরুত্তপূর্ন সুন্নত। রাসুল্লাহ(সা) আমাদেরকে মিসওয়াক করতে অত্যাধিক উৎসাহিত করেছেন।

রাসুল্লাহ(সা) আমাদেরকে সম্বোধন করে বলেন: আমি মিসওয়াক করতে তোমাদেরকে অত্যাধিক উৎসাহিত করছি।
[সহিহ বুখারি:৮৮৮, নাসাঈ :৬]

রাসুল্লাহ(সা) ঘুম থেকে উঠেই মিসওয়াক করতেন। তার ঘরে ঢুকেই সর্বপ্রথম কাজ ছিল মিসওয়াক করা।
এক সাহাবি আয়েশা(রা) জিজ্ঞাসা করেন রাসুল্লাহ(সা) ঘরে ঢুকে সর্বপ্রথম কি করতেন? তিনি বলেন: মিসওয়াক করতেন (বুখারি,নাসাঈ :৮)

মিসওয়াক করা এতটাই গুরুত্তপূর্ন সুন্নত যে এই ব্যাপারে সহিহ বুখারি, মুসলিম সহ সুনানে হাদিস গ্রন্থগুলোতে ৮০টির ও বেশি সহিহ হাদিস বর্নিত হয়েছে
আমরা অনেকেই প্রত্যেক ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক করি না। যাতে করে আমরা খুবই গুরুত্তপূর্ন একটি সুন্নতকে বাদ দিচ্ছি।

রাসুল্লাহ(সা) বলেছেন: আমার উম্মতের জন্য বা তিনি বলেছেন যদি লোকদের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রতি ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ (ফরয করে) দিতাম। (সহিহ বুখারি:৮৮৭, ৭২৪০, মুসলিম: ২৫২, তিরমিযি:২২, নাসাঈ :৭, ইবনে মাজাহ: ২৮৭, আবু দাউদ: ৪৬, আরো অসংখ্য হাদিস)

রাসুল্লাহ(সা) প্রত্যেক ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক ফরয করে দেয়ার আকাংখা করেছেন কিন্তু আমাদের কথা ভেবে তা করেননি।
এখন চিন্তা করুন মিসওয়াক করা কতটাই গুরুত্তপূর্ন।!!?

আবার মিসওয়াক করলে মুখের পবিত্রতা ও অর্জন হয়!!

আমরা মুখ দিয়ে খাবার খাই। কথা বলি। মুখ পরিষ্কার না থাকলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমরা দাত দিয়ে চিবিয়ে খাবার খাই। এতে দাতের ফাকে খাদ্যকনা লেগে থাকে। মিসওয়াক না করলে দাতের ফাকে লেগে থাকা খাদ্যকনা পচে মুখে দুর্গন্ধ হয়। যাতে করে লোক সমাজে লজ্জা পেতে হয়।

যদি আমরা প্রত্যেক ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক করি তাহলে আমাদের মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব।

সুতারং আমাদের উচিত প্রত্যেক ওয়াক্ত সালাতের সময় রাসুল্লাহ(সা) এর গুরুত্তপূর্ন সুন্নত মিসওয়াক করার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং মুখের পবিত্রতা অর্জন করা।

নিজে জানুন এবং অন্যকে জানানোর সুযোগ করে দিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.