| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেনজির আহমেদের সংবাদ সম্মেলন ও কিছু প্রশ্নঃ
তিনি বললেন, ঐ সমাবেশে নাকি ভুল বুঝিয়ে কিশোরদেরকে আনা হয়েছিল যা কিনা একটা ফৌজদারী অপরাধ – তাহলে প্রশ্ন শাহবাগে যারা ফাঁসি চাই, জবাই কর স্লোগান দিয়েছিল তাদের সর্বনিম্ন বয়স কত ছিল?
তিনি বললেন ১০ মিনিটের অপারেশনে কোন হতাহত সম্ভব না – তাহলে ১০ মিনিটের মধ্যে লক্ষাধিক মানুষকে কীভাবে সরিয়ে দেয়া সম্ভব? গুলিস্তান ও নয়া-পন্টনে যারা ছিল তাদেরকে সারা দিনে কেন সরিয়ে দেয়া সম্ভব হয় নাই? হঠাৎ করে মাঝরাতে কি এমন জাদুর কাঠি পুলিশ পেয়ে গিয়েছিল?
তিনি বললেন হতাহতদের তালিকা প্রস্তুত করতে, তাহলে তারা তা বিবেচনা করবেন – সাঈদীর রায়ের পর যারা মারা গিয়েছিল বিভিন্ন জেলায় গিয়ে তাদের অনেকের পরিবারের সাথে সাক্ষাৎকার দেখানো হয়েছিল, তাদের হত্যাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিলেন। আর ৪৩ বছরে ৩০ লক্ষ শহীদ আর দুই লাখ নির্যাতিত মা-বোনের তালিকা এখনও কেন প্রস্তুত করতে পারেন নাই??? তাহলে কি ধরে নিব ঐ সংখ্যাগুলোও রাজনীতিবিদদের গুজব ও মিথ্যাচার।
শাহবাগীরা কয়দিনের জন্য সমবেশের অনুমতি নিয়েছিল আর কয়দিন ঢাকার ব্যস্ততম সড়ক বন্ধ রেখে তারা সমাবেশ করেছিল নাকি আদৌ তারা কোন অনুমতি নেয়নি সেইটা কেন উনি বললেন না। তিন মাস পরে কেন তাদের মনে হল, স্টেজ তুলে দেয়ার দরকার তাহলে গত তিন মাস তারা যে শাহবাগীদের নিরাপত্তা দিলেন সেইটা কি ভুল ছিল?
তিনি বলেছেন, মিডিয়ার লোকজন নাকি আশ-পাশের বিভিন্ন ভবন থেকে তারা পুরো অপারেশন প্রত্যক্ষ করছিল – তাহলে প্রশ্ন কেন তাদেরকে লাইভ টেলিকাস্ট করতে দেয়া হল না, কেন অফারেশনের আগে দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হল। এত স্বচ্ছ উনারা তাহলে মিডিয়াকে এত ভয় কেন???
এক প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, হেফাজতকে মতিঝিলে সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল কারণ সমাবেশ করা সাংবাধিনাকি অধিকার – তাহলে উনারা একই ধরণের সমাবেশ জামাত-শিবিরকে কেন করতে দেন না? কেন জামাত-শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে জেলা-উপজেলায় তাদের অসংখ্য দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে???
উনি বলেছেন উনারা অপারেশনে যেসব অস্ত্র ব্যবহার করেছেন সেইগুলোতে নাকি কোন মানুষ মরে না, আবার উনিই বললেন দিনের বেলায় সেইখানে মোট ১১ জন মানুষ হতাহত হয়েছে তার মধ্যে পুলিশ ও হেফাজতের লোকও আছে তো তখন এই মানুষগুলো কি পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাতে মারা গিয়েছে নাকি অন্য কোন ভাবে???
