নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামহীন

অচিনপুরের ডাক

চেষ্টায় আছি, স্বপ্ন পূরনের।

অচিনপুরের ডাক › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

প্রিয়.....
একটা সময় ছিল যখন দুনিয়ার কোন প্রেসার'ই আমাকে ছুঁয়ে যেত না, ছিল না চাওয়া-পাওয়ার হিসেব। ছিলাম ছন্ন ছাড়া, ছিলাম বে-হিসেবি। তুমি ছাড়া আর কে'ই বা ভালো বলতে পারবে।

স্বপ্নে আমার ভয় অনেক, অনেক।
স্বপ্ন মানে কি তুমি জানো? আমার কাছে স্বপ্ন
আসে একরাশ হতাশা নিয়ে। কেন বারে বার?
বলতে কি পারবে আমায়? আমি তো চাই না চাঁদের মাটি, কিংবা হিমালয়ের চূড়ার এক টুকরো বরফ! তবুও কেন আমার স্বপ্নভাঙ্গে বারে বার; বারংবার? তাইতো আমার ভয়, স্বপ্নভঙ্গের ভয়! আস্তে আস্তে নিলীন করে দিচ্ছে আমায়। ঠিক কবে থেকে তোমায় চেয়েছি, তা আমি জানি না!

তবে শেষ পর্যন্ত কিন্তু আমি তোমাকে'ই চাই।
হারাতে চাই তেপান্তরের পথে; শুধু তোমায় নিয়ে।।

আমি চাইনা দেখতে তোমার অশ্রুসিক্ত চোখ।
দেখতে চাই তোমার চোখে শুধু'ই স্নিগ্ধতা।

আমি হারাতে চাই না ; আমার অনুভূতি।।
আমি হারাতে চাই না ; আমার ভালোলাগা।।
আমি হারাতে চাই না; তোমার স্পর্শ, তোমার ছোঁয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.