![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহির রহমানির রহীম আস্সালামুয়ালাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই ব্লগে লেখালেখির সুযোগ করে দিয়েছেন। ইসলাম আজ বহু অভিযোগে অভিযুক্ত একটি জীবন-ব্যাবস্থা।এর অনেক কারণের একটি কারণ, ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে অভিযোগকারীদের অজ্ঞতা(আপনারা ভাববেন না যে আমি নিজেকে আপনাদের সামনে বিজ্ঞ বলে প্রমাণ করতে চাচ্ছি)।আর আমি আপনাদের সামনে ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরব-(ইনশা’আল্লাহ), বিশেষত তাওহীদ সম্পর্কে। জাযাকাল্লাহু খাইর(আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন)
১। জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল(সাঃ) ওয়াজিব করেছেন (বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮)। পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা একটি ভাল কাজ। (Ghusl (taking a bath) on Friday is compulsory for every Muslim reaching the age of puberty.- Bukhari:Volume 1:Chapter 12:Hadith 817)
২| জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারীঃ ৮৮০) (Whoever comes to Friday (prayer), let him take a bath and if he has perfume then let him put some on.- Sunan Ibn Majah:Book 5:Hadith 1098, Grade: Sahih (Darussalam))
৩| মিস্ওয়াক করা। (ইবনে মাজাহঃ ১০৯৮, বুখারীঃ ৮৮৭, ইফাঃ ৮৪৩)(Using Miswak(toothstick)- Bukhari:Volume 2:Chapter 13:Hadith 12)
৪| গায়ে তেল ব্যবহার করা। (বুখারীঃ ৮৮৩)(Using Oil-Bukhari 883)
৫| উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা। (ইবনে মাজাহঃ ১০৯৭)(Wearing clean and best garments you have-Ibne Majah-1097,sahih)
৬| মুসল্লীদের ইমামের দিকে মুখ করে বসা। (তিরমিযীঃ ৫০৯, ইবনে মাজাহঃ ২২৩৬)
৭| মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা – এটা ওয়াজিব। (বুখারীঃ ৯৩৪, মুসলিমঃ ৮৫৭, আবু দাউদঃ ১১১৩, আহমাদঃ ১/২৩০)(Listening the Khutba(sermon) attentively and do not talk with others- bukhari-934)
৮| আগে ভাগে মসজিদে যাওয়া। (বুখারীঃ ৮৮১, মুসলিমঃ ৮৫০)(Go to Mosque early-bukhari-881)
৯| পায়ে হেঁটে মসজিদে গমন। (আবু দাউদঃ ৩৪৫)
১০| জুম’আর দিন ফজরের নামাজে ১ম রাক’আতে সূরা সাজদা (সূরা নং- ৩২) আর ২য় রাক’আতে সূরা ইনসান (দাহর)(সূরা নং-৭৬) পড়া।(বুখারীঃ ৮৯১, মুসলিমঃ ৮৭৯)
১১| সূরা জুম’আ ও সূরা মুনাফিকুন দিয়ে জুম’আর সালাত আদায় করা। অথবা সূরা আ’লা ও সূরা গাশিয়া দিয়ে জুম’আ আদায় করা। (মুসলিমঃ ৮৭৭, ৮৭৮)
১২| জুম’আর দিন ও জুম’আর রাতে বেশি বেশি দুরুদ পাঠ।(আবু দাউদঃ ১০৪৭)(Send more Peace and Blessings upon Prophet Muhammad.sm. on Friday-Abu Dawood-1047)
১৩| এ দিন বেশি বেশি দোয়া করা। ( বুখারীঃ ৯৩৫)
১৪| মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারীঃ ৯১০, ৮৮৩)
১৫| মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। (আবু দাউদঃ ৩৪৩,৩৪৭)
১৬| কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। (বুখারীঃ ৯১১, মুসলিমঃ ২১৭৭, ২১৭৮)
১৭| খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দু’রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ সালাত আদায় করা ছাড়া বসবে না। (বুখারীঃ ৯৩০)("If anyone of you enters a mosque, he should pray two rak`at(units of prayer) before sitting- Bukhari, vol-1,Hadith-435)
১৮| জুম’আর দিন জুম’আর পূর্বে মসজিদে জিক্র বা কোন শিক্ষামূলক হালাকা না করা। অর্থাৎ ভাগ ভাগ হয়ে, গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোন শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন। (আবু দাউদঃ ১০৮৯)
১৯| কেউ কথা বললে ‘চুপ করুন’ এটুকুও না বলা। (নাসায়ীঃ ৭১৪, বুখারীঃ ৯৩৪)
২০| মসজিদে যাওয়ার আগে কাঁচা পেয়াজ, রসুন না খাওয়া ও ধুমপান না করা। (বুখারীঃ ৮৫৩)(Do not eat garlic, onion & do not smoke before going to Mosque-Bukhari853)
২১| ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। ( আবু দাউদঃ ১১১৯)
২২| ইমামের খুৎবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা। (আবু দাউদঃ ১১১০, ইবনে মাজাহঃ ১১৩৪)
২৩| খুৎবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে।(আবু দাউদঃ ১১০৮)
সূত্রঃ বই- প্রশ্নোত্তরে জুমু’আ ও খুৎবা
পরিমার্জনেঃ ডঃ মোহাম্মদ মানজুরে ইলাহী
ডঃ আবু বকর মুহাম্মদ জাকারিয়ে মজুমদার
ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ।
©somewhere in net ltd.