নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল বলতে কিছু নেই, পরিবর্তন এখনই!! (অনুপ্রেরণাদায়ক স্ট্যটাস)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

হে মানুষ, কি তোমাকে তোমার মহামিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করে রাখল?

আমরা কিভাবে প্রতারিত হচ্ছি?
সর্বজনীন এই বাস্তবতাকে কোন জিনিষ বদলাতে পারে?
শান্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর ইবাদাত করা,
আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহকে চূড়ান্ত লক্ষ্য ও গন্তব্য মনে করা।
আমরা সবাই এটা জানি, তাহলে কেন আমরা এই পথ থেকে সরে যাচ্ছি?
কেন দুনিয়া আমাদেরকে এই পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে?

হে মানুষ, কি তোমাকে তোমার মহামিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করে রাখল?

এখনো কি সময় হয়নি, যে আমাদের হৃদয় আল্লাহর স্মরনে নরম হবে?
এবং কুরআনের প্রতি, এবং যখন আল্লাহ ও তার রাসূলের(সা) ব্যাপারে বলা হবে,
সময় কি হয়নি, যে আমাদের হৃদয় আল্লাহর দিকে ফিরে যাবে এবং আমরা ভালো মুসলিম হব,

কতগুলো খুতবা লাগবে? কতগুলো ভাষন দিতে হবে আমাদের?
আমরা কি এখনো বুঝতেছি না যে আমি যদি এখন না বদলাই, আপনি যদি এখন না বদলান, তাহলে এটা হবে 'শয়তানের কখনো না বদলানোর একটা কৌশল'
আগামীকাল বলে কিছু নাই, আগামীকাল কখনো আসে না, প্রত্যেকদিনেরই আরেকটি আগামীকাল আছে!


এবং এমন একটা সময় আসবে যখন আপনার আর আমার জন্য আসলেই কোন আগামীকাল থাকবে না,
যদি আমরা বলতেই থাকি, "আগামীকাল আমি নামাজ পড়া শুরু করব, আগামীকাল আমি ভালো মুসলিম হব"
এই আগামীকাল কখনোই আসবে না.....

আমাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য আর কি লাগবে?
আমরা কি দেখতে পারছি না যে মুসলিম উম্মাহর কি হচ্ছে? আমরা কি আমাদের চারপাশের বাস্তবতা থেকে অন্ধ?
আমরা কি লক্ষ্য করছি না যে পৃথিবীতে বেশিরভাগ ঘটনা আমাদের নিয়ে হচ্ছে? খবরের দিকে তাকান!
শতকরা আশি ভাগ খবর আমাদের উম্মাহ নিয়ে হচ্ছে,
আমরা কি কখনো ভেবেছি, কেন?.... কেন???

আমরা কি আল্লাহরর উপর বিশ্বাসী না?
আমরা কি আল্লাহর ইবাদাতকারী না?
তবে আসলেই কি আমরা... আমরা কি আসলেই আল্লাহর উপর বিশ্বাসী এবং ইবাদাতকারী?

আল্লাহ কুরআনে বলছেন : সম্মান, জয় এবং শক্তি সবসময় থাকবে আল্লাহ ও তার রাসুল (সা) এবং বিশ্বাসীদের, মুমিনদের!
তাই এটা সম্ভব না যে সত্যিকার মুমিনরা কখনো অপমানিত হবে,
এটা সম্ভব নয়, যে পরিস্তিতি সবসময় আমাদের বিপরীত থাকবে...


তাই কোন একটা ঝামেলা আছে... আমরা আমাদের কাজ করছি না... আমাদের ঈমান যতুটুকু থাকা জরুরি ততটুকু নেই,,
এবং এই কারনেই আমরা আমাদের সম্মান ও জয়ের যে ওয়াদা করা হয়েছে তা পাচ্ছি না।
আমরা কীভাবে আল্লাহকে তার চুক্তির অংশ পূর্ন করতে আশা করি যখন আমরা আমাদের অংশ পুর্ন করছি না?
আমরা কীভাবে আল্লাহকে সাহায্য করতে বলি যখন আমরা তার যোগ্য না...

আমরা কি উপলদ্বী করতে পারছি না যে আমাদের জেগে উঠার ডাক এসেছে...
যা মুসলিম উম্মাহতে হচ্ছে, আল্লাহ তা আমাদের জন্যই করছেন, আল্লাহ কুরআনে বলেছেন,
তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাক! (নিসা:১৪৭)
আমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ?
যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকি, 'যদি'.... এটাই হল সে 'যদি' আল্লাহ কি লাভ করবেন যদি আমরা কৃতজ্ঞ থাকি ও ঈমান আনি।

অন্য কথায়, যদি আমরা ঈমান না আনি বা কৃতজ্ঞতা না হই, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই বাস্তবতা দেখাবেন,,,,

আমাদের ছন্নছাড়া জীবন যাপনের বিলাসিতা নেই,,
সত্যি বলতে, আমাদের কখনোই বিলাসিতার সুযোগ নেই উম্মাহ যে অবস্থাতেই থাকুক না কেন,
কিন্তু বিশেষভাবে এখন... বিশেষভাবে এই সময়ে,

আমরা স্বার্থপর হতে পারব না!! আমরা শুধু আমার দুনিয়া, আমার টাকা, আমার সম্পদ নিয়ে চিন্তা করতে পারব না।
না!!
আমাদের অবশ্যই উম্মাহর কথা চিন্তা করতে হবে, আমরা প্রত্যেকই উম্মাহর জন্য কিছু করতে দায়ী থাকব।
আমার এবং আপনার দায়িত্ব হল ভালো মুসলিম হওয়া।
আর মুসলিম উম্মাহর সম্মানকে পুনরুজ্জীবিত করার জন্যে এটাই সবচেয়ে ভালো উপায়, এটাই সবচেয়ে ভালো উপায় সে অবস্থানে যাওয়ার জন্য, যা আল্লাহ ওয়াদা করেছেন।

ও মুসলিমরা এই বাস্তবতাকে চিন্তা করে দেখি,
ভেবি দেখি আমার পরিবার ও বন্ধুর জন্য, মুসলিম উম্মাহর জন্য, আমার দুনিয়া এবং আখিরাতের জন্য, আমার জান্নাত আর জাহান্নামের জন্য।

আল্লাহর জন্য, আমাদের প্রত্যেককেই বদলাতে হবে, আমাদের প্রত্যেককেই লক্ষ্য ঠিক করতে হবে নিজেকে ভালো করার জন্য,
এখন!!! আগামীকাল নয়, ঠিক এই মুহূর্তেই, কারন আগামীকাল বলতে কিছু নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৪

এম. আরাফাত মাহমুদ বলেছেন: জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো

২| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

ধমনী বলেছেন: সে হিসেবে বর্তমান বলে ও কিছু নেই। শুধুই অতীত এবং ভবিষ্যৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.