উনি বলেছেন তথ্যপ্রযুক্তির এই যুগে পুলিশ চাইলেও সব কিছু গোপন রাখতে পারে না, যে কেউ ছবি তুলে তা প্রকাশ করে দিতে পারে, আবার উনিই কেন বললেন ফেসবুক ও ইন্টারনেটে যেসব লাশের ছবি প্রকাশ করা হচ্ছে সেইগুলো ফটোশপ থেকে তৈরি? তো উনারা মিডিয়াকেও কাজ করতে দিবেন না, কেউ ছবি দিলে বলবে যে ফটোশপ আবার উনারাই বলবে কারো কাছে ছবি থাকলে তা প্রকাশ করুক এইসব কি? collected from FB
২|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৩
কাঙ্গাল মুরশিদ বলেছেন: ভাই এইসব প্রশ্নের উত্তর কোন দিনই পাওয়া যাবে না। ওনারা যদি এ'গুলি নিয়ে চিন্তাই করবেন তাহলে কী আর এই আমলে চাকরি করতে পারতেন??
৩|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৭
নাসরিনআকতার বলেছেন: ভাই আপনার লেখা আমি পড়ি নাই আর বেনজির আহমেদের সংবাদ সশ্মেলন আমি দেথেছি আমার প্রশ্ন হচ্ছে পুলিশ প্রটেকশনে ছাত্র লীগ যে সমস্ত আলেম হত্যা করল তার ব্রিফিং কে দেবে ? আমরা তার ও একটা হিসাব চাই ।
৪|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১২
যোগী বলেছেন: এত কথা বলার টাইম নাই
একটা কথা বলি শাহবাগের কেও বলেনি হুজুর আমাদের ধোকা দিয়ে এখানে নিয়ে এসে পালিয়ে গেছে।
শাহবাগে যে সব শিশুরা গেছে তারা প্রত্যেকে স্বতস্ফুর্ত ভাবে নিজেদের গার্ডিয়ানের সাথে গেছে।
০৮ ই মে, ২০১৩ রাত ৮:২০
পাথ-ফাইন্ডার বলেছেন: মাঝরাতে লাইট-মিডিয়া বন্ধ করে এমন নৃশংস গনহত্যার শিকার হইতেন তাইলে আর বাল ফালাইন্না প্যাচাল পারতেন না, সরকার গুলি করল তার দোষ নাই---যত্ত দোষ হুজুর গো ,
৫|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: কাউকে হতাহত না করে হেপাজতের মত একটা জংগী সংগঠনের লাখ লাখ কর্মীকে হটান নি:সন্দেহে বাংলার ইতিহাসে একটি বিরাট সাফল্য ।
Click This Link
০৮ ই মে, ২০১৩ রাত ৮:২৮
পাথ-ফাইন্ডার বলেছেন: কাউকে হতাহত না করে যদি লাখ লাখ কর্মীকে হটানো যেত তাহলে বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৭/৮ ঘন্টা টিয়ার শেল-গুলি-সাউন্ড গ্রেনেড ছুড়ে ও র্যাব-পুলিশ-কুত্তালীগ কেন তাদেরকে পল্টন থেকে হটাতে পারলনা, বলি শাপলা চত্তরে যত হেফাজত কর্মী ছিল তার ১০ ভাগের ১ ভাগ ও তো পল্টনে ছিলোনা, তো কি এমন যাদুর অভিযান চলছিল যার জন্য লাইট-মিডিয়া বন্ধ করা হল আর ১০ মিনিটেই নাকি সব কিচ্ছা খতম !!!!!!
