নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখুন\', ; ভাগে কোরবানি শুধু মাত্র ব্যাক্তির পক্ষ হতে হয় পুরো পরিবারের পক্ষ হতে হয় না!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১


যারা ভাগে কোরবানী দিবেন শুধুমাত্র তাদের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে, তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানী হবে না। যেসব আলেমরা বলে থাকেন যে ভাগে কুরবানী দিলে পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। সত্যি বলতে পৃথিবীতে তাদের কোন দলিলই নেই। তারা একটি হাদিসের অপব্যখ্যা করে থাকেন। তা নিম্নরূপ:

জাবের (রা) থেকে বর্নিত,,রাসুল্লাহ (সা) বলেছেন,,
একটি উট সাতজনের পক্ষ হতে এবং একটি গরু সাতজনের পক্ষ হতে কুরবানী হবে (আবু দাউদ:২৮০৮)
.

আপনারা উপরোক্ত হাদিস ভালো করে লক্ষ করলেই বুঝবেন এখানে সাতজনের পক্ষে বলা হয়েছে, সাত পরিবারের পক্ষে নয়!
.
সুতারং ভাগে কুরবানী ব্যাক্তির পক্ষে হবে, পরিবারের পক্ষে নয়।
:
তাই এটাই উত্তম ভাগে কুরবানী না দিয়ে নিজে একা একটি প্রান কুরবানী দেয়া যদি তা একটি বকরি ও হয়।
:

আর রাসুল্লাহ (সা) ভাগে নয় বরং তার এবং তার পরিবারের পক্ষ হতে একা একটি প্রান কুরবানি করাকে অধিক পছন্দ করেছেন এবং তার উম্মতকে তা করতে অধিক উৎসাহিত করেছেন।

এই কথাটি স্পশট করতে আপনাদের সামনে তিনটি হাদিস পেশ করছি:-
.
*রাসুল্লাহ (সা) বললেন,,
বিসমিল্লাহ(আল্লাহর নামে কুরবানি করছি) তারপর তিনি বললেন, হে আল্লাহ তুমি এই ভেড়াটি কবুল কর মুহাম্মদের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে (বুখারি, মুসলিম)

.
*আতা ইবনু ইয়াসার (রহ:) থেকে বর্নিত। তিনি বলেন আমি আবু আয়ূব (রা)- কে জিজ্ঞাসা করেছিলাম রাসুল্লাহ(সা) এর যুগে কোরবানী কেমন হত?
তিনি বলেন রাসুল্লাহ (সা) এর যুগে একজন লোক নিজের পক্ষ হতে এবং তার পরিবারের পক্ষ হতে একটি বকরি কুরবানী করত। নিজেরা ও খেত এবং অন্যদেরকে ও খাওয়াত।
(তির্মিযি :১৫১১)
.
*রাসুল্লাহ (সা) বলেছেন, প্রত্যেক বছরই প্রত্যেক পরিবারের জন্য একটি কুরবানী রয়েছে (তির্মিযি :১৫২৪)
:
সুতারং ভাগে কুরবানি না দিয়ে নিজ এবং পরিবারের পক্ষ হতে একা কুরবানী করুন। কারন এটাই উত্তম!
.

যদি,,
টাকা বেশি থাকে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করুন,
টাকা তার চেয়ে কম থাকে, তাহলে মোটা-তাজা ষাঁড় কুরবানি করুন,
তার চেয়ে টাকা কম থাকে, তাহলে খাসী কুরবানী করুন,
টাকা তার চেয়ে ও কম থাকে, তাহলে কয়েকবার বাচ্চা দিয়েছে এইরকম ছাগি কুরবানি করুন,
টাকা না থাকলে কুরবানি করিয়েন না!
আপনাকে ভাগে কুরবানি করতে কে বলল??
;
;
যদি লোক দেখানো উদ্দ্যেশ্যে না থাকে, নেকির জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকেন তাহলে ভাগে কুরবানি না দিয়ে নিজ এবং পরিবারে পক্ষ হতে একা কুরবানি করুন। কারন এটাই উত্তম।
.
মহান আল্লাহ বলেন,,
কুরবানি পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌছে না, যা পৌছে তা হল তোমাদের মনের তাকওয়া
(সুরা হাজ্জ:৩৭)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: চমৎকার একটি পোষ্ট। বিষয়টি পুরোপুরি জানা ছিল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.