নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

Peace tv বিরোধীতা কোন প্রকৃত মুসলিম করতে পারেনা!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০



আবারো পিস টিভি বন্ধের দাবি করেছে বাংলাদেশের পীর-মাজার পুজারিরা। এর আগে তাদের মত ইসলাম বিরোধী ইন্ডিয়ার শ্রী শ্রী রবি শংকর পিস টিভি বন্ধের দাবী জানায় এবং ২০১০ সালে ব্রিটিনের খ্রিস্টান প্রধানমন্ত্রী পিস টিভি বন্ধ করে দেয়। কারন এরা সবাই প্রকৃত ভাবে ইসলাম বিরোধী।..
..
যারা নামধারী মুসলিম হয়ে ও পিস টিভির বিরোধীতা করে তাদের কাছে প্রশ্ন!?
পিস টিভি কি মদজুয়া,যেনা,সুদ,মিথ­্যাচার, এইগুলা হালাল বলে প্রচার করছে?
পিস টিভি কি হালালকে হারাম আর হারামকে হালাল বলে প্রচার করছে ? কুরআন, হাদিস বিরোধী কথা বলছে ? ভুল ব্যাখ্যা দিচ্ছে ?
.
অবশ্যই না । পিস টিভি এইসবের কিছুই করছে না । তবুও আমাদের বাংলাদেশী কিছু নামধারী আলেম(?) ইহুদি -খ্রিস্টানদের মত পিস টিভি বন্ধের দাবি জানাচ্ছে ।
.
এদের এইসব করার কারন, তাদের পেট পূজা বন্ধ হয়ে যাচ্ছে । তাদের মনগড়া মাযহাবকে টিকিয়ে রাখা মুশকিল হচ্ছে । কবর পূজা, মাজার পুজা, পীর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে । মানুষ নিজেই ইসলাম শিখছে । তাই তাদের ভাতের প্লেটে আর আগের মত দেশী মুরগির রান থাকে না । গরুর কালাভুনা থাকে না । মিলাদের শিন্নির ৮-১০ পেকেট আর তাদের ভাগ্যে জোটে না । মরার পর কুরআনখানীর টাকা আর তারা পায় না । তাদের এই বিদআত, শিরক, কুফর বন্ধ হয়ে যাচ্ছে । তাই যেভাবে হোক পিস বন্ধ করতে হবে ।
.
একটা কথা শুনে রাখুন,...
"পিস টিভির বিরোধীতা কোন প্রকৃত মুসলিম করতে পারেনা। যদি কেউ করে,নিশ্চিত থাকুন সে ইহুদি-খ্রিস্টানদের দালাল, কাফের বা পীর-মাজার পুজারি কিংবা নামধারী অজ্ঞ মুসলিম!"
.
আমাদের সমাজের সাধারণ মানুষদের বলছি... আল্লাহ জ্ঞান- বুদ্ধি দিয়েছে, সহিহ কোনটা তা কুরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার নিজের জ্ঞান- বুদ্ধি দিয়ে বুঝে নিন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

খালিদ১৪ বলেছেন: মূর্খরা বিরোধীতা করবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.