নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

সুদ নেওয়া হারাম, সুদ দেয়া ও কি হারাম?

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১

প্রশ্ন: জাকির ভাই, আপনি কোরআন-হাদীস দিয়ে প্রমাণ করেছেন যে সুদ নেওয়া হারাম? সুদ দেয়া ও কি হারাম?

উত্তর: আপনি একমত যে সুদ গ্রহন হারাম। আপনার প্রশ্ন হলো সুদ দেওয়া কি হারাম?
এ বিষয়ে হাদিসে বিস্তারিত এসেছে। যেমন: হযরত আনাস (রা) থেকে বর্নিত একটি হাদিস। এই হাদিসে হযরত আনাস (রা) বর্নিত,তিনি বলেন, ১০ প্রকার মানুষকে আল্লাহর অভিশাপ করেছেন। এই ১০ প্রকার মানুষ অভিশপ্ত।

তাদের মধ্যে সুদের সাথে আদান-প্রদান কারীর উল্লেখ রয়েছে। সুদের সর্বপ্রকার লেনদেন নিষিদ্ধ।

আরো জানার জন্য আরেকটি হাদিস উল্লেখ করছি,,
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্নিত, তিনি বলেন, রাসুল্লাহ (সা) বলেছেন, "যে সুদ গ্রহন করে, যে সুদ প্রদান করে, যে সুদ লিখে এবং সাক্ষী সবাই অভিশপ্ত। তারা সবাই এক।

তারপরের আরেকটি হাদিস মুসলিম শরিফ থেকে উল্লেখ করছি,
জাবের (রা) থেকে বর্নিত, রাসুল্লাহ (সা) বলেন, 'সুদ গ্রহিতা, সুদ দাতা, সুদের লেখক ও সাক্ষী তাদের সবাইকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, সবাই এরা সমান'।

সুতারং উপরোক্ত হাদিস অনুযায়ী বুঝা যায যে সুদ দেয়া-নেয়া এবং সুদের সকল প্রকার লেনদেন হারাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.