নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

আমাদের রোল মডেল কে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১


আমাদের রোল মডেল কে ?
...
বর্তমানে পাঠ্যপুস্তক ও মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন উদাহরন দিয়ে দেখানো হয় কীভাবে একজন সফল মানুষ তার জীবনে এত এত সফলতা লাভ করেছেন। আমাদের কাছে তাই রোল মডেল হিসেবে আবির্ভূত হন টলস্টয়, কনফুসিয়াস, রবার্ট ব্রুস, কার্লাইল, আব্রাহাম লিঙ্কন, হালের বিল গেটস, স্টিভ জবস আর জুকারবার্গর।।
.
আর বিশেষ করে আমরা তরুনরা মিডিয়ার মাধ্যমে এতটাই প্রভাবিত হয়েছে যে আমরা রোল মডেল হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন তথাকথিত সেলেব্রেটিদের!
আমরাও বিপুল উদ্যমে এমন রোল মডেলদের অনুসরন করতে গিয়ে ভুলে যাই মানব জন্মের উদ্দেশ্য আর পরকালের জন্যে করণীয়গুলো। আমাদের মনোযোগটা চলে যায় পার্থিব জীবনের বস্তুগতের দিকে, একমুখিভাবে।
...
আমাদের সৃষ্টিকর্তা আমাদের কাছে রোল মডেল হিসেবে রাসূল (সাঃ) কে পাঠিয়েছেন যেনো আমরা তাঁর অনুসরন করি আর পথহারা হয়ে না যাই। আমাদের মহান সৃষ্টিকর্তার প্রেরিত রাসূল (সাঃ) কে অনুসরন করে কীভাবে যে একেকজন সাহাবি পার্থিব জীবন আর পরকালীন জীবনে চরম পর্যায়ে সফল হয়েছেন তা যদি আমরা জানতাম তাহলে তথাকথিত মিডিয়া আর পাঠ্যপুস্তকের সেলেব্রেটিদের ধোঁকায় পড়ে আমাদের দুই জীবনকেই অন্ধকারে/ মুর্খতায় ছুঁড়ে ফেলতাম না।
...
ডঃ মাইকেল এইচ হার্ট সহ একাধিক বিধর্মি মনিষির মতে পৃথিবির বুকে সবচেয়ে সফল- প্রভাবশালি এবং স্মার্ট ব্যাক্তি হল মুহাম্মদ (সাঃ)!
অথচ আমরা মুসলিমরা সফলতা এবং স্মার্টনেসের শ্রেষ্ঠ উদাহারন মুহাম্মদ (সাঃ) কে বাদ দিয়ে বোকার মত রোল মডেলে হিসেবে বেছে নিয়েছে মিডিয়ার বাস্তবিক পর্যায়ের আনস্মার্ট - অসফল সেলেব্রেটিদের!
what a shame for us!
আরে ভাই সৃষ্টিকর্তার প্রেরিত রোল মডেলকে বাদ দিয়ে বিভিন্ন সেলেব্রিটেদের সাথে তাল মিলিয়ে চলাটা তো ব্যাক্তিত্বহিনের পরিচয় স্মার্টনেসের নয়!
...
u should know that if u wanna be smart and successful in both life. then u must have to follow Prophet MUHAMMAD (saw) otherwise u r unsmart- unsuccessful !!!
...
Beacuse,
The Best Example
The Best Role Model
PROPHET MUHAMMAD (SAW)

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:

উনি রোল মডেল ও মহামানব হলেও ওনার অনুসারিরা সম্পুর্ন ব্যার্থ।
ওনার অনুসারিদের ভেতর অনেক বেশী বিভেদ ও পরস্পর অবিশ্বাস হানাহানি কোপাকোপি। এক হাদিসের চোদ্যরকম ব্যাক্ষা। একদম সুরু থেকেই।
নাজেল হওয়া কোরানটি লিপিবদ্ধ করার সময়ই বিপত্তি। জনপ্রীয় সাহাবী ওসমান (স) কোরান লেখাকালিন মসজিদেই কুপিয়ে হত্যা।
এরপর ইতিহাস সুধু নিজেদের মধ্যে যুদ্ধ আর হানাহানি। নিজেরা কোপাকুপি করে আর বলে আম্রিকা-ইশ্রেলের ষড়যন্ত্র .

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: ইসলামে তো ছবি তোলা মানা। আপনি আবার সেলফি তুলেছেন কেন? আপনার ব্লগের প্রপিকের কথা বলছি

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


রাসুল লেখাপড়া জানতেন না; ফলে, উনাকে রোল মডেল হিসেবে নেয়া ভুল।
আপনার আশে পাশে যারা পড়ালেখা জানে না, তাদের আপনি রোল মডেল হিসেবে নেবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.