| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নিউজ দেখলাম ছয় বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা,
বিভিন্ন টিভি চ্যানেলে ক্রাইম রিপোর্ট নামে ক্রাইম প্রোগ্রামে যা দেখানো হচ্ছে তাতে অন্যায়গুলোকে ঘৃনার পরিবর্তে ১৫কোটি সাধারন মানুষ, বৃদ্ধ থেকে শিশু সবাই শিখছে বিভিন্ন অপরাধের নিত্য নতুন কৌশল আর মনস্তাত্ত্বিক ভাবে অনেকের মাঝেই চলে আসে এক অদৃশ্য কনফিডেন্স কিভাবে এধরনের অপরাধ করে ও ঠান্ডা মাথায় হজম করা যেতে পারে, যদিও দেখানো হয় সব অপরাধীই ধরা পরে, কিন্তু সাময়িকভাবে অনেকের মাঝেই এই ধারনাটা আসে যে টিভিতে দেখানো অপরাধগুলোতে অপরাধকারী যে সব ব্যাপারে একটু অসাবধান ছিল সেগুলো মেইন্টেইন করলেই যে কোন অপরাধ করে অনায়াসেই পার পাওয়া যাবে, এসমস্ত প্রোগ্রাম চলাকালে বাসার ৭/৮ বছর বয়সি বাচ্চা ও মাঝে মাঝে বলে ওঠে লোকটি এখন এভাবে মারবে, ওভাবে মারবে, তারপর এই করবে সেই করবে, যেন পুরাটাই সিনেমার কোন স্ক্রিপ্ট,
এই প্রোগ্রাম গুলার উদ্দেশ্য কি??? এটা কি বিনোদনের জন্য নাকি জনসচেতনতার জন্য??? নাকি সুকৌশলে সমাজে গোপনে চিরকাল ঘটে যাওয়া কিছু অপরাধের বর্ননার আড়ালে কিছু টেকনিক সাধারন মানুষদের শিখিয়ে এ সমস্ত অন্যায়-অপরাধগুলোকে সর্বত্র ছড়ায়ে দেওয়া ???? আমি ক্রাইম পেট্রোল নামে একটি প্রোগ্রাম ইন্ডিয়ান স্যাটেলাইট চ্যানেল সনি তে দেখেছিলাম, এ প্রোগ্রাম সনি প্রথম শুরু করেছিল কিনা জানা নেই, তবে সনির হাত ধরেই যে আমাদের দেশীয় চ্যানেলগুলা এই ক্রাইম প্রোগ্রামের পিছে উঠে পড়ে লেগেছে এটা নিশ্চিত,
আমার এ ধারনার সাথে অনেকেই একমত না ও হতে পারেন, কিন্তু সত্যি যদি মনে করেন ব্যাপারটা উদ্বেগের তাহলে আমাদের উচিত যে যেভাবেই পারি এসব প্রোগ্রামের বিরুদ্ধে অনলাইন মিডিয়ায় প্রতিবাদ করা, বিভিন্ন ব্লগে পোষ্ট করা, টিভি টকশোতে ফোন করে এ ব্যাপারে অবহিত করা
জনকল্যানের কথা চিন্তা করে এসব ক্রাইম প্রোগ্রাম গুলা বন্ধ করার জন্য কি আমরা কিছু করতে পারিনা??
২|
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৫
নতুন বলেছেন: এইসব জিনিস প্রচার করার সমসয় অবশ্যই খারাপ প্রভাবের কথা মাথায় রাখতে হবে... ++++
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৪
মদন বলেছেন: +