নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ এর সাথে ১৭ বছরের বেশি সময় ধরে আছি।

পাভেল

আমি ইঞ্জিনিয়ার তানভীর হাসান। ব্লগ পড়তে ভালবাসি ।

পাভেল › বিস্তারিত পোস্টঃ

গ্রামীনফোনের পুরাতন মডেম (EG162G) এ কি অন্য অপারেটর এর সিম চালানো যায়?

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩১

গ্রামীনফোনের পুরাতন মডেম (EG162G) এ কি অন্য অপারেটর এর সিম চালানো যায়? নাকি শুধু গ্রামীনফোনের সিম চালাতে হবে? আমি অন্য অপারেটর এর সিম ব্যবহার করতে নিলে ডাটা কার্ড আনলক করতে বলে । এটাতে কি কোন ডিফল্ট পাসওয়ার্ড থাকে? কেউ জানলে প্লিজ় সাহায্য করেন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

নষ্ট ছেলে বলেছেন: Click This Link

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৩

পাভেল বলেছেন: আমার তো অন্য অপারেটর এর সিম ব্যবহার করতে নিলেই ডাটা কার্ড আনলক করতে বলে।

২| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪০

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: অন্য অপারেটরের সিম চালানো যায়। আনলক কোডের জন্য আপনাকে গ্রামীণফোন সেন্টারে যেতে হবে। ডিফল্ট কোন কোড থাকে না। আমি বছরখানেক আগে কোডটা পেয়েছি, তবে ১ মাস সময় নিয়েছে কোডটা দিতে।

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৫

পাভেল বলেছেন: অনেক ঝামেলা পোহাতে হবে বুঝতে পারছি!

৩| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪১

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: @নষ্ট ছেলে: কিছু কিছু মডেম লক করা থাকে। সেটায় আপনার লিংকের দেয়া পদ্ধতি কাজ করবে না।

৪| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪২

আজাদ আল্-আমীন বলেছেন: প্রথম যে মডেমগুলি বাজারে বিক্রি হয়েছে সেগুলোতে ডাটা কার্ড আনলক করতে বলে। আমার একটি মডেমের ও একই অবস্থা।

৫| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৭

সাইফুর বলেছেন: এভাবে করে দেখতে পারেন।

আর এপিএন এর যায়গায় স্পেসিফিক অপারেটরের এপিএন দিয়ে দিন। দেখুন কি হয়। হওয়া উচিত। অথবা নরমাল ডায়ালআপ করে নিতে পারেন।

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৭

পাভেল বলেছেন: অন্য অপারেটর এর সিম ব্যবহার করতে নিলেই ডাটা কার্ড আনলক করতে বলে। কোন অপশন কাজ করেনা।

৬| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১১:২২

নষ্ট ছেলে বলেছেন: @ইন্ঞ্জিনিয়ার,
হইতে পারে। আমি কোন দিন গ্রামীনের মডেম ইউজ করি নাই। সব সময় মোবাইলরে মডেম হিসাবে ইউজ করতাছি। এইডা একদিন সামুতে দেখছিলাম তাই দিয়া দিলাম।

৭| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৮

স্বাধীনতার চরমপত্র বলেছেন: আমি এই মডেম এ অন্য সীম ব্যবহার করছি। কোন কোড চায়নি।

৩১ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৭

পাভেল বলেছেন: কিন্তু আমার মডেম এ তো পাসওয়ার্ড চাচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.