৬|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫
আমি ভালোমানুষ বলেছেন: @ যোগী, পুলিশে পাছায় বারি দিত , তাহলে আসল অবস্তাটা বুঝা যেত।
পার্থক্য, হুজুর গো পাছায় বারি দিছে, শাহবাগীদের দেয় নাই।
৭|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫
মোঃ দেলোয়ার হোসেন বলেছেন: ভাই এখন সময় এতটা খারাপ যে কিছু মন্তব্য করাটা ঠিক নয়। সরকারের পক্ষে বল্লে নব্য মুক্তিযোদ্ধা আর বিপক্ষে হলে ছাগু । তাই আমি মনের জ্বালা মনে গোপন করে রাখলাম।
৮|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১১
মাইন রানা বলেছেন: @ যোগী
শাহবাগেও অনেক মাস্টাররা তাঁদের স্কুলের বাচ্চাদের জোর করে নিয়ে এসেছিল।
হুজুররা যা করেছে সেটা অবশ্যই ঘৃনীত। শাহবাগে যেসব স্কুলের মাস্টাররা নিয়ে আসেছিল সেটাও ঘৃনীত।
৯|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৫
যোগী বলেছেন: @ মাইন রানা, মাস্টাররা অনেক সময় ভাল কাজে ছাত্রদের উপর জোর করে। যেমন সকালে পতাকা উত্তলন বা পিটি প্যারেড করানো, জাতীয় সঙ্গীত গাওয়ানো।
শাহবাগ হল ন্যেয়ের পক্ষে জাতীকে কলঙ্কমুক্ত করার আন্দোলন।
১০|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: ৩০০০ লাশের সংখা নিয়ে আপত্তিকরে কিছু বলদীয় হিসাব নিকাশ !
প্রথমেই বলছি কতজন মারা গেছে আমি জানি না। সরকারি হিসেবে সাতজন হটে পারে । কোন কোন নেতার অবশ্য এ দাবীও করেছেন যে কেউ হতাহত হয় নি । আবার হেফাজতের দাবী মত ৩০০০ ও হতে পারে। আমি এর কোনটাই দাবী করিনা । কিছু বলদীয় হিসেব নিকেশ আমার গণিত আবেগ আর প্রেমকে আহত করেছে তাই এই পোষ্ট।
১। ২৫০০ - ৩০০০ এর সংখাটা এসেছে সম্ভবত ২৫/৩৩ ট্রাক থেকে । ট্রাক প্রতি ১০০ লাশ, এই হিসেবে। আমি নিশ্চিত কোন হেফাজতী বা জামাতি গুনে দেখেনি । তবে অনেকেই ২৫ ট্রাক আর ৮ লরী দেখেছে বলে দাবী করছে। কেউ আবার অনেক ট্রাক ডেখেছে, কিন্তু গুনতে পারে নি।
২। ৩০০০ মৃতদেহ থেকে ১৫০০০ লিটার রক্ত ক্ষরিত হবে। একেবারেই বলদীয় বাত চিত । মানুষের শরীরে সাড়ে তিন লিটার রক্ত থাকে । তিন হাজার লোকের গায়ে থাকবে সাড়ে দশ হাজার লিটার মাত্র । আর কোন গুলি খাওয়া মানুষের পাশে কি দেখেছেন এই সাড়ে তিন লিটার রক্ত -ই পড়ে আছে ?
মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে গুলি করলে এক পোয়া রক্তও পড়বে না । বড় কোন আর্টারী কেটেগেল রক্ত বেশী পড়ে । যেমন জবাই করলে।
২.২ সব ধুয়ে ফেললেও মতিঝিল সংলগ্ন এলাকায় এখন রক্তের দুর্গন্ধে কেউ টিকতে পারতো না।
রক্ত ঠিক মত না ধুলে গন্ধ হয়, সাথে সাথে ধুয়ে ফেললে তেমন কোন গন্ধই থাকে না। আপনার বাসর কাছে ছোটখাট কশাইএর দোকানেও ৫ / ৭ টা গরু জবাই হয়। ঠাঠারী বাজারে দিনে কয়টা গরূ জবাই হয় জানেন ?
৩। ৩০০০ মৃতদেহ সরানো কঠিন, সময় সাপেক্ষ ! না । মোটেই কঠিন কিছু না। ৩০০০ মৃতদেহ সরানর জন্য কমপক্ষে ১০ হাজার পুলিশ-বিজেবি সদস্য ছিল, এরা শুধু ট্রাকে উঠাবে। ৩-৪ জনের ভাগে পড়বে মাত্র একটা লাশ !
৪। একসাথে এতোগুলো মৃতদেহ কবর দিতে গেলেও ৩ থেকে ৪ লক্ষ ঘন ফুট মাটি সরাতে হবে - একেবারেই বলদীয় হিসাব । একজনের জন্য ১০০-১৩৩ ঘনফুট মাটি সরাতে হবে ?
