নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামহীন

অচিনপুরের ডাক

চেষ্টায় আছি, স্বপ্ন পূরনের।

অচিনপুরের ডাক › বিস্তারিত পোস্টঃ

না বলা কথা-- শুধু তোমার জন্য

২৩ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৮

সময় যেমনিভাবে মানুষকে বদলে দে্যার জন্য দায়ী, ঠিক তেমনিভাবে মানুষ নিজের প্রয়োজনে, কারণে কিংবা অকারনেও বদলায়। আই বিলিভ! মানুষের এ পরিবর্তন প্রাকৃতিক ভাবেই হয়ে থাকে এন্ড আই অলসো বিলিভ, নেচার ইস দ্যা বেস্ট টিচার ইন ওয়ান্স লাইফ!! আলাদা স্বকীয়তা নিয়ে মানুষ বেঁচে থাকে; ঠিক যেমনিভাবে বেঁচে আছি তুমি, আমি এবং আমরা।

ঠিক দু"বছর আগে,ঠিক এমনি এক রাতে, ঠিক এমন সময়ও আমি জেগে ছিলাম। রাত জাগা আমার কাছে নতুন কোন বিষয় নয়। রাত জাগতে জাগতে চোখের নিচে কালি লেগেই থাকে। জীবনে অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে দুর্বিষহ রাত ছিল সেই রাত! যার কথা মনে হলেই বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠে।

আমার ছোট্ট জীবনে, আমি বহু ঘটনা এবং দুর্ঘটনার শিকার। সবকিছুই আস্তে আস্তে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ( আমি অবশ্য চাই; আই রিপিট আমি অবশ্য চাই ! সবকিছুই যেন অন্ধকারে ডুব মেরে যায়)। যাক সব অন্ধকারে ডুবে, হয়ে থাক সব মেঘাচ্ছন্ন! নেই কোন অভিযোগ, নেই কোন অনুযোগ; নেই কোন চাওয়া পাওয়ার হিসেব - নিকেষ। আছে শুধু বুকে মোচড় দেয়া কেমন যেন দুর্বিষহ অনুভূতি।

জীবন আমার ছন্নছাড়া
চলছে যাপিত জীবন নিজেকেই কেটে ফেলে!!!

আমি মনে হয় মরেই যাব!

তোমার মনে আছে কি আমার ভালবাসার কথা? আমি কি কাউকে ভালবাসতাম? সে কি আমার সাথে প্রতারণা করেছিল? ভালোবাসা ভালোবাসা ভালবাসা; এইটা আবার কি? তুমি কি বলতে পারও ভালবাসা মানে কি?
ভালোবাসা হচ্ছে "একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা।"

থাকুক আমার মানবিক আমার কাছেই, তবুও তুমি ভালো থেকো;

বাকি থাকুক; আরেকদিন আবার লিখবো , শুধু তোমার জন্য।

"হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৯

খেলাঘর বলেছেন:


ব্লগে কি হলো, ভালোবাসা ভাংগার কাহিনী, আর দীর্ঘস্বাস।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫১

অচিনপুরের ডাক বলেছেন: :| :| :|

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২১

প্রামানিক বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.