৬০ কেজি একটা মানুষ, ৬০ লিটরের চেয়েও কম। তাই নিজে নিজে পানিতে ভাসতে পারে না। আর ৫৬ লিটার হচ্ছে মাত্র দুই ঘনফুট !
আর ৮৪ লিটার মানে ৩ ঘনফুট ।
৩০০০ লোকের আয়তন ১০০০০ ঘনফুট, আর দাফন করা যাবে ২০০০০ ঘনফুট জায়গা পেলেই ।
৫। এই ঘন বসতি পূর্ণ দেশে এত জায়গা কৈ ? এই ঘন বসতি পূর্ণ দেশে কোন দিন বিডিআর এর ভিতর গিয়েছেন? জানাংগীর গেট থেকে বালুঘাট ?
১০০ ফুট লম্বা -২০ ফুট চওড়া -১০ ফুট গভীর গর্তে ২০০০০ ঘনফুট জায়গা হয় । আর ৩ হাজার লোক ৩ ঘন ফুট জায়গা নিলে মাত্র ৯০০০ ঘন ফুট হয় !
১০০ ফুট লম্বা - ২০ ফুট চওরা জায়গা কাঠার হিসেবে ৩ কাঠা - এই তিন কাঠা জায়গার খুব অভাব ৩০০০ অস্বীকারকারীদের !
Click This Link
১১|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:২২
সাইবার অভিযত্রী বলেছেন: বেনজীর সাহেব কত মিনিটে খটজন মারা সম্ভব তা আপনার অনেক ভাল জানার কথা আমার থেকে।
একটা মেশিন গান থেকে মিনিটে ১৫০০ গুলি বের হয় । দুমিনিটেই ৩০০০ ! অব্শ্য এটে অনেক নির্ডয় হতে হবে ।
আর দেখে শুনে ধহিরে সুস্হে ১০ সেকেন্ডে একজন করে মারলে মিনিটে ৬ জন, আর ১০ মিনিটে ৬০ জন । মাত্র ৫০ জন দেশপ্রেমিক নামালেই ১০ মিনিটে ৩০০০ হাজার হেপাজতী খতম হবে, এট মৃদু হারে খতম ক্রিয়া চালালেও !
আর মন্চ দখল হয় ৩টায়, সাড়ে চারটা পর্যন্ত কাডের গুলি করা হয় ? রাস্তায় পরে থেকে আহত দের ?
১২|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শিক্ষানবিস বলেছেন: এ প্রশ্নগুলোর উত্তর বেনজীররা দিতে পারবে না। তাই আপনারা যারা বেনজীদের গণহত্যা সমর্থন করেন তারা এখানে উত্তর দিতে চেষ্টা করুন।
হেফাজত-কর্মীরা শির দিয়েছে, আমামা দেয়নি।
১৩|
০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৩
মিতক্ষরা বলেছেন: "ঐ সমাবেশে নাকি ভুল বুঝিয়ে কিশোরদেরকে আনা হয়েছিল যা কিনা একটা ফৌজদারী অপরাধ – তাহলে প্রশ্ন শাহবাগে যারা ফাঁসি চাই, জবাই কর স্লোগান দিয়েছিল তাদের সর্বনিম্ন বয়স কত ছিল?"
--- ভাল বলেছেন। বিচার মানি তালগাছ আমার। কুকর্মগুলো শুরুর সময়ে যারা নিশ্চুপ ছিল কিংবা তালি বাজিয়েছে, আজ তারা নিন্দায় সরব হয়েছে যখন হেফাজত পূর্বসূরীদের দেখানো প্রথা অনুকরন করেছে।
১৪|
০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
আবুল হাসান নূরী বলেছেন: বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতো না। বিডিআর বিদ্রোহের সময়ও লাইট বন্ধ করার পর ৩৫ হাজার জোয়ান কিভাবে হাওয়া হয়ে গিয়েছিলো ?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০০
অমৃত সুধা বলেছেন: আহমদ শফিকে ব্যবহার করা হয়েছে, দাবি পুলিশের
http://dhakajournal.com/?p=6117